প্রস্তাবিত কর্মচারীদের মধ্যে যারা সমগ্র চাকরি জীবনে একটিও সিলেকশন গ্রেড বা টাইমস্কেল প্রাপ্ত হননি তাদের ক্ষেত্রে জাতীয় বেতনস্কেল, ২০১৫-এর ৭(১) অনুচ্ছেদ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যাবে;
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
বাস্তবায়ন অনুবিভাগ
বাস্তবায়ন-১ অধিশাখা।
www.mof.gov.bd
নং-০৭.০০.০০০০.১৬১.৪৪.০১০(অংশ).১১.৫৯; তারিখ: ২৭ ফেব্রুয়ারি, ২০২০
বিষয়: উচ্চতর গ্রেড প্রদান সংক্রান্ত।
সূত্র: জননিরাপত্তা বিভাগের স্মারক নং-৪৪.০০.০০০০.০৯৪.১২.০০৪.১৮.১৮৮; তারিখ: ০৯/০২/২০২০ খ্রি:
উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্বারকের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, প্রস্তাবিত বিষয়ে অর্থ বিভাগের নিম্নরূপ ভাবে মতামত প্রদান করা হলো:
ক) প্রস্তাবিত কর্মচারীদের মধ্যে যারা সমগ্র চাকরি জীবনে একটিও সিলেকশন গ্রেড বা টাইমস্কেল প্রাপ্ত হননি তাদের ক্ষেত্রে জাতীয় বেতনস্কেল, ২০১৫-এর ৭(১) অনুচ্ছেদ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যাবে;
এবং
খ) যেসব কর্মচারী এক বা একাধিক সিলেকশনগ্রেড বা টাইমস্কেল প্রাপ্ত হয়েছেন তাদের বিষয়ে আপীল বিভাগে মামলা বিচারাধীন বিধায়ও এ বিষয়ে কোন মতামত প্রদান করা সম্ভব হচ্ছে না।
(হায়াত মো: ফিরোজ)
উপ-সচিব
ফোন: ৯৫৫০৭৮১
প্রতি
সিনিয়র সচিব
জননিরাপত্তা বিভাগ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
উচ্চতর গ্রেড প্রদান সংক্রান্ত: ডাউনলোড
necessity