বিভাগীয় নির্বাচন ও পদোন্নতি কমিটির ২৪-০৬-২০২১ তারিখের সভার সুপারিশের প্রেক্ষিতে বাংলাদেশ বেতারের বিভিন্ন কেন্দ্র/ইউনিটের ৪র্থ শ্রেণীর কর্মচারীদেরকে অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, বাস্তবায়ন অনুবিভাগ -এর ০২-১২-২০০৯ ইং তারিখের এস,আর,ও-২৫৫-আইন/২০০৯/অম/অবি(বাস্ত:১/জাতীয় বেতন স্কেল-১/২০০৯/২৩২ নং আদেশ মোতাবেক নিম্নেবর্ণিত কর্মচারীদের-কে নামের পার্শ্বে উল্লিখিত তারিখ হতে বকেয়া ১ম উচ্চতর স্কেল (টাইম স্কেল) মঞ্জুরী প্রদান করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ বেতার
সদর দপ্তর
৩১, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি
শের-ই বাংলা নগর, আগারগাঁও, ঢাকা-১২০৭
www.betar.gov.bd
নম্বর: ১৫.৫৩.০০০০.০১৩.১২.০০৫(অংশ-১).২১.৪৮২; তারিখ: ২৮ জুন ২০২১
অফিস আদেশ
বিভাগীয় নির্বাচন ও পদোন্নতি কমিটির ২৪-০৬-২০২১ তারিখের সভার সুপারিশের প্রেক্ষিতে বাংলাদেশ বেতারের বিভিন্ন কেন্দ্র/ইউনিটের ৪র্থ শ্রেণীর কর্মচারীদেরকে অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, বাস্তবায়ন অনুবিভাগ -এর ০২-১২-২০০৯ ইং তারিখের এস,আর,ও-২৫৫-আইন/২০০৯/অম/অবি(বাস্ত:১/জাতীয় বেতন স্কেল-১/২০০৯/২৩২ নং আদেশ মোতাবেক নিম্নেবর্ণিত কর্মচারীদের-কে নামের পার্শ্বে উল্লিখিত তারিখ হতে বকেয়া ১ম উচ্চতর স্কেল (টাইম স্কেল) মঞ্জুরী প্রদান করা হলো:
২। বর্নিত কর্মচারীগণ বিধি মোতাবেক প্রাপ্যতার তারিখ থেকে বেতন ভাতাদি প্রাপ্য হবেন।
৩। জনস্বার্থে এ আদেশ জারী করা হলো।
(আহম্মদ কামরুজ্জামান)
মহাপরিচালক (চলতি দায়িত্ব)
ফোন: ৪৪৮১৩০৬২
বকেয়া ১ম উচ্চতর গ্রেড (টাইমস্কেল) মঞ্জুরী সংক্রান্ত অফিস আদেশ: ডাউনলোড
প্রশ্নোত্তর:
১। এটি কি ২০০৯ সালের পে স্কেল মোতাবেক পেয়েছেন?
উত্তর হ্যাঁ।
২। টাইম স্কেল উচ্চতর গ্রেড কেন?
উত্তর: টাইমস্কেল বহাল নাই বলে উচ্চতর গ্রেড প্রদান করা হয়েছে।
৩। আর্থিক বেনিফিট কেমন হবে?
উত্তর: মূল বেতন ৫০০ টাকার মত বাড়বে।