সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কালে একজন সরকারি কর্মচারীর রাষ্ট্রের প্রতি যে সকল দায়িত্ব রয়েছে সে বিষয়ে সরকার সুষ্পষ্ট একটি নির্দেশনা জারি করেছে।
সরকার কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সংস্থাপন মন্ত্রণালয়, শাখা-ডি৩, নং সম/ডি৩-২০/৮৪-১৭০ তারিখ: ২৬/৬/১৯৮৪ সালে একটি সার্কুলার জারির নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হয়েছে। একজন সৎ নিষ্ঠাবান ও প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে নিচের প্রতিটি বিধি আপনার অনুসরণ করা দায়িত্ব ও কর্তব্য।
০১। দেশ ও জাতির স্বার্থে সাহসের সাথে কাজ করে যাওয়া।
০২। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে ইতিবাচক পরিকল্পনা এবং তা বাস্তবায়নে সঠিক পদক্ষেপ গ্রহণ করা।
০৩। সাহসের সাথে পরিস্হিতি মোকাবিলায় উদ্যোগী হওয়া।
০৪। উপস্হিত বুদ্ধি দ্বারাযে কোন পরিস্হিতি মোকাবিলা করা।
০৫। আইন ও বিধি-বিধান মেনে চলা।
০৬। দৃঢ়তার সাথে সরকারী নীতি বাস্তবায়ন করা।
০৭। নীতি বাস্তবায়নে মানবিক ও কৌশলী হওয়া।
০৮। দোষী কর্মীর সংশোধনের ব্যবস্হা করা।
০৯। কাজকে গতিশীল করার জন্য নতুন-নতুন উপায় উদ্ভাবন করা।
১০। জনসেবামূলক মনোভাব পোষণ করা।
১১। জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতি সম্পর্কে নিয়মিত পড়াশুনা করা।
১২। আমানত রক্ষা এবংওয়াদা পালন করা।
১৩। বিধিসম্মতভাবে সরকারী অর্থ খরচ করা।
১৪। সরকারী অর্থ খরচের হিসাব ও ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করা।