নিয়োগ । বদলি । পদোন্নতি । জ্যেষ্ঠতা

কর্মকর্তা পদোন্নতি কমিটি । মন্ত্রণালয়/বিভাগের আওতাধীন ৪র্থ-৬ষ্ঠ গ্রেডের পদে নিয়োগ/পদোন্নতি কমিটি

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রণালয়/বিভাগের অধীন ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ গ্রেডের পদে নিয়োগ/পদোন্নতি প্রদানের জন্য পূর্বে জারিকৃত পরিপত্রসমূহ রহিত করিয়া বিভাগীয় নিয়োগ/পদোন্নতি কমিটি গঠন করা হয়েছে-কর্মকর্তা পদোন্নতি কমিটি

কমিটিতে কে কে থাকবেন? প্রশাসনিক মন্ত্রণালয়/বিভাগের সিনিয়র সচিব/সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব/যুগ্মসচিব পর্যায়ের একজন প্রতিনিধি,  অর্থ বিভাগের অতিরিক্ত সচিব/যুগ্মসচিব পর্যায়ের একজন প্রতিনিধি থাকবেন এবং সংশ্লিষ্ট দপ্তর/অধিদপ্তর/পরিদপ্তর এর প্রধান থাকবেন। প্রশাসনিক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব/যুগ্মসচিব (প্রশাসন) সদস্য সচিব হিসেবে থাকবেন।

কমিটির কাজ কি? উপসচিব ব্যতীত সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের অধীন ক্যাডারভুক্ত এবং ক্যাডার বহির্ভূত জাতীয় বেতন স্কেল এর ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ গ্রেডের পদে পদোন্নতি; বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের আওতা বহির্ভূত মন্ত্রণালয়/বিভাগের অধীন বেতন স্কেল এর ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ গ্রেডের পদে সরাসরি নিয়োগ; সংশ্লিষ্ট নিয়োগবিধির শর্ত পূরণ সাপেক্ষে বিভিন্ন স্বশাসিত সংস্থায় স্থায়ীভাবে বদলীকৃত/স্থায়ীভাবে প্রেষণে নিয়োজিত সরকারি কর্মকর্তাগণের বেতন স্কেল এর ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ গ্রেডের পদে পদোন্নতি/নিয়োগ প্রদান করবেন।

এছাড়াও সংশ্লিষ্ট আইন/নিয়োগবিধি অনুযায়ী বিভিন্ন স্বশাসিত সংস্থার পরিচালনা পরিষদ বহির্ভূত অন্যান্য যে সকল পদের নিয়োগ/পদোন্নতি প্রদানের দায়িত্ব সরকারের, সেই সকল পদে নিয়োগ/পদোন্নতি; বেতন স্কেল এর ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ গ্রেডের পদের উচ্চতর টাইম স্কেল/সিলেকশন গ্রেড প্রদানের সুপারিশ (জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ১৪ ডিসেম্বর, ২০১৫ পর্যন্ত প্রাপ্য বকেয়া); কোনো বিশেষজ্ঞ /কারিগরি জ্ঞানসম্পন্ন প্রতিনিধির প্রয়োজন হইলে, সেইক্ষেত্রে সরকারি দপ্তরের একজন উপযুক্ত প্রতিনিধিকে উক্ত কমিটিতে অন্তর্ভুক্ত করা যাইবে।

বাংলাদেশ কর্মকমিশনের কেউ থাকবেন না? / কর্মকমিশনের নিয়োগের বর্হিভূত পদোন্নতি / নিয়োগের ক্ষেত্রে এই কমিটি কার্যকর থাকবে

কর্মকমিশনের নিয়োগে কর্মকমিশন কর্তৃক গঠিত কমিটি কাজ করবে।

কর্মকর্তা পদোন্নতি কমিটি । মন্ত্রণালয়/বিভাগের আওতাধীন ৪র্থ-৬ষ্ঠ গ্রেডের পদে নিয়োগ/পদোন্নতি কমিটি

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন এর আওতা বহির্ভূত মন্ত্রণালয়/বিভাগের আওতাধীন এবং স্বশাসিত সংস্থার ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ গ্রেডের পদে নিয়োগ/পদোন্নতি প্রদান বিষয়ক কমিটি।

যে কোন কর্মকর্তার পদোন্নতির ক্ষেত্রে কি এ কমিটি কার্যকর?

না। – কর্মকমিশন ব্যতীত নিয়োগ বা পদোন্নতির ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রণালয়/বিভাগের অধীন ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ গ্রেডের পদে নিয়োগ/পদোন্নতি প্রদানের জন্য পূর্বে জারিকৃত পরিপত্রসমূহ রহিত করিয়া বিভাগীয় নিয়োগ/পদোন্নতি কমিটি গঠন করা হয়েছে।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *