বেতন । বাড়ি ভাড়া । অন্যান্য ভাতাদি

কর্মচারীর বাড়ী বলতে সংশ্লিষ্ট কর্মচারী যে স্থানে স্বয়ং অবস্থান করেন।

আবেদনকারী জনাব মু: আব্দুল মান্নান, সহকারী সুপার পিটিআই, নীলফামারী (প্রাক্তন) কে যে হারে বাড়ীভাড়া ভাতা পরিশোধ করার পর এলপিসিতে অতি: গৃহীত অর্থ ৭১,৪০০/- আদায়যোগ্য উল্লেখ করে এলপিসি ইস্যু করা হয়। অর্থ বিভাগের স্মারক নং এমএফপি (সাই্টাপি)-১/৪ এইচ-২(জি)/৮৩/১৫৮ তারিখ: ১৯/০৫/১৯৮৩ খ্রি: অনুযায়ী (ক) সংশ্লিষ্ট কর্মচারী স্বয়ং যে স্থানে অবস্থান করেন সে অবস্থান অনুযায়ী বাড়ীভাড়া ভাতা প্রদান করিতে হবে এ ব্যাপারে তাঁর পরিবারের অবস্থান বিবেচনা করা হবে। (খ) Actual Place of residence বাড়ী বলতে সংশ্লিষ্ট কর্মচারী যে স্থানে স্বয়ং অবস্থান করেন তাই বুঝাবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়

সিজিএ ভবন

সেগুনবাগিচা, ঢাকা-১০০০

স্মারক নং: ০৭.০৩.০০০০.০০৯.৫৩.২৪.০৭.১৮২; তারিখ: ৩০/০৫/২০১৭ খ্রি:

বরাবর

জেলা হিসাব রক্ষণ অফিসার

নীলফামারী।

বিষয়: এলপিসিতে উল্লিখিত বাড়ীভাড়া ভাতা প্রাপ্যতা সংশোধন প্রসঙ্গে।

সূত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা অফিসার জনাব মু: আব্দুল মান্নান এর ব্যক্তিগত আবেদনপত্র তারিখ: ০৮/০৮/২০১৬ খ্রি:

উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ পত্রের প্রতি দৃষ্টি আকর্ষন করা যাচ্ছে।

২। সূত্রোক্ত আবেদনকারী জনাব মু: আব্দুল মান্নান, সহকারী সুপার পিটিআই, নীলফামারী (প্রাক্তন) কে যে হারে বাড়ীভাড়া ভাতা পরিশোধ করার পর এলপিসিতে অতি: গৃহীত অর্থ ৭১,৪০০/- আদায়যোগ্য উল্লেখ করে এলপিসি ইস্যু করা হয়। অর্থ বিভাগের স্মারক নং এমএফপি (সাই্টাপি)-১/৪ এইচ-২(জি) /৮৩/১৫৮ তারিখ: ১৯/০৫/১৯৮৩ খ্রি: অনুযায়ী

(ক) সংশ্লিষ্ট কর্মচারী স্বয়ং যে স্থানে অবস্থান করেন সে অবস্থান অনুযায়ী বাড়ীভাড়া ভাতা প্রদান করিতে হবে এ ব্যাপারে তাঁর পরিবারের অবস্থান বিবেচনা করা হবে।

(খ) Actual Place of residence বাড়ী বলতে সংশ্লিষ্ট কর্মচারী যে স্থানে স্বয়ং অবস্থান করেন তাই বুঝাবে।

এমতাবস্থায়, জনাব মু: আব্দুল মান্নান, প্রাক্তন সহকারী সুপার, পিটিআই, নীলফামারী এর LPC তে উল্লেখিত অতিরিক্ত গৃহীন বাড়ীভড়াা ভাতা ৭১,৪০০/- প্রত্যাহার করত: সংশোধিত LPC ইস্যু করার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।

(মো: আবদুর রহমান)

উপ-হিসাব মহানিয়ন্ত্রক (পদ্ধতি)

ফোন: ৯৩৫৬৫০১

কর্মচারীর বাড়ী বলতে সংশ্লিষ্ট কর্মচারী যে স্থানে স্বয়ং অবস্থান করে তাই বুঝাবে: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *