সরকারি অফিস ও সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আবাসিক গ্যাস বিল বকেয়া থাকায় পেট্রোবাংলার আওতাধীন বিতরণ কোম্পানিসমূহ আর্থিক সংকটে রয়েছে। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আর্থিক ঘাটতি পূরণে কড়া নির্দেশনা জারি করেছে।
প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ
অপারেশন-৪ শাখা
স্মারক নং-২৮.০০.০০০০.০২৯.২৭.০৫৪.২১.১৮৩ তারিখ: ১৬ জুন ২০২২
বিষয়: গ্যাস বিল বাবদ বকেয়া অর্থ পরিশােধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে।
উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, পেট্রোবাংলার আওতাধীন বিতরণ কোম্পানিসমূহের গ্যাস বিল বাবদ বিপুল পরিমাণ অর্থ বকেয়া পাওনা থাকায় গ্যাস বিতরণ কোম্পানিসমূহের আর্থিক তারল্য সংকট সৃষ্টি হচ্ছে। ‘গ্যাস বিপণন নিয়মাবলী ২০১৪’-এ বিল ইস্যুর তারিখ হতে কোনাে গ্রাহকের বকেয়া বিল ৪৫ (পয়তাল্লিশ) দিন অপরিশােধিত থাকলে তার সংযােগ বিচ্ছিন্ন করার বিধান রয়েছে।
২। এমতাবস্থায়, তাঁর মন্ত্রণালয়/বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থা/কোম্পানিসমূহের গ্যাস বিল বাবদ বকেয়া পাওনা ৩০ জুন, ২০২২ তারিখের মধ্যে অবশ্যিকভাবে পরিশােধের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে পুনরায় অনুরােধ করা হলাে।
(সায়মা আক্তার)
সহকারী সচিব
ফোন: ৫৫১০০২৬৯।
E-mail: asop4@emrd.gov.bd
গ্যাস বিল বাবদ বকেয়া অর্থ পরিশােধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত: ডাউনলোড