সরকারি চাকরির আবেদনে চাকরিপ্রার্থীরা বয়সে ৩৯ মাস ছাড় পেলেন – ৩ বছরের অধিক সময় ছাড় পাওয়ার ক্ষেত্রে অনেক চাকরি প্রত্যাশী যাদের বয়স চলে গেছে তিন বছর আগেই তারাও ২০২৩ সালের জুন মাস পর্যন্ত প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথীলযোগ্য।

গত বছর করোনাভাইরাসের কারণে সরকারি চাকরিপ্রার্থীদের জন্য দুই দফায় বয়স ছাড় করে আদেশ জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সে সময় মোট ২১ মাস বয়সের ছাড় দেওয়া হয়। তবে বয়সের এই ছাড় বিসিএসের জন্য প্রযোজ্য হয়নি। কিন্তু এ বছরের আদেশে বিসিএস প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় পাওয়া গেল না। বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪

যেসব মন্ত্রণালয়/বিভাগ ও এর অধীন অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর এবং সংবিধিবদ্ধ/স্বায়ত্তশাসিত/জাতীয়কৃত প্রতিষ্ঠান বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে (বিসিএস ছাড়া) সরাসরি নিয়োগের লক্ষ্যে কোভিড-১৯ পরিস্থিতির কারণে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সেসব দপ্তর/প্রতিষ্ঠানের ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে ওই প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। সরকারি চাকরিতে প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ সংক্রান্ত।

সরকারি চাকরিতে (বিসিএস ব্যতীত) সরাসরি নিয়োগের লক্ষ্যে ৩০-০৬-২০২৩ তারিখ পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৫-০৩-২০২০ তারিখে নির্ধারণ।

(সরকারি চাকরির আবেদনে বয়সে ৩৯ মাস ছাড় পেলেন চাকরিপ্রার্থীরা।)

চাকরিপ্রার্থীদের বয়স প্রমার্জন করা হল।

বিসিএস ক্যাডার কয়টি?  বি সি এস ক্যাডার তালিকা ২০২২ । ১৪ টি সাধারণ ও ১২ টি পেশাগত/কারিগরি, সর্বমোট ২৬ টি ক্যাডার রয়েছে। বিসিএস প্রার্থীদের জন্য আদেশ কার্যকর নয়।

  1. বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র)
  2. বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন)
  3. বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ)
  4. বাংলাদেশ সিভিল সার্ভিস (কর)
  5. বাংলাদেশ সিভিল সার্ভিস (শুল্ক ও আবগারি)
  6. বাংলাদেশ সিভিল সার্ভিস (নিরীক্ষা ও হিসাব)
  7. বাংলাদেশ সিভিল সার্ভিস (আনসার)
  8. বাংলাদেশ সিভিল সার্ভিস (সমবায়)
  9. বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা)
  10. বাংলাদেশ সিভিল সার্ভিস (খাদ্য)
  11. বাংলাদেশ সিভিল সার্ভিস (তথ্য)
  12. বাংলাদেশ সিভিল সার্ভিস (ডাক)
  13. বাংলাদেশ সিভিল সার্ভিস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক)
  14. বাংলাদেশ সিভিল সার্ভিস (বাণিজ্য)
  15. বিসিএস (সড়ক ও জনপথ)
  16. বিসিএস (গণপূর্ত)
  17. বিসিএস (জনস্বাস্থ্য প্রকৌশল)
  18. বিসিএস (বন)
  19. বিসিএস (স্বাস্থ্য)
  20. বিসিএস (রেলওয়ে প্রকৌশল)
  21. বিসিএস (পশুসম্পদ)
  22. বিসিএস (মৎস্য)
  23. বিসিএস (পরিসংখ্যান)
  24. বিসিএস (কারিগরি শিক্ষা)
  25. বিসিএস (কৃষি)
  26. বিসিএস (সাধারণ শিক্ষা)

যাদের চাকরির বয়স চলে গেছে তারাও আবেদন করতে পারবে?

প্রার্থীদের বয়স কি তাহলে সাময়িকভাবে ৩ বছর বাড়ল? হ্যাঁ বাড়ল বলতে পারেন। যে সকল মন্ত্রণালয়/বিভাগ ও এর অধীন অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর এবং সংবিধিবদ্ধ/স্বায়ত্তশাসিত/জাতীয়কৃত প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে (বিসিএস ব্যতীত) সরাসরি নিয়োগের লক্ষ্যে কোভিড-১৯ পরিস্থিতির কারণে নিয়ােগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সে সকল দপ্তর/প্রতিষ্ঠান এর ৩০-০৬-২০২৩ তারিখ পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ২৫-০৩-২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করার সুযোগ পাবেন।