সাধারণ ভবিষ্য তহবিলের অর্থের উপর সাধারণত ১৩% সুদ প্রদান করা হয়। এ সুদ যদি কেউ নিতে না চায় তাহলে হিসাব খোলার সময় উল্লেখ করে দিলেই প্রতি বছর সুদ যোগ করা হবে না।
- সুদের হার ১৩%
- চাকুরী স্থায়ী হওয়ার পর অর্থাৎ ০২ বছর পর জিপিএফ কর্তন বাধ্যতামূলক।
- চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করা হয়।
- চাকুরীজিবীর বয়স ৫২ বছরের উর্দ্ধে হলে অফেরত যোগ্য ঋণ নেয়া যায়।
- জিপিএফ থেকে গ্রহণকৃত অগ্রিম ফেরত দিতে হয়।
- সম্পদের হিসাব ২০২৪ । হিসাব দাখিলের সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে
- পি আর এল বিধিমালা ২০২৪ । অবসরের তারিখ বের করার নিয়ম কি?
- Full DA Effective Order 2024 । প্রশিক্ষণের ২৬ দিনের পূর্ণ হারে ডি/এ মঞ্জুরীর বিধান কি?
- Govt. Transfer Rules 2024 । সরকারি কর্মচারীদের ০৩ বছর পর পরই বদলির নিয়ম?
- Govt. Transfer Within 3 Years । একই কর্মস্থলে কি ০৩ বছরের অধিক থাকা যাবে না?
বিস্তারিত জানতে জিপিএফ বিধিমালা ও স্মারক দেখুন: ডাউনলোড
চাকুরি হতে বহিস্কৃত হলে কি পি এফ এর টাকা পাওয়া যাবেনা?
মূল টাকা ফেরত পাবেন।