ফত’ওয়া নং ৭০৫১, গত ২২/০৭/২০১৪ খ্রি: তারিখের ফত’ওয়া বিভাগ জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এর পত্রের মাধ্যমে জিপিএফ এর অতিরিক্ত প্রদত্ত অর্থ সুদ কিনা তার উত্তরে জানানো হয় যে,
সরকারি বিধি মোতাবেক বাধ্যতামূলক/ আবশ্যিকভাবে জিপি ফান্ডে (জেনারেল প্রভিডেন্ট ফান্ড) বেতন কর্তন করে পরবর্তিতে তার সাথে যে অতিরিক্ত টাকা দেয়া হয় শরিয়তের দৃষ্টিতে তা সুদ নয়।
- Govt. Ramadan Office Time 2025। রমজান মাসে সরকারি অফিসে সময় সূচি দেখে নিন
- সাহরী ও ইফতারের সময়সূচি ২০২৫ । রোজা কবে থেকে শুরু হবে জানুন
- Govt. Washing Allowance 2025 । ধোলাই ভাতা কখন ও কারা পাবেন?
- সরকারি অফিসে এসি ব্যবহার নির্দেশিকা ২০২৫ । বিদ্যুৎ সাশ্রয়ে কত তাপমাত্রা নিচে এসি চালানো যাবে না?
- আনসার রেশন সুবিধা ২০২৫ । বাহিনীর সদস্য দৈনিক রেশন ভাতা ১২০ টাকা পায়?
পত্রে আরও বলা হয়েছে, তাই তা গ্রহণ করা বৈধ। আর এ ফান্ডে চাকরিজীবীর স্বেচ্ছায় রাখা টাকার অতিরিক্ত অংশটা সদকা করে দেয়া চাই।
ফত’ওয়া বিভাগের মতে জিপিএফ এ প্রদত্ত অতিরিক্ত অর্থ সুদ নয় এ সংক্রান্ত অনুচ্ছেদ সংযুক্ত করা হলো: ডাউনলোড
ফতোয়া বিভাগ, জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, ফতোয়া নং: ২৬৭৯/গ, তারিখ: ২৮/০৭/২০১৯, মোবাইল ০১৮১৬৩৬৭৯৭৫, www.rahmaniadhaka.com
উত্তর: বাধ্যতামূরক প্রভিডেন্ট ফান্ডে জমাকৃত মূল টাকার উপর প্রদেয় অতিরিক্ত অংশ সুদ নয়। সুতরাং তা গ্রহণ করা বৈধ হবে। আর প্রভিডেন্ট ফান্ডে বাধ্যতামূলক নয় বরং ঐচ্ছিক টাকা রাখা থেকে বিরত থাকা কর্তব্য, ঐচ্ছিক টাকা উপর অতিরিক্ত যা দেওয়া হবে তা গ্রহণ করা জায়েয নয়।
ফত’ওয়া বিভাগের মতে জিপিএফ এ প্রদত্ত অতিরিক্ত অর্থ সুদ নয় এ সংক্রান্ত ২০১৯ সালের আদেশ: ডাউনলোড
বিভিন্ন প্রকার আদেশ থেকে সুদ /ইনক্রিমেন্ট শব্দটি উঠিয়ে দেয়ার জন্য সরকার ১৭ জুন ২০২০ তারিখে জিপিএফ এ জমাকৃত অর্থের উপর ইনক্রিমেন্ট সুদ নয় মুনাফা হিসাবে গণ্য হবে: ডাউনলোড
ধন্যবাদ।