ফত’ওয়া নং ৭০৫১, গত ২২/০৭/২০১৪ খ্রি: তারিখের ফত’ওয়া বিভাগ জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এর পত্রের মাধ্যমে জিপিএফ এর অতিরিক্ত প্রদত্ত অর্থ সুদ কিনা তার উত্তরে জানানো হয় যে,
সরকারি বিধি মোতাবেক বাধ্যতামূলক/ আবশ্যিকভাবে জিপি ফান্ডে (জেনারেল প্রভিডেন্ট ফান্ড) বেতন কর্তন করে পরবর্তিতে তার সাথে যে অতিরিক্ত টাকা দেয়া হয় শরিয়তের দৃষ্টিতে তা সুদ নয়।
- TDS Statement From ibas++ । অনলাইন হতে GPF Slip বা আয়কর Statement নিন
- জিপিএফ তথ্য ২০২৪ । ঘরে বসেই অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করুন
- সরকারি কর্মচারীদের ৬ দফা দাবী ২০২৪ । সরকারি কর্মচারীদের বেতন ভাতাদি কেন বৃদ্ধি করা জরুরি?
- সরকারি চাকরিজীবীদের গৃহ নির্মাণ ঋণ ২০২৪ । অর্থ বিভাগের ঋণ সম্মতি এবং সুদ ভুর্তকি চূড়ান্ত মঞ্জুরি জারি
- Govt. Primary Teacher House Building Loan 2024 । সহকারী শিক্ষক ৩৫ লক্ষ টাকা লোন নিলে কিস্তি কত টাকা আসবে?
পত্রে আরও বলা হয়েছে, তাই তা গ্রহণ করা বৈধ। আর এ ফান্ডে চাকরিজীবীর স্বেচ্ছায় রাখা টাকার অতিরিক্ত অংশটা সদকা করে দেয়া চাই।
ফত’ওয়া বিভাগের মতে জিপিএফ এ প্রদত্ত অতিরিক্ত অর্থ সুদ নয় এ সংক্রান্ত অনুচ্ছেদ সংযুক্ত করা হলো: ডাউনলোড
ফতোয়া বিভাগ, জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, ফতোয়া নং: ২৬৭৯/গ, তারিখ: ২৮/০৭/২০১৯, মোবাইল ০১৮১৬৩৬৭৯৭৫, www.rahmaniadhaka.com
উত্তর: বাধ্যতামূরক প্রভিডেন্ট ফান্ডে জমাকৃত মূল টাকার উপর প্রদেয় অতিরিক্ত অংশ সুদ নয়। সুতরাং তা গ্রহণ করা বৈধ হবে। আর প্রভিডেন্ট ফান্ডে বাধ্যতামূলক নয় বরং ঐচ্ছিক টাকা রাখা থেকে বিরত থাকা কর্তব্য, ঐচ্ছিক টাকা উপর অতিরিক্ত যা দেওয়া হবে তা গ্রহণ করা জায়েয নয়।
ফত’ওয়া বিভাগের মতে জিপিএফ এ প্রদত্ত অতিরিক্ত অর্থ সুদ নয় এ সংক্রান্ত ২০১৯ সালের আদেশ: ডাউনলোড
বিভিন্ন প্রকার আদেশ থেকে সুদ /ইনক্রিমেন্ট শব্দটি উঠিয়ে দেয়ার জন্য সরকার ১৭ জুন ২০২০ তারিখে জিপিএফ এ জমাকৃত অর্থের উপর ইনক্রিমেন্ট সুদ নয় মুনাফা হিসাবে গণ্য হবে: ডাউনলোড
ধন্যবাদ।