জীবিত বীর মুক্তিযােদ্ধাদের জন্য বিজয় দিবস ২০২১ এর ভাতা বাবদ জনপ্রতি ৫,০০০/- টাকা হারে ৫০,২৮,৩০,০০০/ (পঞ্চাশ কোটি আটাশ লক্ষ ত্রিশ হাজার) টাকার আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
বাজেট অধিশাখা
সচিবালয় সংযােগ সড়ক, ঢাকা
www.molwa.gov.bd
স্মারক নম্বর-৪৮.০০.০০০০.০০৬.০২০.০৪৬.২০১৮(অংশ-২) তারিখঃ ১৬ নভেম্বর ২০২১
প্রেরক : উপসচিব (বাজেট)
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা
প্রাপক : চীফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
সেগুনবাগিচা, ঢাকা।
বিষয়: জীবিত বীর মুক্তিযােদ্ধাদের জন্য বিজয় দিবস ২০২১ এর ভাতা বাবদ জনপ্রতি ৫,০০০/- টাকা হারে ৫০,২৮,৩০,০০০/ (পঞ্চাশ কোটি আটাশ লক্ষ ত্রিশ হাজার) টাকার আর্থিক মঞ্জুরি জ্ঞাপন।
আদিষ্ট হয়ে চলতি ২০২১-২২ অর্থবছরের বাজেটে বিশেষ কার্যক্রমের আওতায় ১২০০০১৮১০ কোডের মুক্তিযােদ্ধাদের জন্য মহান বিজয় দিবস ভাতা বাবদ ৩৭২১১০২ কোডে কল্যাণ অনুদান খাতে বরাদ্দকৃত ১১০৭৭.০০ লক্ষ (একশত দশ কোটি সাতাত্তর লক্ষ)। টাকা হতে জীবিত মুক্তিযােদ্ধাদের অনুকূলে বিজয় দিবস ২০২১ ভাতা বাবদ সারা দেশের উপজেলা/মহানগরে সংশ্লিষ্ট জেলা/উপজেলার নামের পার্শ্বে বর্ণিত কলাম (৪) এ উল্লিখিত সংখ্যক জীবিত বীর মুক্তিযােদ্ধার বিপরীতে জনপ্রতি ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা হারে সর্বমােট ৫০,২৮,৩০,০০০/- (পঞ্চাশ কোটি আটাশ লক্ষ ত্রিশ হাজার) টাকা নিম্নোক্ত শর্ত ও বিভাজন অনুসারে অর্থ ছাড়ের নিমিত্ত আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হলাে:
সম্পূর্ণ লিস্ট পেতে ডাউনলোড লিংক ভিজিট করুন।
০২। ছাড়কৃত ৫০,২৮,৩০,০০০/- (পঞ্চাশ কোটি আটাশ লক্ষ ত্রিশ হাজার) টাকা মুক্তিযােদ্ধাদের মহান বিজয় দিবস ২০২১ ভাতা বাবদ চলতি ২০২১-২২ অর্থবছরের বাজেটে বিশেষ কার্যক্রমের আওতায় ১২০০০১৮১০ কোডের মুক্তিযােদ্ধাদের জন্য মহান বিজয় দিবস ভাতা বাবদ ৩৭২১১০২ কোডে কল্যাণ অনুদান খাতে বরাদ্দকৃত ১১০৭৭.০০ লক্ষ (একশত দশ কোটি সাতাত্তর লক্ষ) টাকা হতে মিটানাে হবে;
০৩। বরাদ্দকৃত ৫০,২৮,৩০,০০০/- (পঞ্চাশ কোটি আটাশ লক্ষ ত্রিশ হাজার) টাকা সারণীতে বর্ণিত সংশ্লিষ্ট জেলার নামের পার্শ্বে প্রদর্শিত সম্মানি ভাতাভােগী জীবিত মুক্তিযােদ্ধার সংখ্যা অনুসারে সর্বমােট ১,০০,৫৬৬ জন মুক্তিযােদ্ধার মধ্যে মহান বিজয় দিবস ভাতা ২০২১ বাবদ (জনপ্রতি ৫,০০০/- টাকা হারে) বিতরণের জন্য অনুরােধ জানানাে হলাে। বীর মুক্তিযােদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত Management Information System (MIS) এর ওয়েবলিংক mis.molwa.gov.bd এর তথ্যভান্ডারে এন্ট্রিকৃত বীর মুক্তিযােদ্ধা/সুবিধাভােগীদের অনুকূলে বীর মুক্তিযােদ্ধা সম্মানি ভাতা বাবদ এ অর্থ বরাদ্দ প্রদান করা হলাে। তবে উক্ত সম্মানি ভাতা বিতরণে “বীর মুক্তিযােদ্ধা সম্মানি ভাতা বিতরণ আদেশ, ২০২০” অনুসরণ করতে হবে।।
০৪। সংশ্লিষ্ট জেলা/উপজেলার পার্শ্বে প্রদর্শিত ও বরাদ্দকৃত অর্থ বিতরণ/উত্তোলনের জন্য সকল জেলা প্রশাসকগণের নিকট অথরিটি প্রেরণের জন্য অনুরােধ করা হলাে (সারণীর কলাম ৫ অনুসারে)। জেলা প্রশাসকগণ তাঁর জেলার অনুকূলে মুক্তিযােদ্ধার মধ্যে বিজয় দিবস ভাতা ২০২১ হিসেবে বরাদ্দকৃত অর্থ আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় হতে উত্তোলনপূর্বক সােনালী/জনতা/ অগ্রণী/বাংলাদেশ কৃষি/ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে মুক্তিযােদ্ধা সম্মানী ভাতা হিসাব’ খুলে বিতরণের ব্যবস্থা গ্রহণ করবেন;
০৫। মহান বিজয় দিবস ২০২১ ভাতা পরিশােধে সকল আর্থিক বিধি-বিধান ও সরকারি নিয়মাচার অনুসরণ করতে হবে। অর্থ ব্যয়ে কোন অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে;
০৬। আগামী ৩০-০৬-২০২২ তারিখের মধ্যে সংশ্লিষ্ট জেলার অনুকূলে ছাড়কৃত অর্থের ব্যয় বিবরণী ও সমন্বয় হিসাব প্রেরণের বিষয়টি নিশ্চিত করতে হবে;
০৭। সরকারি অনুদানের অর্থ ব্যাংক হিসাবে অব্যবহৃত থাকলে সরকারি কোষাগারে জমা করত: (কোড নম্বর ১-৬৩০১-০০০১-২৬৭১) | আর্থিক শৃঙ্খলা ও সঠিক হিসাবায়নের লক্ষ্যে অডিট করত: প্রতিবেদন অত্র মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে;
০৮। বরাদ্দকৃত অর্থ সম্মানি ভাতা ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে ব্যয় করা যাবে না;
০৯। ভাতা বিতরণের ক্ষেত্রে কোনভাবেই অগ্রিম ভাতা প্রদান করা যাবে না এবং বরাদ্দকৃত অর্থ শুধু মহান বিজয় দিবস-২০২১ বাবদ বিতরণ করতে হবে;
১০। প্রত্যেক সম্মানি ভাতা প্রাপ্ত মুক্তিযােদ্ধার ভাতা তাঁর ব্যাংক হিসাবে জমা করতে হবে অথবা একাউন্টপেয়ী চেকের মাধ্যমে ভাতা প্রদান করতে হবে। এর কোন ব্যত্যয় হলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা ও ব্যাংক ম্যানেজার দায়ী হবেন। বিষয়টি সংশ্লিষ্ট জেলা প্রশাসক নিশ্চিত করবেন;
১১। অব্যয়িত অর্থ (যদি থাকে) ৩০ জুন ২০২২ তারিখের মধ্যে ট্রেজারী চালানের মাধ্যমে (১-৬৩০১-০০০১-২৬৭১ সংখ্যক কোডে) | সরকারি কোষাগারে জমাকরত: এ মন্ত্রণালয়কে অবহিত করতে হবে এবং বিতরণের সাথে সাথে অব্যয়িত টাকার পরিমাণ এ মন্ত্রণালয়কে জানাতে হবে;
১২। “বীর মুক্তিযােদ্ধা সম্মানি ভাতা বিতরণ আদেশ, ২০২০” অনুসরণ পূর্বক বরাদ্দকৃত অর্থ এ মন্ত্রণালয়ের MIS এর ওয়েবলিংক mis.molwa.gov.bd এ এন্ট্রিকৃত বীর মুক্তিযােদ্ধা/সুবিধাভােগীগণের মধ্যে এ সম্মানি ভাতা বরাদ্দ করতে হবে। তবে বরাদ্দকৃত অর্থ বিতরণে মন্ত্রণালয়ের ২৪-০৪-২০১৯ তারিখে জারীকৃত ৪৮.০০.০০০০.০০৬.০২০.০৩১.০১৯.১৭-১০০ পরিপত্র অনুসারে মহানগর/উপজেলা মুক্তিযােদ্ধা যাচাই-বাছাই কমিটি কর্তৃক প্রদত্ত না মঞ্জুরকৃত আবেদনের তালিকা ও সিদ্ধান্ত প্রতিবেদনে (‘গ’ তালিকা) যাদের নাম রয়েছে তারা এ সম্মানি ভাতা প্রাপ্য হবেন না। তবে এ মন্ত্রণালয়ের ১১ জুন ২০১৯ তারিখের স্মারক নং ৪৮.০০.০০০০.০০৬.০২০.০৩১.০১৯.১৭.১৩৪ সংখ্যক স্মারকের নির্দেশনা অনুসারে ‘গ’ তালিকায় নাম প্রকাশিত হলেও ভারতীয় তালিকায় বা মুক্তিবার্তা চুড়ান্ত (মুক্তিবার্তা লাল বই) তালিকা (যাদের নামে মুক্তিযােদ্ধা নন মর্মে অভিযােগ নেই) এবং মুক্তিযােদ্ধাদের নিমােক্ত গেজেট যথাক্রমে- (১) সেনাবাহিনী গেজেট, (২) নৌ বাহিনী গেজেট, (৩) বিমান বাহিনী গেজেট, (৪) পুলিশ গেজেট, (৫) বিজিবি গেজেট, (৬) আনসার গেজেট, (৭) বীরাঙ্গনা গেজেট, (৮) মুজিবনগর গেজেট, (৯) শব্দ সৈনিক গেজেট, (১০) স্বাধীন বাংলা ফুটবল টিম গেজেট, (১১) ন্যাপ কমিউনিষ্ট পার্টি, ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী ও মুক্তিযােদ্ধা তালিকা গেজেট এবং (১২) পিএসসির মাধ্যমে নিয়ােগপ্রাপ্ত ১৯৭৩ সনের বিসিএস কর্মকর্তা গেজেটের যে কোন একটিতে নাম থাকলে সম্মানি ভাতা অব্যাহত থাকবে;
১৩। এছাড়া, বীর মুক্তিযােদ্ধা সম্মানি ভাতা বিতরণ আদেশ, ২০২০” এবং এ মন্ত্রণালয়ের ০৮-০৪-২০১৯ তারিখের ৪৮.০০.০০০০.০০৬.০২০.০৩১.০১৯.১৭-৮৭ সংখ্যক স্মারক অনুসরণে সকল শ্রেণির শহিদ মুক্তিযােদ্ধা পরিবার, যুদ্ধাহত গেজেটধারী এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযােদ্ধাগণ “বাংলাদেশ মুক্তিযােদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে সম্মানি ভাতা প্রাপ্য বিধায় মন্ত্রণালয়ের MIS এ উক্ত শহিদ মুক্তিযােদ্ধা পরিবার, যুদ্ধাহত গেজেটধারী এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযােদ্ধাগণের নাম অন্তর্ভুক্ত থাকলেও এ আদেশে বরাদ্দকৃত সম্মানি ভাতা তাঁরা প্রাপ্য হবেন না।
১৪। চলতি ২০২১-২২ অর্থবছরে ০৯-১১-২০২১ তারিখ পর্যন্ত MIS এ অন্তর্ভুক্ত সম্মানি ভাতাভােগী জীবিত মুক্তিযােদ্ধার সংখ্যা অনুসারে সর্বমােট ১,০০,৫৬৬ জন মুক্তিযােদ্ধার মধ্যে প্রদত্ত বরাদ্দ বিতরণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
(মাে: মতিয়ার রহমান)
উপসচিব (বাজেট)
ফোন:৯৫৫০১৩৩
dsbudget@molwa.gov.bd
জীবিত বীর মুক্তিযােদ্ধাদের জন্য বিজয় দিবস ২০২১ এর ভাতা বাবদ জনপ্রতি ৫,০০০/- টাকা মঞ্জুর কপি: ডাউনলোড