কারিগরি শিক্ষা বাের্ড কর্তৃক অনুমােদিত এসএসসি (ভােকেশনাল), দাখিল (ভােকেশনাল), এইচএসসি (ভােকেশনাল) ও চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ নিম্নবর্ণিত কোর্স পরিচালনাকারী সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠানসমূহকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা প্রদানের চলমান কার্যক্রমে অন্তর্ভুক্তির জন্য আবেদন আহ্বান করা যাচ্ছে।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

কারিগরি শিক্ষা অধিদপ্তর

এফ-৪/বি, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭।

www.techedu.gov.bd

স্মারক নং: ৫৭.০৩.০০০০.০১০.৪০.০০৩ তারিখ: ১নভেম্বর, ২০২১ খ্রিঃ

বিজ্ঞপ্তি

এতদ্বারা কারিগরি শিক্ষা বাের্ড কর্তৃক অনুমােদিত এসএসসি (ভােকেশনাল), দাখিল (ভােকেশনাল), এইচএসসি (ভােকেশনাল) ও চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ নিম্নবর্ণিত কোর্স পরিচালনাকারী সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠানসমূহকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা প্রদানের চলমান কার্যক্রমে অন্তর্ভুক্তির জন্য আবেদন আহ্বান করা যাচ্ছে।

২। উপবৃত্তি কার্যক্রমে অন্তর্ভুক্তির জন্য সংযুক্ত আবেদন ফরম (উপবৃত্তি কার্যক্রম ম্যানুয়েল এর পরিশিষ্ট ‘খ’ অনুযায়ী) পূরণ পূর্বক নিম্নের তালিকায় বর্ণিত কাগজপত্রাদি সংযােজন করে পরিচালক, আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের মাধ্যমে মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর বরাবর আগামী ২২/১১/২০২১ তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে আবেদন দাখিল করতে হবে।

প্রয়ােজনীয় কাগজপত্রাদির তালিকাঃ

ক) প্রতিষ্ঠান অন্তর্ভুক্তির আবেদন (প্রতিষ্ঠান প্যাডে আলাদা আবেদন করে সংযুক্ত ফর্ম তথ্য দিয়ে পূরণ করে দিতে হবে); 

খ) প্রতিষ্ঠান স্থাপনের অনুমােদনের কপি; 

) প্রতিষ্ঠানের EIIN ও প্রতিষ্ঠান কোডের প্রমাণক;

ঘ) কারিগরি শিক্ষা বাের্ড কর্তৃক পাঠদানের অনুমােদনের কপি;

ঙ) কারিগরি শিক্ষা বাের্ড কর্তৃক পাঠদানের অনুমােদনের হালনাগাদকরণের কপি (যদি থাকে);

চ) কারিগরি শিক্ষা বাের্ডের এফিলিয়েশন ফি পরিশােধের প্রমাণক;

ছ) ট্রেড/টেকনােলজির বিভিন্ন সময়ে অন্তর্ভুক্তিকরণের প্রমাণক।

সংযুক্তিঃ উপবৃত্তি কার্যক্রম ম্যানুয়েলের “পরিশিষ্ট খ”

(ড. মােহাঃ আব্দুস ছালাম)

পরিচালক (প্রশাসন) 

কারিগরি শিক্ষা অধিদপ্তর

উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা আবেদন আহবান সংক্রান্ত: ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2985 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *