বেতন । বাড়ি ভাড়া । অন্যান্য ভাতাদি

টেলিফোন নীতিমালা ২০০৪ এর সংশোধনী সমূহ।

সরকারী মোবাইল/ সেলুলার টেলিফোন সংযোগ ও ব্যবহার সংক্রান্ত নীতিমালা-২০০৪ এর প্রাধিকার তালিকায় ২(ঙ) অনুচ্ছেদে নিম্নরূপ শব্দ সংযোজিত এবং একই সঙ্গে ২ (ছ) অনুচ্ছেদ নতুনভাবে সংযোজিত হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সংস্থাপন মন্ত্রণালয়

প্রশাসন-১ (২) অধিশাখা।

নং-সম(প্র:-২)-৩৭/২০০৬-৫৩৫; তারিখ: ২৩/০৯/২০০৮

বিষয়ঃ সরকারী মোবাইল/সেলুলার টেলিফোন সংযোগ ও ব্যবহার সংক্রান্ত নীতিমালা, ২০০৪-এর সংশোধন।

দাপ্তরিক কাজের সুবিধার্থে মোবাইল ফোনের প্রাধিকার তালিকায় নিম্নবর্ণিত সংশোধন করা হলোঃ

(১) সরকারী মোবাইল/ সেলুলার টেলিফোন সংযোগ ও ব্যবহার সংক্রান্ত নীতিমালা-২০০৪ এর প্রাধিকার তালিকায় ২(ঙ) অনুচ্ছেদে নিম্নরূপ শব্দ সংযোজিত এবং একই সঙ্গে ২ (ছ) অনুচ্ছেদ নতুনভাবে সংযোজিত হবে:

২(ঙ) যুগ্ন-সচিব ও উপ-সচিব;

২(ছ) উপজেলা নির্বাহী কর্মকর্তা;

(২) উল্লিখিত নীতিমালায় ৩(চ) এবং ৩(ছ) অনুচ্ছেদ হিসেবে নিম্নবর্ণিত দুটি নতুন অনুচ্ছেদ সংযোজিত হবে:

৩(চ) সরকারী কর্মকর্তার সাথে সরকারী প্রয়োজনে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষার সুবিধার্থে কর্মকর্তার ব্যবহারে থাকা মোবাইল ফোন সংযোগ নম্বরটি সংশ্লিষ্ট দপ্তর প্রধান/ নিয়ন্ত্রণকারী কর্মকর্তাকে আবশ্যিকভাবে অবহিত করতে হবে এবং অবহিতকরণের তারিখ হতে তিনি মাসিক ভাতা প্রাপ্য হবেন।

৩(ছ) মাসিক মোবাইল ফোন বাবদ ভাতা প্রাপ্যতা ব্যতীত সরকারের উপর অন্য কোন দায় (যেমন: সেট ক্রয় ও সংযোগ খরচ) বর্তাবে না;

(৩) উল্লিখিত নীতিমালার ৫ (ঘ) ও ৫(ঙ) অনুচ্ছেদ নিম্নরূপভাবে প্রতিস্থাপিত এবং একই সঙ্গে ৫(চ) অনুচ্ছেদ নতুনভাবে সংযোজিত হবে:

৫ (ঘ) অতিরিক্ত সচিব ও প্রাধিকারপ্রাপ্ত সমমর্যাদা সম্পন্ন কর্মকর্তা এবং যুগ্ন সচিবের মোবাইল ফোনের মাসিক ভাতা ৬০০ (ছয়শত) টাকা হবে;

৫(ঙ) উপ-সচিব ও প্রাধিকারপ্রাপ্ত সমমার্যদা সম্পন্ন কর্মকর্তাগণের মোবাইল ফোনের মাসিক ভাতা ৪০০ (চারশত) টাকা হবে;

৫(চ) উপজেলা নির্বাহী কর্মকর্তাগণের মোবাইল ফোনের মাসিক ভাতা ৪০০ (চারশত) টাকা হবে;

০২। মোবাইল ফোন বাবদ মাসিক ভাতা জাতীয় বেতন স্কেল-২০০৫ অধ্যাদেশটি সংশোধনক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তার মাসিক বেতনের সাথে প্রদানের ব্যবস্থা অর্থ বিভাগ গ্রহণ করবে।

০৩। এই নীতিমালার সংশোধনী/সংযোজনী সমূহ জারীর তারিখ হতে কার্যকর হবে।

(মো: মোসলেহ উদ্দিন)

সচিব

সংস্থাপন মন্ত্রণালয়

টেলিফোন নীতিমালা ২০০৪ এর সংশোধনী সমূহ: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *