সার্কিট রোড, ইস্কাটন রোড, খিলগাও, গ্রীনরোড ডরমেটরী একক আসন ভাড়া বাবদ ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারি আবাসন পরিদপ্তর কর্তৃক বর্তমানে শুধুমাত্র অনলাইনে বাসা বরাদ্দের আবেদন গ্রহণ করা হচ্ছে। অনলাইনে আবেদন করতে www.bashaonline.com এই লিংক ভিজিট করুন।
ডরমেটরী ১০০০ টাকায় একক আসন সংক্রান্ত বরাদ্দ আদেশের নমুনা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
সরকারি আবাসন পরিদপ্তর
অস্থায়ী বরাদ্দ শাখা।
নম্বর: ২৫.৪৩.০০০০.০০৬.০১.০০৫.২০.৬ তারিখ: ২১ মার্চ ২০২১
অস্থায়ী শ্রেণীর বাসা বরাদ্দের বিজ্ঞপ্তি
সরকারি আবাসন পরিদপ্তরের ব্যবস্থাপনাধীন ঢাকা শহরের বর্ণিত ৪৫ (পয়তাল্লিশ) টি অস্থায়ী শ্রেণীর বাসা বরাদ্দযােগ্য। উল্লিখিত বাসাসমূহ স্বয়ংক্রিয় (অটোমেশন) পদ্ধতিতে বরাদ্দ প্রদান করা হবে। বরাদ্দ প্রত্যাশীগণকে নিম্নের ওয়েব এড্রেসের মাধ্যমে নিম্নলিখিত শর্তসাপেক্ষে আগামী ১৫ এপ্রিল ,২০২১ তারিখের মধ্যে আবেদন দাখিল করার জন্য অনুরােধ করা হলাে।
ওয়েব এড্রেস: www.bashaonline.com
১. ১৯ ডিসেম্বর, ২০১৮ তারিখের ২৫.০১.০০০০.০১৪.২২.০০৩.০৪-৫৫ স্মারক অনুসারে প্রাধিকার অনুসৃত হবে;
২. স্বয়ংক্রিয় পদ্ধতিতে দাখিলকৃত তথ্যাবলির প্রমাণকসমূহ সংযুক্ত করতে হবে।
৩. অসম্পূর্ণ,ত্রটিপূর্ণ কিংবা উপযুক্ত প্রমাণ ছাড়া আবেদন দাখিল করা হলে আবেদন বিবেচিত হবে না।
৪. প্রাপ্ত আবেদনসমূহ যাচাইবাছাইসহ বরাদ্দ সুপারিশের চূড়ান্ত ফলাফল প্রকাশ বা বাতিলের এক্তিয়ার এ পরিদপ্তর সংরক্ষণ করবে; এবং
৫. যে কোন সময়ে প্রদত্ত তথ্য Bangladesh Allocation Rule,1982 এর সাথে অথবা ১৯ ডিসেম্বর, ২০১৮ তারিখের ৫৫৩ নং স্মারকে জারীকৃত পরিপত্রের সাথে অসামঞ্জস্য পরিলক্ষিত হলে কোন কারণ দর্শানাে ব্যতিরেকে বরাদ্দ প্রত্যাহার অথবা বাতিলের এক্তিয়ার এ পরিদপ্তর সংরক্ষণ করবে।
বি:দ্র: যে কোন প্রয়ােজনে সরকারি আবাসন পরিদপ্তরের বর্ণিত ঠিকানায় যােগাযােগ করা যেতে পারে :
সহকারী পরিচালক, সরকারি আবাসন পরিদপ্তর, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ।
মােবাইল : ০১৭২৯৮৭৫৪১৩ ও ০১৭৩৩৭৫৭৯৬৮
মােঃ আব্দুস সবুর মন্ডল, পিএএ
পরিচালক
ডরমেটরী ভাড়া : ১২-১৮ গ্রেডভূক্ত কর্মচারীর মাসিক ভাড়া হার ১০০০ টাকা: ডাউনলোড