গাড়ীচালকদের ২০২৩ সনের গোপনীয় অনুবেদনে স্বাস্থ্য পরীক্ষা প্রতিবেদন হতে অব্যাহতি প্রদানসহ দাখিলের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে– ড্রাইভারদের এসিআর দাখিলের সময় বৃদ্ধি ২০২৪
স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট কি লাগবে না? লাগবে। শুধুমাত্র ২০২৩ সালের এসিআরের জন্য অব্যাহতি প্রদান করা হয়েছে। গাড়ীচালকদের জন্য ‘বাংলাদেশ ফর্ম নং ২৯০-৮ (২০২৩) এর ১ম অংশে স্বাস্থ্য পরীক্ষা প্রতিবেদন গ্রহণ আবশ্যক। কিন্তু সময় স্বল্পতার কারণে স্বাস্থ্য পরীক্ষা প্রতিবেদনের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা এবং সকল হাসপাতালে তাদের স্বাস্থ্য পরীক্ষা প্রতিবেদন প্রদানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব নয় বিধায় গাড়ীচালকদের শুধুমাত্র ২০২৩ সনের বার্ষিক গোপনীয় অনুবেদনে স্বাস্থ্য পরীক্ষা প্রতিবেদন গ্রহণের আবশ্যকতা হতে অব্যাহতি প্রদান করা হয়েছে।
ড্রাইভারদের ক্ষেত্রে সময়ও কি বৃদ্ধি করা হয়েছে? হ্যাঁ। স্বাস্থ্য পরীক্ষা প্রতিবেদন ব্যতিরেকে গোপনীয় অনুবেদন দাখিলের সময়সীমা ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় হতে ‘১০ম- ২০তম গ্রেডভুক্ত কর্মকর্তা/কর্মচারীদের জন্য গোপনীয় অনুবেদন অনুশাসনমালা-২০২৩’ এবং গাড়ীচালকদের জন্য ‘বাংলাদেশ ফর্ম নং ২৯০-৮ (২০২৩) জারী করা হয়। গাড়ীচালকদের উক্ত ফর্মের ২য় পৃষ্ঠার ১ম অংশে স্বাস্থ্য প্রতিবেদনের ৩ নং ক্রমিকে সর্বশেষকৃত ডোপ টেস্টের রিপোর্ট অনুযায়ী মাদকাসক্তির বিষয়ে মন্তব্য আবশ্যিকভাবে লিপিবদ্ধ করতে হবে।
এক্ষেত্রে গাড়ীচালকদের বিদ্যমান ড্রাইভিং লাইসেন্স ইস্যু/নবায়ন করার সময় দাখিলকৃত ডোপ টেস্ট রিপোর্ট সর্বশেষ ডোপটেস্ট রিপোর্ট হিসাবে গণ্য হবে। সুতরাং সকল গাড়ীচালককে তাদের ড্রাইভিং লাইসেন্স ইস্যু/নবায়ন করার সময় সর্বশেষ যে ডোপ টেস্ট সম্পন্ন করেছেন বার্ষিক গোপনীয় অনুবেদনে সেই সর্বশেষ রিপোর্টটিই সংযুক্ত করতে হবে এবং সে অনুযায়ী অনুমোদিত হাসপাতালের চিকিৎসকগণ উক্ত অংশে মন্তব্য লিপিবদ্ধ করবেন।
ডোপ টেস্ট ফরম pdf । ড্রাইভিং লাইসেন্স ডোপ টেস্ট ফরম
একাধিক অনুবেদনকারীর নিয়ন্ত্রণে কর্মরত থাকার কারণে কোনো অনুবেদনকারীর নিয়ন্ত্রণে কর্মকাল ০৩ (তিন) মাস না হলে এবং এক্ষেত্রে একই কর্মস্থলে ও একই প্রতিস্বাক্ষরকারীর নিয়ন্ত্রণে কর্মকাল ন্যূনতম ০৩ (তিন) মাস হলে প্রতিস্বাক্ষরকারীর নিকট গোপনীয় অনুবেদন দাখিল করতে হবে। কোনো বৎসর/সময়ে প্রতিস্বাক্ষরকারী একাধিক হলে যাঁর অধীনে অধিককাল কর্মরত ছিলেন তাঁকে উক্ত এসিআর প্রতিস্বাক্ষর করতে হবে। প্রত্যেকের নিয়ন্ত্রণে কর্মকাল সমান হলে যিনি সর্বশেষ তাঁকে প্রতিস্বাক্ষর করতে হবে।গোপনীয় অনুবেদনে সংশ্লিষ্ট প্রত্যেক কর্মচারীকে স্পষ্টভাবে নাম, পদবিসহ সিল ব্যবহার, পরিচিতি নম্বর ও তারিখসহ স্বাক্ষর করতে হবে। বদলি/পদোন্নতির ক্ষেত্রে প্রযোজ্য হলে সংশ্লিষ্ট কর্মচারীর বর্তমান পদবির সঙ্গে অনুবেদনে বিবেচ্য সময়ের পদবি ও কর্মস্থল উল্লেখ করতে হবে।
Caption: Dop test report Clearance
প্রতিস্বাক্ষরকারীর মৃত্যু । কখন এসিআর প্রতিস্বাক্ষরের প্রয়োজন নেই?
- ক) মৃত্যুবরণ করলে;
- খ) কারাগারে আটক থাকলে;
- গ) সাময়িকভাবে বরখাস্ত থাকলে; ঘ) অপসারিত হলে;
- ঙ) চাকরি হতে বরখাস্ত হলে;
- চ) চাকরি হতে পদত্যাগ করলে;
- ছ) নিরুদ্দেশ থাকলে;
- জ) শারীরিক ও মানসিকভাবে অক্ষম হলে;
- ঝ) পদ শূন্য থাকলে;
- ঞ) গােপনীয় অনুবেদনের জন্য নির্ধারিত সময়ে বিদেশে অবস্থান করলে।
ডোপটেস্ট কি?
মাদক বা এলকোহলসহ বেশকিছু নেশা জাতীয় দ্রব্য আছে যা গ্রহণ করার পরও এর রেশ শরীরে থেকে যায়। আর এগুলোই ডোপ টেস্টের মাধ্যেমে শনাক্ত করা হয়।সাধারণত অভিযুক্তদের মুত্র বা রক্ত, আবার কখনো দু’টিরই নমুনা পরীক্ষা করা হয়। ডোপ টেস্টে মাদক গ্রহণ করার শেষ ১ সপ্তাহ মূখের লালার মাধ্যমে, শেষ ২ মাস রক্তের মাধ্যমে, শেষ ১২ মাস বা ১ বছর চুল পরীক্ষার মাধ্যমে মাদক শনাক্ত হবে। এছাড়াও, ডোপ টেস্টে স্প্যাইনাল ফ্লুইড পরীক্ষার মাধ্যমে গত পাঁচ বছরের মধ্যে যদি কেউ মাদক গ্রহণ করে তবে এ পরীক্ষায় ধরা পড়বে। বর্তমানে মূত্র পরীক্ষার মাধ্যমে ডোপ টেস্ট করা হচ্ছে এবং এই পরীক্ষার মাধ্যমে কোনো ব্যক্তি শেষ ১০ দিনে কোনো মাদক গ্রহণ করেছেন কি না তা জনা যাবে।MOPA ACR Form 2023 । সকল এসিআর ফর্ম ডাউনলোড লিংক দেখুন