অর্থ বিভাগের কোটাভুক্ত খালি বাসা বরাদ্দ প্রদানের লক্ষ্যে আবেদনপত্র/দরখাস্ত আহবান করা হয়েছে-অর্থ মন্ত্রণালয়ে বাসা বরাদ্দ বিজ্ঞপ্তি ২০২৩
আবাসন পরিদপ্তরের বাসা অনলাইনে আবেদনের মাধ্যমে বরাদ্দ দেয়া হয়। আবাসন পরিদপ্তরের বাসা এখন আর অফলাইনের আবেদনের মাধ্যমে বরাদ্দ প্রদান করা হয় না। বাসা বরাদ্দ এখন অনলাইন ভিত্তিক করা হয়েছে। সরকারি বাসা বরাদ্দে দুর্নীতি এড়াতে অনলাইন ছাড়া কোন ভাবে আবেদন গ্রহণ করা হচ্ছে না। স্বয়ংক্রিয় পদ্ধতিতে আবেদনের ক্ষেত্রে, www.bashaonline.com ওয়েবসাইটে গিয়ে কাঙ্ক্ষিত শ্রেণির বাসার পাশে বিদ্যমান “বর্তমান নোটিশ”- এ ক্লিক করুন। নতুন আবেদনকারীগণ যথারীতি ফরম পূরণ করে আবেদন করবেন এবং আবেদনে সতর্কতার সাথে সঠিক ইমেইল প্রদান করবেন। অনলাইনে বাসা বরাদ্দের জন্য আবেদন এবং ফলাফল চেকিং পদ্ধতি।
অনলাইনে কি বাসা পাওয়ার আবেদন করা যাবে? না। নিজস্ব পুলের বাসা হওয়ার কারণে দপ্তর হতে আবেদন ফরম সংগ্রহ করতে হবে।
অর্থ বিভাগের বাসা বরাদ্দের নোটিশ ও আবেদন ফর্ম: ডাউনলোড
ঢাকা শহরে নব নির্মিত ২০৯টি বাসা বরাদ্দের দরখাস্ত অনলাইনে আহবান করা হয়েছে: ডাউনলোড
অনলাইনে ডি শ্রেণীর বাসা বরাদ্দের আবেদন আহবান।