পে-স্কেল I গেজেট । প্রজ্ঞাপন । পরিপত্র

ঢাকাসহ ০৩ সিটির মেয়র মন্ত্রীর পদ মর্যাদায় উন্নীত আদেশ ২০২২

ঢাকা, নারায়গঞ্জ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়রগণের মন্ত্রীর পদমর্যাদা প্রদানের বিষয়ে মানীয় প্রধানমন্ত্রী সানুগ্রহ অনুমোদন প্রদান করেছেন। বৃহৎ নগরীর নগরপ্রধানকে বাংলাদেশে মেয়র (ইংরেজি: Mayor) এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে মহানাগরিক পদবি দিয়ে নির্দেশ করা হয়। 

কোনও নগর বা শহরের পৌর প্রশাসন প্রতিষ্ঠানের প্রধান বা সর্বোচ্চ কর্মকর্তাকে নগরপ্রধান বা পৌরপ্রধান (পুংবাচক অর্থে পৌরকর্তা বা পৌরপিতা) বলা হয়। সাধারণত একজন নগরপ্রধান বা পৌরপ্রধান সংশ্লিষ্ট নগরী বা শহরের পৌর প্রশাসন প্রতিষ্ঠান (যেমন পৌরসভা, পুরসভা, পৌরসংস্থা, মিউনিসিপ্যাল কর্পোরেশন, সিটি কর্পোরেশন, ইত্যাদি) নির্বাহী পরিষদের প্রধান কর্মকর্তার দায়িত্ব পালন করেন। প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়াও তিনি প্রায়শই নগর বা শহরের আনুষ্ঠানিক প্রতীক বা প্রতিমা এবং কেন্দ্রীয় সরকারের স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। বৃহৎ নগরীর নগরপ্রধানকে বাংলাদেশে মেয়র (ইংরেজি: Mayor) এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে মহানাগরিক পদবি দিয়ে নির্দেশ করা হয়। অপেক্ষাকৃত ক্ষুদ্র শহরগুলির পৌর প্রশাসন প্রতিষ্ঠানগুলি বাংলাদেশে “পৌরসভা” ও পশ্চিমবঙ্গে “পুরসভা” নামে পরিচিত এবং এগুলির পৌরপ্রধানকে বাংলাদেশে চেয়ারম্যান এবং পশ্চিমবঙ্গে সভাপতি পদবি দিয়ে নির্দেশ করা হয়।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রধানমন্ত্রীর কার্যালয়

পুরাতন সংসদ ভবন, ঢাকা।

পত্র সংখ্যা: ০৩.৪১.২৬৯০.০১৪.০০.০০.২০২০.৯৭; তারিখ: ০৭ আগস্ট ২০২২

বিষয়: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং নারায়নগঞ্জ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রগণের পদ মযার্দা নির্ধারণ সংক্রান্ত।

উল্লিখিত বিষয়ে মহোদয়ের সদয় অবগতির জন্য জানানো যাচ্চে যে, সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়রগণের নিম্নরূপভাবে পদমর্যাদা নির্ধারণের বিষয়ে মানীয় প্রধানমন্ত্রী সানুগ্রহ অনুমোদন প্রদান করেছেন।

মেয়র এখন মন্ত্রীর পদ মর্যাদায়

০২। এমতাবস্থায়, ছকে উল্লিখিত মাননীয় মেয়রগণের স্ব স্ব নামের পার্শে বর্ণিত পদমর্যাদা প্রদানপূর্বক গেজেট প্রকাশের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

(আল মানুন মুর্শেদ)

মহাপরিচালক

নির্বাহী সেল

ফোন: ৫৫০২৯৪০৩

 

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং নারায়নগঞ্জ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রগণের পদ মযার্দা নির্ধারণ সংক্রান্ত: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *