সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের পদমর্যাদা ৯/০৩/২০১৪ খ্রি: তারিখ থেকে ২য় শ্রেণীতে উন্নীত করা হয়েছে বিধায় তৃতীয় শ্রেণীর চাকরিকালের সাথে ২য় শ্রেণীর চাকুরিকাল গণনা করে জাতীয় বেতনস্কেল, ২০০৯ এর ৭(১) অনুচ্ছেদ অনুযায়ী তারা টাইমস্কেল প্রাপ্য হবেন না। উল্লেখ্য, টাইমস্কেল প্রদানের ক্ষেত্রে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল, ২০০৯ এর ৭(১) নং অনুচ্ছেদ এবং ২য় শ্রেণীর কর্মচারীদের জন্য ৭(২) নং অনুচ্ছেদ প্রযোজ্য।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
বাস্তবায়ন অনুবিভাগ
বাস্তবায়ন-১, অধিশাখা।
নং-৭.০০.০০০০.১৬১.৩৮.০০৫.১২.১৪১; তারিখ: ১৫ অক্টোবর ২০২০
বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের ০৯/০৩/২০১৪ তারিখের পরবর্তী টাইমস্কেল প্রদান।
উপর্যুক্ত বিষয়ে ১ নং সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, ইত:পূর্বে অর্থ বিভাগের সূত্রোক্ত ০৩ (তিন)টি স্মারকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের টাইস্কেল প্রদান বিষয়ে মতামত প্রদান করা হয়েছে।
২। এ বিষয়ে পুনরায় জানানো যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের পদমর্যাদা ৯/০৩/২০১৪ খ্রি: তারিখ থেকে ২য় শ্রেণীতে উন্নীত করা হয়েছে বিধায় তৃতীয় শ্রেণীর চাকরিকালের সাথে ২য় শ্রেণীর চাকুরিকাল গণনা করে জাতীয় বেতনস্কেল, ২০০৯ এর ৭(১) অনুচ্ছেদ অনুযায়ী তারা টাইমস্কেল প্রাপ্য হবেন না। উল্লেখ্য, টাইমস্কেল প্রদানের ক্ষেত্রে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল, ২০০৯ এর ৭(১) নং অনুচ্ছেদ এবং ২য় শ্রেণীর কর্মচারীদের জন্য ৭(২) নং অনুচ্ছেদ প্রযোজ্য।
(রওনক আফরোজা সুমা)
উপসচিব
ফোন: ৯৫৫০৭৮১
তৃতীয় শ্রেণি ও দ্বিতীয় শ্রেণির সংমিশ্রণে টাইম স্কেল দিচ্ছেনা এ সংক্রান্ত আদেশ দেখুন: ডাউনলোড