দারিদ্র বিমোচনে জীবন বীমা,টেবিল নং-৫৪ । স্বল আয়ের মানুষ-কৃষক,শ্রমিক,সমবায়ী,পশুপালক যে কোন পেশায় নিয়োজিত মানুষ যাতে স্বল্প সময়ে স্ব-নির্ভর হতে পারে সেই লক্ষ্যে জীবন বীমা কর্পোরেশন প্রবর্তন করেছে ‘দারিদ্র বিমোচনে জীবন বীমা স্কিম’।
এই পরিকল্পনার আওতায় ৩,৪,৫,৬ ও ৭ বছর মেয়াদের জন্য পলিসি গ্রহণ করা যায়। মেয়াদ শেসে প্রাপ্ত টাকা বিনিয়োগ করে স্বল্প আয়ের মানুষ একদিকে যেমন স্বনির্ভর নিরাপত্তা বিধান করতে পারবে যা অন্য কোন সঞ্চয়ের মাধ্যমে সম্ভব নয়। নূতন এই বীমা স্কিমের বৈশিষ্ট হলো।
বৈশিষ্ট্য হলোঃ
- একবার মাত্র প্রিমিয়াম প্রদান করতে হবে। বছর বছর প্রিমিয়াম প্রদানের ঝামেলা নেই।
- সর্বোচ্চ বীমা অংক ১০,০০০/= টাকা (প্রতি ইউনিট) একজন বীমাগ্রাহক সর্বোচ্চ ৫ ইউনিট ক্রয় করতে পারবেন।
- সর্বোচ্চ প্রবেশকালীণ বয়স ৪৫ বছর।
- একক প্রিমিয়ামের জন্য নির্ধারিত ফরম পূরণ করতে হবে। প্রস্তাবপত্রের সাথে বয়সের প্রমাণক অবশ্যই দাখিল করতে হবে।
- কোন ডাক্তারী পরীক্ষার রিপোর্ট এই বীমায় প্রদান করতে হবে না।
- মেয়াদ শেষে বীমাকৃত অর্থ প্রদান করা হবে।
- বীমাগ্রাহকের অকাল মৃত্যু হলে বীমাকৃত টাকার দ্বিগুণ প্রদান করা হবে।
- এই বীমায় ২ (দুই) বছর প্রিমিয়াম প্রদানের পর সমর্পণ ও ঋণ গ্রহণ করা যাবে।
দারিদ্র বিমোচনে জীবন বীমা: বিস্তারিত জানুন।