জিপিএফ অগ্রিম I গৃহ নির্মাণ ঋণ

বিভিন্ন প্রকার ঋণ ও অগ্রিম মঞ্জুরির নির্দেশনা।

অর্থ বিভাগের স্মারক নং-অম/ অবি/বা-১/ বিবিধ(৪৭)/ ২০০৭/ ১০৫৫, তারিখ: ০৪ ডিসেম্বর, ২০০৭ দ্বারা গৃহ নির্মাণ/ মটরগাড়ী/ মটর সাইকেল /কম্পিউটার/ বাই সাইকেল ক্রয়ের নিমিত্ত ঋণ ও অগ্রিম প্রদানের ক্ষেত্রে মঞ্জুরি আদেশ জারির সুবিধার্থে নিম্নরূপ নির্দেশনা জারি করা হয়-

ক) সকল মন্ত্রণালয়/বিভাগের অনুকুলে বরাদ্কৃত গৃহ নির্মাণ অগ্রমি/মটরগাড়ী অগ্রিম/মটর সাইকেল অগ্রিম/কম্পিউটার অগ্রিম/বাই সাইকেল অগ্রিমের বিপরীতে প্রদর্শিত ## (ডাবল হ্যাশ) চিহ্ন প্রত্যাহার করা হইল;

খ) মন্ত্রণালয়/বিভাগ প্রয়োজনীয় ক্ষেত্রে ঋণ ও অগ্রিম খাতে বরাদ্দকৃত অর্থ বিভাজন পূর্বক অধীনস্ত দপ্তর/বিভাগ/জেলা পর্যায়ে ন্যাস্ত করিতে পারিবে;

গ) বিভিন্ন প্রকার ঋণ ও অগ্রিম সংক্রান্ত মঞ্জুরি আদেশসমূহ পৃষ্ঠাঙ্কনের জন্য অর্থ বিভাগে প্রেরণ করিতে হইবে না;

ঘ) ঋণ ও অগ্রিম সংক্রান্ত প্রচলিত যাবতীয় আর্থিক বিধি বিধান ও নিয়মাচার যথাযথভাবে প্রতিপালন করে মঞ্জুরি আদেশ জারি করিতে হইবে;

ঙ) কোন অবস্থাতেই বরাদ্ অপেক্ষা অতিরিক্ত মঞ্জুরি আদেশ জারি করা যাইবে না; সর্বমোট মঞ্জুরি বাজেটে প্রাক্কলিত বরাদ্দের মধ্যে ব্যয় সীমাবদ্ধ রাখিতে হইবে; এবং

চ) বরাদ্দকৃত অর্থ হইতে মঞ্জুরি প্রদানকৃত অর্থের হিসাব পরবর্তীতে অর্থ বিভাগে প্রেরণ করিতে হইবে।

 

পুরাতন পোস্ট

শুধুমাত্র হাফিজিয়া মাদ্রাসা /হিফজখানার কার্যক্রম আগামী ১২ জুলাই ২০২০ তারিখ হতে চালু করার অনুমতি প্রদান করা হলো। এ সকল হাফিজিয়া মাদ্রাসা/ হিফজখানার কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারীকৃত স্বাস্থ্য বিধি আবশ্যিকভাবে অনুসরণ করতে হবে। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

সমন্বয় অধিশাখা

বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

নম্বর: ১৬.০০.০০০০.০০১.১৬.০০২.২০.২১৪; তারিখ: ০৮ জুলাই ২০২০

বিজ্ঞপ্তি

বিষয়: আবশ্যিকভাবে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক দেশের সকল হাফিজিয়া মাদ্রাসা/ হিফজখানার কার্যক্রম চালুকরণ প্রসঙ্গে।

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বৈশ্বিক কোভিড-১৯ (করোনা ভাইরাস) এর প্রাদুর্ভাব পরিস্থিতিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে হাফিজিয়া মাদ্রাসা এবং হিফজখানার কার্যক্রমও বন্ধ রয়েছে। হাফিজিয়া মাদ্রাসা এবং হিফজখানার শিক্ষা কার্যক্রমে নিরবচ্ছিন্ন অধ্যাবসায়ের আবশ্যকতার কথা উল্লেখ করে এর কার্যক্রম চালু করার বিষয়ে কর্তৃপক্ষের নিকট দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের পক্ষ হতে আবেদন করা হয়েছে।

২। বর্তমান প্রেক্ষাপটে সার্বিক আবস্থা পর্যালোচনা করে আবেদনের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করত: শুধুমাত্র হাফিজিয়া মাদ্রাসা /হিফজখানার কার্যক্রম আগামী ১২ জুলাই ২০২০ তারিখ হতে চালু করার অনুমতি প্রদান করা হলো। এ সকল হাফিজিয়া মাদ্রাসা/ হিফজখানার কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারীকৃত স্বাস্থ্য বিধি আবশ্যিকভাবে অনুসরণ করতে হবে।

৩। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ বিজ্ঞপ্তি জারি করা হলো।

 

মো: আবুল কালাম আজাদ

সিনিয়র সহকারী সচিব

আবশ্যিকভাবে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক দেশের সকল হাফিজিয়া মাদ্রাসা/ হিফজখানার কার্যক্রম চালুকরণ প্রসঙ্গে: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *