সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর/সংস্থার নিজস্ব বাজেট বরাদ্দ থেকে এ ব্যয় নির্বাহ করতে হবে। এ খাতে অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না; উল্লিখিত দৈনিক মজুরির হারে মাসিক ভিত্তিক শ্রমিক নিয়োগ করা যাবে না; অর্থ বিভাগ কর্তৃক কেইস টু কেইস ভিত্তিতে ইত:পূর্বে যে সব দপ্তরের বিপরীতে দৈনিক ভিত্তিক শ্রমিক মজুরির হার নির্ধারণ করা হয়েছিল এ পুন: নির্ধারিত হার সেসব দপ্তরের জন্যও প্রযোজ্য হবে;
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
প্রবিধি অনুবিভাগ
প্রবিধি-৩ অধিশাখা
Website: www.mof.gov.bd
নং-০৭.০০.০০০০.১৭৩.৬৬.০৫৯.১৫ (অংশ-১)-৯৩; তারিখ: ১২/১০/২০২০
বিষয়: দৈনিক ভিত্তিক শ্রমিক মজুরি হার পুন: নির্ধারণ।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ের দপ্তরসমূহে কর্মরত দৈনিক ভিত্তিক মজুরির হার নিম্নবর্ণিত শর্তে নির্দেশক্রমে পুন:নির্ধারণ করা হলো:
১। ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা-নিয়মিত দক্ষ শ্রমিক ৬০০/- টাকা , অনিয়মিত ৫৭৫ টাকা মাত্র।
২। বিভাগীয় শহর এবং অন্যান্য সিটি কর্পোরেশন এলাকা-নিয়মিত দক্ষ শ্রমিক ৬০০/- টাকা , অনিয়মিত ৫৫০ টাকা মাত্র।
৩। জেলা ও উপজেলা এলাকা-নিয়মিত দক্ষ শ্রমিক ৫৫০/- টাকা , অনিয়মিত ৫০০ টাকা মাত্র।
শর্তাবলি:
১. শ্রমিকের সংখ্যা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হতে হবে;
২. সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর/সংস্থার নিজস্ব বাজেট বরাদ্দ থেকে এ ব্যয় নির্বাহ করতে হবে। এ খাতে অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না;
৩. উল্লিখিত দৈনিক মজুরির হারে মাসিক ভিত্তিক শ্রমিক নিয়োগ করা যাবে না;
৪. অর্থ বিভাগ কর্তৃক কেইস টু কেইস ভিত্তিতে ইত:পূর্বে যে সব দপ্তরের বিপরীতে দৈনিক ভিত্তিক শ্রমিক মজুরির হার নির্ধারণ করা হয়েছিল এ পুন: নির্ধারিত হার সেসব দপ্তরের জন্যও প্রযোজ্য হবে;
৫. এ বিষয়ে কোন অনিয়ম পরিলক্ষিত হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে;
৬. এ ব্যেয়র ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধি বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে; এবং
৭. দৈনিক ভিত্তিক পুন: নির্ধারণকৃত শ্রমিক মজুরির হার আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে।
(মো: হাসানুল মতিন)
যুগ্নসচিব
ফোন: ৯৫৪০১৮৩
দৈনিক ভিত্তিক শ্রমিক মঞ্জুরির হার পুনঃনির্ধারণ ২০২০; ডাউনলোড