ইত্যাদি । বিবিধ । ক্যাটাগরী বিহীন তথ্য

দ্বৈত নাগরিক ও বাংলাদেশের নাগরিকত্ব অর্জনকারী বিদেশী নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভূক্তকরণ নিয়ম ২০২২

বাংলাদেশে বলবৎ আইন অনুযায়ী কোন বাংলাদেশের নাগরিক যুক্তরাজ্যের নাগরিকত্ব গ্রহণ করিলেও সে দেশের নাগরিকত্ব প্রাপ্তির জন্য পঠিতব্য শপথ বাক্যে যদি নিজ দেশের (বাংলাদেশের) আনুগত্য প্রত্যাহার এর শপথ না থাকে, তাহা হইলে তাঁহার বাংলাদেশের নাগরিকত্ব বহাল থাকিবে; এবং | (খ) উক্তরূপ পরিস্থিতিতে যুক্তরাজ্যের নাগরিকত্ব গ্রহণকারী বাংলাদেশের নাগরিক-কে বাংলাদেশ সরকারের নিকট হইতে দ্বৈত নাগরিকত্ব গ্রহণের প্রয়ােজন হইবে না। অস্ট্রেলিয়ায় বাংলাদেশ নাগরিকত্ব (অস্থায়ী বিধানাবলী) আদেশ, ১৯৭২ এর ২ (বি) (ii) ধারার বর্ণনামতে বাংলাদেশী নাগরিকত্ব অক্ষুন্ন থাকায়, অস্ট্রেলিয়ান নাগরিকত্ব গ্রহণকারী বাংলাদেশী নাগরিকদের দ্বৈত নাগরিকত্ব গ্রহণের প্রয়ােজন হইবে ।

 

একই স্মারক নম্বর ও তারিখের স্থলাভিষিক্ত

বাংলাদেশ নির্বাচন কমিশন 

নির্বাচন কমিশন সচিবালয়

আগারগীও, ঢাকা। 

নির্বাচন সহায়তা-২ শাখা

www.ecs.gov.bd নং- ১৭.০০.০০০০.০২৬.৩২.০১১.১৯-২০৯ তারিখঃ ১২ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ

বিষয়ঃ দ্বৈত নাগরিক ও বাংলাদেশের নাগরিকত্ব অর্জনকারী বিদেশী নাগরিকদের ভােটার তালিকায় নাম অন্তর্ভুক্তকরণ প্রসঙ্গে। 

সূত্রঃ (১) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এস.আর.ও. নং ৬৯-আইন/২০০৮, তারিখঃ ১৭/০৩/২০০৮ খ্রিঃ

(২) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এস.আর.ও. নং ২৭০-আইন/২০০৮, তারিখঃ ২৩/০৯/২০০৮ খ্রিঃ 

(৩) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এস.আর.ও. নং২৭-আইন/২০১২, তারিখঃ ২৮/০১/২০১২ খ্রিঃ 

(৪) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্মারক নং ৩৮(৪)/৮০-৫, তারিখঃ ০৬/০১/১৯৮০ খ্রিঃ 

(৫) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্মারক নং অস্পষ্ট, তারিখ ০২/০৯/১৯৯৭ খ্রিঃ

উপযুক্ত বিষয় ও সূত্ৰোস্থ স্মারকের প্রেক্ষিতে The Bangladesh Citizenship (Temporary provisions) Order, 1972 (P.0, No. 149 of 1972)-এর Article 2B (2)-তে প্রদত্ত ক্ষমতা বলে সময়ে সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত এস.আর.ও বা পরিপত্রের আলােকে যুক্তরাজ্য, উত্তর আমেরিকা (যুক্তরাষ্ট্র ও কানাডা), নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইউরােপের বিভিন্ন দেশ এবং হংকং, সিঙ্গাপুর, ব্রুনাই, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপানের নাগরিকত্ব গ্রহণকারী বাংলাদেশের নাগরিককে বাংলাদেশ সরকারের নিকট হইতে দ্বৈত নাগরিকত্ব সনদ গ্রহণ বিষয়ক নির্দেশনাসমূহ নিম্নে উল্লেখ করা হলােঃ

দৈত নাগরিকদের ভোটাধিকার

০২। উল্লেখ্য, The Bangladesh Citizenship (Temporary provisions) Order, 1978 এর Rule 4 এর sub-rule (1A) অনুযায়ী বৈবাহিক সূত্রে বাংলাদেশের নাগরিকত্ব অর্জনকারী বিদেশী নাগরিকের ক্ষেত্রে ভােটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বৈত নাগরিকত্ব সনদ দাখিল করিতে হইবে।

০৩। প্রবাসী বাংলাদেশীদেরকে ভােটার তালিকায় নিবন্ধনে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সম্পন্ন করতে হবে এবং তাঁরা যেন কোনভাবেই হয়রানির শিকার না হন সেবিষয়ে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার জন্যও নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

০৪। এতদ্বারা নির্বাচন কমিশন সচিবালয় হতে জারিকৃত ০২ অক্টোবর ২০১৮ তারিখের ১৭.০০.০০০০.০২৬.৩২.০২৩.১৭-৩১২নং স্মারকটি বাতিল করা হলাে।

 

(মােঃ মােশাররফ হােসেন) 

সহকারী সচিব (নিঃসঃ-২) 

ফোনঃ ৫৫০০৭৫৫৪।

 

দ্বৈত নাগরিক ও বাংলাদেশের নাগরিকত্ব অর্জনকারী বিদেশী নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভূক্তকরণ নিয়ম ২০২২ : ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *