প্রস্তাবিত ২৭৭ জন পেনশনভােগী ধর্মীয় শিক্ষকদেরকে সশস্ত্র বাহিনীর অন্যান্য পেনশন ভােগীদের ন্যায় রেশন এর পরিবর্তে রেশন ভাতা প্রদানের লক্ষ্যে, সেনাবাহিনীর পেনশনভােগী ধর্মীয় শিক্ষকগণের রেশনের পরিবর্তে রেশন ভাতা প্রদানে পৃথক জেএসআই প্রকাশের জন্য Scale of Ration & Supplies (Rules) 1984 Section 3, Rule-50 দফা a Group-1 এর ধারা (10) সংশােধনের প্রস্তাবে আইন মন্ত্রণালয় কর্তৃক ভেটিং এর যাবতীয় অনুষ্ঠানিকতা সম্পন্ন করার শর্তে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়
বাস্তবায়ন ও প্রবিধি অনুবিভাগ
প্রবিধি শাখা-৬
নং-অম/অবি/ প্রবিধি-৬/ প্রঃমঃ/ ভাতা-১/৮৮/২৯ তারিখ: – ২৬/০৪/২০০৯ খ্রিঃ।
বিষয়: সামরিক বাহিনীর পেনশনভােগী ধর্মীয় শিক্ষকদের রেশনের পরিবর্তে রেশন ভাতা সংক্রান্ত।
সূত্র: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নথি নং-১ বিধি-১/২০০৩/ ডি-৩/২১, তাং: ২৫/০৩/২০০৯ইং
উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে প্রস্তাবিত ২৭৭ জন পেনশনভােগী ধর্মীয় শিক্ষকদেরকে সশস্ত্র বাহিনীর অন্যান্য পেনশন ভােগীদের ন্যায় রেশন এর পরিবর্তে রেশন ভাতা প্রদানের লক্ষ্যে, সেনাবাহিনীর পেনশনভােগী ধর্মীয় শিক্ষকগণের রেশনের পরিবর্তে রেশন ভাতা প্রদানে পৃথক জেএসআই প্রকাশের জন্য Scale of Ration & Supplies (Rules) 1984 Section 3, Rule-50 দফা a Group-1 এর ধারা (10) সংশােধনের প্রস্তাবে আইন মন্ত্রণালয় কর্তৃক ভেটিং এর যাবতীয় অনুষ্ঠানিকতা সম্পন্ন করার শর্তে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হল।
মােঃ জালাল উদ্দিন
উপ-সচিব (প্রবিধি-২)
ফোন: ৭১৬২৯৩১
সামরিক বাহিনীর পেনশনভােগী ধর্মীয় শিক্ষকদের রেশনের পরিবর্তে রেশন ভাতা সংক্রান্ত: ডাউনলোড