চূড়ান্ত অবসর ও সাধারণ ভবিষ্য তহবিলের চূড়ান্ত উত্তোলনের জন্য নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আঙ্গুলের ছাপ ফরমটি পূরণ করে জমা দিতে হয়।
নমুনা স্বাক্ষর হিসাবে পূর্ণ স্বাক্ষর ও সংক্ষিপ্ত স্বাক্ষর দিতে হয়। পার্শ্বে ক্রমিক নম্বর এর পাশে পূর্ণ নাম লিখে দিতে হয়।
পদবীসহ পিতা/স্বামীর নাম উল্লেখ করে পাঁচ আঙ্গুলের ছাপ সত্যায়িত করা হইল।
- বাম / ডান কনিষ্ঠ আঙ্গুল বাম/ডান কনিষ্ঠ আঙ্গুলের ছাপ।
- বাম/ডান অনামিকা আঙ্গুলের ছাপ।
- বাম/ডান মধ্যমা আঙ্গুলের ছাপ।
- বাম/ডান বৃদ্ধাঙ্গুলীর ছাপ।
নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আঙ্গুলের ছাপ সত্যায়নকারী গেজেটেড কর্মকর্তার সামনে দিতে হবে।
এক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের গেজেটেড অফিসারের সাম এ কাজটি সম্পন্ন করতে হবে।
নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আঙ্গুলের ছাপ এর ফরম সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড