সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

নামের পূর্বে সম্ভাষণ “জনাব” নাকি “বেগম” হবে।

বাংলাদেশী নাগরিকগণ (পুরুষ ও মহিলা) তাহাদের নামের পূর্বে কি ব্যবহার করিতে পারিবেন (জনাব/বেগম) এই সংক্রান্ত কোন সরকারী সিদ্ধান্ত, আইন/বিধি, সার্কুলার আছে বলিয়া জানা নাই।

উল্লেখ্য জানামতে প্রচলিত প্রথা অনুযায়ী সাধারণত: বাংলাদেশের “পুরুষ” নাগরিকের নামের পূর্বে “জনাব” এবং “মহিলা” নাগরিকের নামের পূর্বে “বেগম” ব্যবহার করা হইয়া থাকে।

আরো উল্লেখ্য সুনির্দিষ্ট কোন আইন/বিধি ইত্যাদির অবর্তমানে প্রথা প্রাধান্য পায়।

 

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

2 thoughts on “নামের পূর্বে সম্ভাষণ “জনাব” নাকি “বেগম” হবে।

  • ধন্যবাদ। আপনার তথ্য আমাদের অনেক কাজে লাগছে। তথ্যের উপযুক্ত রেফারেন্স, রেফারেন্স নম্বর ও পিডিএফ পেলে খুবই উপকার হত।

  • সম্ভাষণ সম্পর্কে কোন আদেশে গেজেট নেই। এটি প্রচলিত বিধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *