পিএইচডি ডিগ্রিসহ প্রথম নিয়ােগপ্রাপ্ত অথবা চাকরিরত বা কর্মরত থাকাকালীন পিএইচডি ডিগ্রি অর্জনকারী শিক্ষা বিভাগীয় কোনাে কর্মচারী (শিক্ষক) যে পদে কর্মরত থাকিবেন, উক্ত পদের জন্য নির্ধারিত ও আহরিত বেতন গ্রেড অনুযায়ী তিনি পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য ৩(তিন) টি অগ্রিম বেতনবৃদ্ধির সুবিধা প্রাপ্য হইবেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়
হিসাব ভবন সেগুনবাগিচা, ঢাকা-১০০০
www.cga.gov.bd
স্মারক নং- ০৭.০৩.০০০০.০০৯.৫০.১৩৩.১৪-৩৬৫ তারিখঃ২২-১১-২০২১খ্রিঃ।
সদয় অবগতি ও প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের ১৪/১০/২০২১খ্রিঃ তারিখের এস, আর, ও নং ৩১৮-আইন/২০২১ নং আদেশের বাংলাদেশ গেজেটটি আদিষ্ট হয়ে এতদসঙ্গে পৃষ্ঠাংকন করা হলাে।
সংযুক্তিঃ ০১ (এক) পাতা।
বরাবর,
১। ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস-ঢাকা/চট্টগ্রাম/রাজশাহী/খুলনা/সিলেট/বরিশাল রংপুর/ময়মনসিংহ।
২। চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার (সকল)।
৩। ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার (সকল)।
৪। উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা (সকল)। ৫। উপ হিসাব মহানিয়ন্ত্রক (সকল)। ৬। পিএটু-সিজিএ/অতিঃসিজিএ (প্রশাসন), অতিঃসিজিএ (হিসাব ও পদ্ধতি)।
৭। অফিস কপি/গার্ড ফাইল।
(মােঃ জাকির হোসেন)
উপ হিসাব মহানিয়ন্ত্রক (পদ্ধতি)
ফোনঃ ৮৩৯২৬১৩।
পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য ৩(তিন)টি অগ্রিম বেতনবৃদ্ধির সুবিধা প্রাপ্যতা সংক্রান্ত: ডাউনলোড
পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য ৩(তিন) টি অগ্রিম বেতন বৃদ্ধির সুবিধা প্রাপ্য হইবেন।