বার্ষিক বেতন বৃদ্ধি । উচ্চতর গ্রেড

পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য ৩(তিন)টি অগ্রিম বেতনবৃদ্ধির সুবিধা প্রাপ্যতা সংক্রান্ত।

পিএইচডি ডিগ্রিসহ প্রথম নিয়ােগপ্রাপ্ত অথবা চাকরিরত বা কর্মরত থাকাকালীন পিএইচডি ডিগ্রি অর্জনকারী শিক্ষা বিভাগীয় কোনাে কর্মচারী (শিক্ষক) যে পদে কর্মরত থাকিবেন, উক্ত পদের জন্য নির্ধারিত ও আহরিত বেতন গ্রেড অনুযায়ী তিনি পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য ৩(তিন) টি অগ্রিম বেতনবৃদ্ধির সুবিধা প্রাপ্য হইবেন।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়

হিসাব ভবন সেগুনবাগিচা, ঢাকা-১০০০ 

www.cga.gov.bd

স্মারক নং- ০৭.০৩.০০০০.০০৯.৫০.১৩৩.১৪-৩৬৫ তারিখঃ২২-১১-২০২১খ্রিঃ।

সদয় অবগতি ও প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের ১৪/১০/২০২১খ্রিঃ তারিখের এস, আর, ও নং ৩১৮-আইন/২০২১ নং আদেশের বাংলাদেশ গেজেটটি আদিষ্ট হয়ে এতদসঙ্গে পৃষ্ঠাংকন করা হলাে।

সংযুক্তিঃ ০১ (এক) পাতা।

বরাবর,

১। ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস-ঢাকা/চট্টগ্রাম/রাজশাহী/খুলনা/সিলেট/বরিশাল রংপুর/ময়মনসিংহ।

২। চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার (সকল)।

৩। ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার (সকল)।

৪। উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা (সকল)। ৫। উপ হিসাব মহানিয়ন্ত্রক (সকল)। ৬। পিএটু-সিজিএ/অতিঃসিজিএ (প্রশাসন), অতিঃসিজিএ (হিসাব ও পদ্ধতি)।

৭। অফিস কপি/গার্ড ফাইল।

 

(মােঃ জাকির হোসেন) 

উপ হিসাব মহানিয়ন্ত্রক (পদ্ধতি)

ফোনঃ ৮৩৯২৬১৩।

 

পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য ৩(তিন)টি অগ্রিম বেতনবৃদ্ধির সুবিধা প্রাপ্যতা সংক্রান্ত: ডাউনলোড

 

পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য ৩(তিন) টি অগ্রিম বেতন বৃদ্ধির সুবিধা প্রাপ্য হইবেন।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *