সরকারি গোপন আইন, ১৯২৩ অনুসারে সরকারি কর্মচারী কর্তৃক প্রহরারত পুলিশ বা সেনাবাহিনীর সদস্যদের কাজে হস্তক্ষেপ করা আইনত দন্ডনীয় অপরাধ।
সারসংক্ষেপ:
- নিষিদ্ধ এলাকা প্রহরারত, অবলোকনরত বা তদ্রুপ কাজে নিয়োজিত কোন পুলিশ অফিসার বা সেনাবাহিনীর সদস্যদের কাজে বাঁধা প্রদান, জ্ঞাতসারে ভুল পথে চালিত করা বা অন্য কোন উপায়ে তাঁহার কাজে হস্তক্ষেপ করা যাইবে না।
- এই ধারার বিধান লঙ্ঘন করিলে লঙ্ঘন করিলে দুই বৎসর পর্যন্ত কারাদন্ডে বা জরিমানা দন্ডে বা উভয় প্রকার দন্ডে দন্ডিত হইবে।
প্রহরারত পুলিশ বা সেনাবাহিনীর সদস্যদের কাজে হস্তক্ষেপ। ধারা-৭
(১) নিষিদ্ধ এলাকা প্রহরারত, অবলোকনরত বা তদ্রুপ কাজে নিয়োজিত কোন পুলিশ অফিসার বা সেনাবাহিনীর সদস্যদের কাজে বাঁধা প্রদান, জ্ঞাতসারে ভুল পথে চালিত করা বা অন্য কোন উপায়ে তাঁহার কাজে হস্তক্ষেপ করা যাইবে না।
(১) এই ধারার বিধান লঙ্ঘন করিলে লঙ্ঘন করিলে দুই বৎসর পর্যন্ত কারাদন্ডে বা জরিমানা দন্ডে বা উভয় প্রকার দন্ডে দন্ডিত হইবে।
- অবসরোত্তর ছুটি মঞ্জুরীর বিধান 2024 । সরকারি কর্মচারী PRL অবসর উত্তর ছুটিতে যেসব সুবিধা প্রাপ্য নয়
- সরকারি মোবাইল ভাতা প্রাপ্যতা ২০২৪ । কোন গ্রেডভুক্ত কর্মচারীগণ মােবাইল ভাতা পাবেন?
- মোবাইলফোন ভাতা ২০২৪ । ৯ম গ্রেডেও প্রাধিকারভূক্ত কর্মকর্তা ১,০০০/- টাকা সেলুলার ভাতা পাবেন?
- সরকারি চাকরির রেকর্ড সংরক্ষণের নিয়ম ২০২৪ । সার্ভিস বই কি দুই কপি চালু রাখতে হয়?
- সরকারি করণিক এর দায়িত্ব ও কর্তব্য ২০২৪ । স্টেনোগ্রাফার ও প্রধান সহকারী এবং ক্যাশিয়ারের কাজ কি?
চাকুরির বিধানাবলীর প্রহরারত পুলিশ বা সেনাবাহিরীর সদস্যদের কাজে হস্তক্ষেপ সংক্রান্ত অনুচ্ছেদটি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড