অঞ্চল পর্যায়ে অতিরিক্ত পরিচালক নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে নিজ দপ্তরসহ অঞ্চলাধীন সকল নন-গেজেটেড তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মকর্তা/ কর্মচারীদের অবসর-উত্তর ছুটি (পি.আর.এল), পেনশন /পারিবারিক পেনশন ও অবসর প্রদান (গণকর্মচারী অবসর আইন ১৯৭৪ এর ধারা ৯(২) ব্যতীত) এর পূর্ণ ক্ষমতা প্রদান করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
খামারবাড়ি, ঢাকা।
www.dae.gov.bd
বিষয়ঃ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পেনশন মঞ্জুরী সংক্রান্ত প্রশাসনিক ক্ষমতা পূণ: অর্পণ।
সূত্রঃ কৃষি মন্ত্রণালয়ের স্মারক নং-১২.০০.০০০০.০১২.৩২.০০২.১৪-১০২৮ তারিখ- ০৬-১০-২০২১খ্রি:।
উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, কৃষি মন্ত্রণালয়ের সূত্রীয় স্মারকের নির্দেশনা মােতাবেক অর্থ মন্ত্রণালয় এর ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ এর স্মারক নং-০৭.০০.০০০০.১৫১.২২.০০৩.১৫(অংশ-১)-৩৭ তারিখ- ২৪-০৮-২০২০খ্রি: মােতাবেক প্রদত্ত আর্থিক ক্ষমতা পূন: অর্পণ অনুযায়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পেনশন মঞ্জুরী সংক্রান্ত প্রশাসনিক ক্ষমতা পূণ: অর্পণ করা হলাে।
উল্লেখ্য, এ আদেশের প্রেক্ষিতে অধিদপ্তরের ১৪-০১-২০১৬খ্রি: তারিখের ১২.০১.০০০০.৩৬.১২.০২৪.২০১৫৪৪৪/১(১২৩৭) সংখ্যক স্মারকে সংযুক্ত পত্রের ক্রমিক নং-১০ এ বর্ণিত প্রদত্ত প্রশাসনিক ক্ষমতা অর্পণ আদেশ সংশােধিত বলে গণ্য হবে।
সংযুক্তঃ- ০১ (এক) পাতা।
মাে: আসাদুল্লাহ।
মহাপরিচালক
পেনশন মঞ্জুরী সংক্রান্ত প্রশাসনিক ক্ষমতা পূণ: অর্পণ সংক্রান্ত: ডাউনলোড