পেনশন । লাম্পগ্র্যান্ট I পিআরএল

সরকারি কর্মচারীদের যে বিধি বিধানগুলি জানা উচিত।

সরকারি চাকরিজীবীদের জন্য পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট নামে একটি সেল গঠন করা হয়েছে এবং এর জন্য আলাদা ওয়েবসাইটও তৈরি করা হয়েছে যেখানে পেনশন সুবিধাকে সহজীকরণের উদ্যোগ নেয়া হয়েছে। একজন পেনশনধারীকে যেন লাইনে দাঁড়িয়ে পেনশন তুলতে না হয় সেজন্য EFT সুবিধার আওতায় এনে পেনশন প্রদান করা হচ্ছে।

পেনশন সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর প্রদান করা হল-

১। পারিবারিক পেনশন কখন থেকে চালু হয় ?
উত্তর : ০১/০৬/১৯৯৪ খ্রি: হতে।

২। কারা কারা আজীবন পেনশন পাবে ?
উত্তর : মুল পেনশনার, স্ত্রী এবং প্রতিবন্ধী সন্তান।

৩। স্ত্রীর পেনশন স্বামী পাবে কি ?
উত্তর : আজীবন পাবে, তবে পেনশনারের অবসর গ্রহণ হতে ১৫ বৎসরের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে, স্বামীর পেনশন বন্ধ হয়ে যাবে।

৪। একাধিক স্ত্রী থাকলে পেনশনের হিসাবে কেমন হবে?

উত্তর: অংশ হিসাবে প্রাপ্য হবে।

ধরা যাক ১ম স্ত্রী নিঃসন্তান বা কোন সন্তান নেই, ২য় স্ত্রীর ৪ সন্তান, এমতাবস্থায় মোট পেনশন ১৬আনা। স্ত্রী সন্তান মিলে ৪ জনের অধিক হলেই ২ জন স্ত্রী ৪+৪ আনা পাবে, বাকী ৮ আনা সমান হারে সন্তানদের মাঝে বন্টন হবে।

অর্থাৎ ১ম স্ত্রী ৪ আনা আর ২য় স্ত্রী সন্তানদের অংশ সহ (৪+৮)=১২ আনা পেনশন পাবে।

৬। বিধবা বা তালাক প্রাপ্ত কন্যাগণ পেনশন পাবে কি ?
উত্তর : স্বামী-স্ত্রীর অবর্তমানে সর্বোচ্চ ১৫ বৎসরের অবশিষ্ট সময়টুকুর জন্য পেনশন পাবে।

৭। শতভাগ সমর্পণকারী পেনশনার মারা গেলে পরিবারবর্গ উৎসব ভাতা পাবে কি ?
উত্তর : যোগ্য ওয়ারিশ থাকলে পাবে।

৮। একজন চাকুরীজিবী কত বৎসর চাকুরী করলে পেনশন পাবে ?
উত্তর : সর্বনিম্ন ৫ বৎসর

৯। পেনশনারগণ ২৫০০ টাকা চিকিৎসা ভাতা কখন পায় ?
উত্তর : ৬৫ বৎসর পূর্ণ হলে।

১১। সরকারী কর্মচারীর মত পেনশনার ও কি “বাৎসরিক ইনক্রিমেন্ট” পাবে ?
উত্তর : হ্যাঁ, পাবে।

১৩। পেনশনারগণ নববর্ষ ভাতা পাবে কি ?
উত্তর : হ্যাঁ, পাবে।

১৪। আমার চাকুরী ৬ বৎসর পূর্ণ হয়েছে, সেচ্ছায় অবসরে যেতে পারব কি ?
উত্তর : না।

আসুন পেনশনের হিসাব দেখে নিই: পেনশন এর সহজ হিসাব। নিজের হিসাব নিজেই করে নিতে পারেন।
ধরুন, আপনার শেষ Basic- ২৮০০০/= টাকা, ল্যাম গ্রান্ট: শেষ Basic×১৮ উদাহরণ, ল্যাম গ্রান্ট, যা পেনশন/পিআরএল এর শুরুতে এককালীন পাবেন ২৮০০০x১৮=৫,০৪,০০০/=টাকা (তবে এটা নির্ভর করে ওই ব্যাক্তির ছুটি পাওনা থাকার উপর। যত মাস ছুটি পাওনা তাতো মাসের Basic একত্রে পাবেন, তবে সেটা সর্বোচ্চ ১৮ মাসের বেশি নয়।)

এককালীন বা গ্রাচুইটি: যা পিআরএল শেষ হলে এককালীন পাবেন। ধরুন পি আর এল শেষে ইনক্রিমেন্টসহ আপনার শেষ বেসিক ২৮০০০+১২০০ (ইনক্রিমেন্ট)=২৯,২০০ টাকা বা, শেষ (বেসিক×৯০%)÷২=( )×২৩০

উদাহরণ: (২৯,২০০×৯০%)÷২=()×২৩০=()
=(২৬২৮০÷২)×২৩০
=১৩১৪০×২৩০
=৩০,৩২,০০০/=টাকা

এখানে শেষ বেসিক এর সাথে পি আর এল এ থাকার সময়ের একটি ইনক্রিমেন্ট যোগ হবে এবং সেই ভাবে হিসাব করতে হবে।

মাসিক পেনশন: (শেষ বেসিকx৯০%)÷২=( )+১৫০০ উদাহরণ: (২৯,২০০×৯০%)÷২=()+১৫০০/=টাকা
=(২৬,২৮০÷২)=()+১৫০০/=টাকা
=১৩,১৪০+১৫০০/=টাকা
=১৪,৬৪০/= টাকা

যা আপনি প্রতি মাসে চিকিৎসা ভাতাসহ পেনশন পাবেন, আর প্রতি বছর দুইটি উৎসব ভাতা ও পহেলা বৈশাখে ২০%হারে একবার ভাতা পাবেন। প্রতিটি উৎসব ভাতা পাবেন আপনার মাসিক পেনশন এর সমান অর্থাৎ ১৩,১৪০/=টাকা হারে। আপনার বয়স ৬৫ বছর হলে চিকিৎসা ভাতা ১৫০০ এর স্থলে প্রতি মাসে ২৫০০ টাকা হারে পাবেন।

পেনশন সংক্রান্ত ২৮টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর (সূত্র সহ)।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *