গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর বাণিজ্য মন্ত্রণালয়ের ১৯ ডিসেম্বর ২০১১ তারিখের স্মারক নব্ব-২৬.০০.০০০০. ১৫২.৯৩.০২০.২০-৯৩ (কপি সংযুক্ত) আপনাদের অবগতি ও প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হুবহু পুনর্মুদ্রণ করা হয়েছে।
বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ
বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়
ঢাকা।
এই সার্কুলার পত্র নং-৩২ তারিখ: – ১৬ ডিসেম্বর ২০১১
বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়ােজিত সকল অনুমােদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয়,প্রিন্সিপাল অফিস।
প্রিয় মহােদয়,
নিট গার্মেন্টস-এ সুতা থেকে কাপড় তৈরি এবং কাপড় থেকে পোশাক তৈরিতে অপচয়ের হার পুনঃনির্ধারণ প্রসঙ্গে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর বাণিজ্য মন্ত্রণালয়ের ১৯ ডিসেম্বর ২০১১ তারিখের স্মারক নব্ব-২৬.০০.০০০০. ১৫২.৯৩.০২০.২০-৯৩ (কপি সংযুক্ত) আপনাদের অবগতি ও প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হুবহু পুনর্মুদ্রণ করা হলাে।
০২। অনুগ্রহপূর্বক সংশ্লিষ্ট সকল পক্ষকে সার্কুলার পত্রের বিষয়বস্তু সম্পর্কে অবহিত করবেন।
আপনাদের বিশ্বস্ত,
সংযুক্তিঃ বর্ণনা মােতাবেক।
(কাজী রফিকুল হাসান)
মহাব্যবস্থাপক ফোনঃ ৯৫০০১২৩
সংযুক্ত কপি
সুতা থেকে কাপড় এবং কাপড় থেকে পোশাক তৈরিতে অপচয়ের হার পুনঃনির্ধারণ সংক্রান্ত: ডাউনলোড