প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত কমিটির সুপারিশ এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৮ মার্চ, ২০১৪ তারিখের ০৫.০০.০০০০.১৫১.০৬.০০৮.১৩.৭০ সংখ্যক পরিপত্রে বর্ণিত প্রমিত পদ বিন্যাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আইসিটি সেল-এর অবস্থান ক্যাটেগরি বর্হিভূত হিসেবে নিম্নরূপ পদ বিন্যাস নির্ধারণ করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয়
সওব্য-২ শাখা
www.mopa.gov.bd
নম্বর: ০৫.০০.০০০০.১৫১.০২৯.১০(অংশ-১).২১৮; তারিখ: ১৩ অক্টোবর ২০২১
পরিপত্র
বিষয়: প্রধানমন্ত্রীর কার্যালয়ের আইসিটি সেলকে বড় ক্যাটেগরি হতে পরিবর্তন করে ৩০টি পদ সম্বলিত ক্যাটেগরি বর্হিভূতকরণ।
প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত কমিটির সুপারিশ এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৮ মার্চ, ২০১৪ তারিখের ০৫.০০.০০০০.১৫১.০৬.০০৮.১৩.৭০ সংখ্যক পরিপত্রে বর্ণিত প্রমিত পদ বিন্যাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আইসিটি সেল-এর অবস্থান ক্যাটেগরি বর্হিভূত হিসেবে নিম্নরূপ পদ বিন্যাস নির্ধারণ করা হলো:
কে এম আলী আজম
সিনিয়র সচিব
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আইসিটি সেলকে বড় ক্যাটেগরি হতে পরিবর্তন করে ৩০টি পদ সম্বলিত ক্যাটেগরি বর্হিভূতকরণ: ডাউনলোড