শাব্দিক অর্থে Regulation বলিতে কোন কাজ নিয়ন্ত্রণ করা, পরিচালনা করা বুঝায়। ইহা আইনের পুরনো নাম। আইনগত অর্থে প্রবিধান বলিতে সাংবিধানিক দলিলাদির অধীনে ক্ষমতাপ্রাপ্ত যে কোন ব্যক্তি বা কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত বিধান বুঝায়।
আইনের অধীনে প্রবিধান প্রণয়নের ক্ষেত্রে আইনের বিধান কার্যকরকরণের পদ্ধতি ও নিয়মাবলী বর্ণিত থাকে। ইহাছাড়া যে সকল বিষয়ে প্রবিধান প্রণয়ের নির্দেশনা আইনে থাকে ঐ সকল বিষয়ও প্রবিধানে অন্তর্ভুক্ত করা হয়।