সরকারী কর্ম কমিশনের সহিত পরামর্শক্রমে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গেজেটেড অফিসার ও নন-গেজেটেড কর্মচারীদের নিয়োগ বিধিমালা, ১৯৮৫ এর সংশোধন অনুসারে নিম্নরূপ শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।
- পরিচালক – (ক) ৫০% পদ পদোন্নতির মাধ্যমে; এবং(খ) ৫০% পদ প্রেষণে নিয়োগের মাধ্যমে। উপপরিচালক পদে ২ (দুই) বৎসরের অভিজ্ঞতাসহ ন্যুনতম ১৫ বৎসরের সন্তোষজনক চাকুরী।
- উপপরিচালক – পদোন্নতির মাধ্যমে। সহকারী পরিচালক পদে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতাসহ ন্যূনতম ১০ বৎসরের সন্তোষজনক চাকুরী।
- সহকারী পরিচালক – পদোন্নতির মাধ্যমে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা/ পিটিআই সুপারিনটেনডেন্ট পদে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতাসহ ন্যূনতম ১২বৎসরের সন্তোষজনক চাকুরী।
- সুপারিনটেনডেন্ট (পিটিআই) – পদোন্নতির মাধ্যমে। সহকারী সুপারিনটেনডেন্ট (পিটিআই) পদে ৪ (চার) বৎসরের অভিজ্ঞতাসহ ৭ (সাত) বৎসরের সন্তোষজনক চাকুরী।
- সিনিয়র সিস্টেম এনালিস্ট অন্যূন ২৮ বৎসর হইতে ৪০ বৎসর পর্যন্ত। ক. ৬০% পদ সিস্টেম এনালিস্ট পদ হইতে পদোন্নতির মাধ্যমে। খ. ৪০% পদ বদলি, প্রেষণ বা সরাসরি নিয়োগের মাধ্যমে; এবং যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পদোন্নতির মাধ্যমে। পদোন্নতির ক্ষেত্রে : সিস্টেম এনালিস্ট হিসাবে কমপক্ষে ৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতা। বদলি, প্রেষণ বা সরাসরি নিয়োগের ক্ষেত্রে : ক. মাষ্টার্স ইন পদার্থ বিজ্ঞান/ ফলিত পদার্থ বিজ্ঞান/ গণিত/ পরিসংখ্যান/ অর্থনীতি/ বাণিজ্য বিভাগ/ সমাজ বিজ্ঞান/ ব্যবসায় প্রশাসনে মাস্টার্স ডিগ্রী; অথবা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রী; খ. স্বীকৃত কম্পিউটার পেশাজীবি সমিতির সহযোগী সদস্য; গ. প্রোগ্রামার/ সহকারী সিস্টেম এনালিষ্ট হিসাবে কমপক্ষে ৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতা (কম্পিউটার বিজ্ঞানে অথবা ইঞ্জিনিয়ারিং এ স্নাতকোত্তরদের ক্ষেত্রে ২ বৎসরের অভিজ্ঞতা); ঘ. সিস্টেম এনালিষ্ট হিসাবে প্রমাণিত দক্ষতা। সিস্টেম এনালিষ্ট অন্যূন ২৯ বৎসর হইতে ৪০ বৎসর পর্যন্ত। ক. ৬০% পদ প্রোগ্রামার পদ হইতে পদোন্নতির মাধ্যমে। খ. ৪০% পদ সরাসরি নিয়োগের মাধ্যমে। পদোন্নতির ক্ষেত্রে : প্রোগ্রামার হিসাবে কমপক্ষে ৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতা। সরাসরি নিয়োগের ক্ষেত্রে : ক. মাষ্টার্স ইন পদার্থ বিজ্ঞান/ফলিত পদার্থ বিজ্ঞান/গণিত/পরিসংখ্যান/অর্থনীতি/বাণিজ্য বিভাগ/ সমাজ বিজ্ঞান/ব্যবসায় প্রশাসনে মাস্টার্স ডিগ্রী;অথবা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রী খ. স্বীকৃত কম্পিউটার পেশাজীবি সমিতির সহযোগী সদস্য; গ. প্রোগ্রামার/ সহকারী সিস্টেম এনালিষ্ট হিসাবে কমপক্ষে ৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতা (কম্পিউটার বিজ্ঞানে অথবা ইঞ্জিনিয়ারিং এ স্নাতকোত্তরদের ক্ষেত্রে ২ বৎসরের অভিজ্ঞতা); ঘ. সিস্টেম এনালিষ্ট হিসাবে প্রমাণিত দক্ষতা।
- প্রকিউরমেন্ট এন্ড সাপ্লাই অফিসার – পদোন্নতির মাধ্যমে। স্টোর অফিসার পদে ১০ (দশ) বৎসরের অভিজ্ঞতাসহ ১৫ (পনের) বৎসরের সন্তোষজনক চাকুরী।
- সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার – পদোন্নতির মাধ্যমে। উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তা পদে ৫ (পাঁচ) বৎসরের সন্তোষজনক চাকুরী।
- সহকারী সুপারিনটেনডেন্ট (পিটিআই) – পদোন্নতির মাধ্যমে। ইন্সট্রাক্টর (পিটিআই) / ইন্সট্রাক্টর (ইউআরসি/টিআরসি) পদে ৫ (পাঁচ) বৎসরের
সন্তোষজনক চাকুরী। শিক্ষা অফিসার ক. ৫০% পদোন্নতির মাধ্যমে। খ. ৫০% সরাসরি নিয়োগের মাধ্যমে। পদোন্নতির ক্ষেত্রেঃ উপজেলা/থানা শিক্ষা অফিসার পদে ৫ (পাঁচ) বৎসরের সন্তোষজনক চাকুরী সরাসরি নিয়োগের ক্ষেত্রেঃ কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণীর এমএড ডিগ্রী; অথবা ২য় শ্রেণীর বিএডসহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী; অথবা সমাজ বিজ্ঞানের যে কোন শাখায় ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রীসহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী। কোন পরীক্ষায় ৩য় শ্রেণী গ্রহণযোগ্য নয়। - স্টোর অফিসার অনুর্দ্ধ ৩০ বছর ক. ৫০% পদ পদোন্নতির মাধ্যমে। খ. ৫০% পদ সরাসরি নিয়োগের মাধ্যমে। পদোন্নতির ক্ষেত্রে : প্রশাসনিক কর্মকর্তা/ হিসাবরক্ষণ কর্মকর্তা পদে ৫(পাঁচ) বৎসরের অভিজ্ঞতাসহ ১০ (দশ) বৎসরের সন্তোষজনক চাকুরী। সরাসরি নিয়োগের ক্ষেত্রে : কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য শাখায় ২য় শ্রেণীর সম্মানসহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হইবে।
- পরিসংখ্যান কর্মকর্তা অনুর্দ্ধ ৩০ বৎসর। সরাসরি নিয়োগের মাধ্যমে। কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান/ গণিত/ অর্থনীতি/ সমাজ বিজ্ঞান/ বাণিজ্য/ ব্যবসায় প্রশাসন বিষয়ে ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রীসহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী। উপজেলা/থানা শিক্ষা অফিসার অনুর্দ্ধ ৩০ বৎসর
বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে ৪৫বৎসর ক. ৪০% পদ সহকারী উপজেলা/ থানা শিক্ষা অফিসার/ সহকারী শিক্ষা অফিসার/ সহকারী গবেষণা অফিসার/ সহকারী মনিটরিং অফিসারগণের মধ্য হইতে পদোন্নতির মাধ্যমে; এবং খ. ৬০% পদ সরাসরি নিয়োগের মাধ্যমে; তম্মধ্যে ৫০% পদ বিভাগীয় প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকিবে এবং যোগ্য প্রার্থী পাওয়া না গেলে উন্মুক্ত প্রার্থীগণের মধ্য হইতে পুরণ করা হইবে। পদোন্নতির ক্ষেত্রেঃ সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তা/ সহকারী শিক্ষা অফিসার/সহকারী গবেষণা অফিসার/ সহকারী মনিটরিং অফিসার পদে ৫ (পাঁচ) বৎসরের সন্তোষজনক চাকুরী। সরাসরি নিয়োগের ক্ষেত্রেঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় কমপক্ষে২য় বিভাগে উত্তীর্ণ; এবং কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রী সহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী। উম্মুক্ত প্রার্থীগণের মধ্যে পিএইচডি বা সমমানের উচ্চতর শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হইবে। - ইন্সট্রাক্টর (সাধারণ) অনুর্দ্ধ ৩০ বৎসর, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। ১০০% পদ নিম্নবর্ণিতভাবে সরাসরি নিয়োগের মাধ্যমেঃ
(১) ৫০% পদ বিভাগীয় প্রার্থীগণের জন্য সংরক্ষিত থাকিবে, তবে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে এই কোটার সংশ্লিষ্ট পদ উপ-অনুচ্ছেদ ২-তে বর্ণিত প্রার্থীগণের মধ্য হইতে পূরণ করা হইবে ; এবং (২) ৫০% পদ সকলের জন্য উন্মুক্ত থাকিবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগে উত্তীর্ণ; এবং কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণীর সণাতক ডিগ্রীসহ ১ম শ্রেণীর এম, এড, ডিগ্রী; অথবা ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রীসহ ২য় শ্রেণীর বি, এড ডিগ্রী। উম্মুক্ত প্রার্থীগণের মধ্যে পিএইচডি বা সমমানের উচ্চতর শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হইবে। ইন্সট্রাক্টর (বিজ্ঞান) অনুর্দ্ধ ৩০ বৎসর। সরাসরি নিয়োগের মাধ্যমে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় ২য় বিভাগে উর্ত্তীর্ণ; এবং কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণীর বি,এস,সি ডিগ্রীসহ ২য় শ্রেণীর এম.এড ডিগ্রী; অথবা ২য় শ্রেণীর এম.এস.সি ডিগ্রীসহ ২য় শ্রেণীর বি.এড ডিগ্রী; অথবা সমমানের কোন ডিগ্রী। - ইন্সট্রাক্টর (কৃষি) অনুর্দ্ধ ৩০ বৎসর। সরাসরি নিয়োগের মাধ্যমে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় ২য় বিভাগে উর্ত্তীর্ণ; এবং কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণীর বিএসি ডিগ্রীসহ ২য় শ্রেণীর বিএড ডিগ্রী; অথবা উদ্ভিদবিদ্যা/ প্রাণীবিদ্যা/ মৃত্তিকা বিজ্ঞানে ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রীসহ ২য় শ্রেণীর বি.এড ডিগ্রী; অথবা বি,এস,সি পর্যায়ে উদ্ভিদ বিদ্যা/ প্রাণীবিদ্যা বিষয়ে ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রীসহ ২য় শ্রেণীর এম.এড ডিগ্রী।
- ইন্সট্রাক্টর (শারীরিক শিক্ষা) অনুর্দ্ধ ৩০ বৎসর। সরাসরি নিয়োগের মাধ্যমে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় ২য় বিভাগে উর্ত্তীর্ণ; এবং কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রীসহ ২য় শ্রেণীর বি.পি.এড ডিগ্রী।
- ইন্সট্রাক্টর (চারু ও কারুকলা) অনুর্দ্ধ ৩০ বৎসর। সরাসরি নিয়োগের মাধ্যমে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় ২য় বিভাগে উর্ত্তীর্ণ; এবং কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে ক্রাফট/ ফাইন আর্টস এ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী।
- ইন্সট্রাক্টর (উপজেলা/থানা রিসোর্স সেন্টার) অনুর্দ্ধ ৩০ বৎসর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। ক. ৪০% পদ সহকারী ইন্সট্রাক্টরগণের মধ্য হইতে পদোন্নতির মাধ্যমে; এবংখ. ৬০% পদ সরাসরি নিয়োগের মাধ্যমে; তম্মধ্যে ৫০% পদ বিভাগীয় প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকিবে এবং যোগ্য প্রার্থী পাওয়া না গেলে উন্মুক্ত প্রার্থীগণের মধ্য হইতে পুরণ করা হইবে। পদোন্নতির ক্ষেত্রে : উপজেলা/থানা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টর পদে ৫ (পাঁচ) বৎসরের সন্তোষজনক চাকুরী। সরাসরি নিয়োগের ক্ষেত্রে : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় কমপক্ষে২য় বিভাগে উত্তীর্ণ; এবং কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রীসহ ২য় শ্রেণীর এম.এড ডিগ্রী ; অথবা ২য় শ্রেণীর বি.এড ডিগ্রীসহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী। উম্মুক্ত প্রার্থীগণের মধ্যে পিএইচডি বা সমমানের উচ্চতর শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হইবে।
- প্রোগ্রামার অন্যূন ২৭ বৎসর হইতে ৩৫ বৎসর পর্যন্ত। (ক) ৬০% পদ সহকারী প্রোগ্রামারদের মধ্য হইতে পদোন্নতির মাধ্যমে; এবং (খ) ৪০% পদ প্রেষণে বা সরাসরি নিয়োগের মাধ্যমে। পদোন্নতির ক্ষেত্রেঃ সহকারী প্রোগ্রামার পদে ৭ (সাত) বৎসরের অভিজ্ঞতা। সরাসরি নিয়োগের ক্ষেত্রে : ক. পদার্থ বিজ্ঞান/ ফলিত পদার্থ বিজ্ঞান/ গণিত/ পরিসংখ্যান/ অর্থনীতি/ বাণিজ্য বিভাগ/ সমাজ বিজ্ঞান/ ব্যবসায় প্রশাসনে মাস্টার্স ডিগ্রী; অথবা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রী; খ. স্বীকৃত কম্পিউটার পেশাজীবি সমিতির সহযোগী সদস্য; গ. সহকারী প্রোগ্রামার হিসাবে কমপক্ষে ৪ (চার) বৎসরের অভিজ্ঞতা (কম্পিউটার বিজ্ঞানে অথবা ইঞ্জিনিয়ারিং এ স্নাতকোত্তরদের ক্ষেত্রে ২ বৎসরের অভিজ্ঞতা)।
- মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার অন্যূন ২২ বৎসর হইতে ৩৫ বৎসর পর্যন্ত। (ক) ৬০% পদ সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারদের মধ্য হইতে পদোন্নতির মাধ্যমে; এবং
(খ) ৪০% পদ প্রেষণে বদলিভিত্তিক, বা সরাসরি নিয়োগের মাধ্যমে; তবে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পদোন্নতির মাধ্যমে। পদোন্নতির ক্ষেত্রেঃ সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে ৭ (সাত) বৎসরের অভিজ্ঞতা, যাহা বিশেষ ক্ষেত্রে শিথিলযোগ্য। বদলিভিত্তিক প্রেষণে বা সরাসরি নিয়োগের ক্ষেত্রে :
ক. কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে সণাতক ডিগ্রী। খ. সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে ৭ (সাত) বৎসরের অভিজ্ঞতা, যাহা বিশেষ ক্ষেত্রে শিথিলযোগ্য। - সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার অনুর্দ্ধ ৩০ বৎসর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪৫ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। ১০০% পদ নিম্নবর্ণিতভাবে সরাসরি নিয়োগের মাধ্যমেঃ (১) ৫০% পদ বিভাগীয় প্রার্থীগণের জন্য সংরক্ষিত থাকিবে, তবে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে এই কোটার সংশ্লিষ্ট পদ উপ-অনুচ্ছেদ ২-তে বর্ণিত প্রার্থীগণের মধ্য হইতে পূরণ করা হইবে ; এবং (২) ৫০% পদ সকলের জন্য উন্মুক্ত থাকিবে। কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রীসহ ২য় শ্রেণীর মাষ্টার্স ডিগ্রী।
- সহকারী ইন্সট্রাক্টর (উপজেলা/থানা রিসোর্স সেন্টার) অনুর্দ্ধ ৩০ বৎসর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪৫ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। ১০০% পদ নিম্নবর্ণিতভাবে সরাসরি নিয়োগের মাধ্যমেঃ (১) ৫০% পদ বিভাগীয় প্রার্থীগণের জন্য সংরক্ষিত থাকিবে, তবে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে এই কোটার সংশ্লিষ্ট পদ উপ-অনুচ্ছেদ ২-তে বর্ণিত প্রার্থীগণের মধ্য হইতে পূরণ করা হইবে ; এবং
(২) ৫০% পদ সকলের জন্য উন্মুক্ত থাকিবে। কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রীসহ ২য় শ্রেণীর মাষ্টার্স ডিগ্রী - প্রশাসনিক কর্মকর্তা পদোন্নতির মাধ্যমে। উচ্চমান সহকারী পদে ৫ (পাঁচ) বৎসরের সন্তোষজনক চাকুরীসহ ন্যূনতম স্নাতক ডিগ্রী।
- হিসাবরক্ষণ কর্মকর্তা – পদোন্নতির মাধ্যমে। প্রধান সহকারী পদে ৫ (পাঁচ) বৎসরের সন্তোষজনক চাকুরীসহ ন্যূনতম স্নাতক ডিগ্রী।
- সহকারী শিক্ষা অফিসার অনুর্দ্ধ ৩০ বৎসর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪৫ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। ১০০% পদ নিম্নবর্ণিতভাবে সরাসরি নিয়োগের মাধ্যমেঃ
(১) ৫০% পদ বিভাগীয় প্রার্থীগণের জন্য সংরক্ষিত থাকিবে, তবে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে এই কোটার সংশ্লিষ্ট পদ উপ-অনুচ্ছেদ ২-তে বর্ণিত প্রার্থীগণের মধ্য হইতে পূরণ করা হইবে ; এবং (২) ৫০% পদ সকলের জন্য উন্মুক্ত থাকিবে। কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রীসহ ২য় শ্রেণীর মাষ্টার্স ডিগ্রী - সহকারী মনিটরিং অফিসার অনুর্দ্ধ ৩০ বৎসর। ক. ৫০% পদোন্নতির মাধ্যমে। খ. ৫০% সরাসরি নিয়োগের মাধ্যমে। পদোন্নতির ক্ষেত্রে: কমপক্ষে স্নাতক ডিগ্রীসহ স্টোনোগ্রাফার, কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক, ক্যাশিয়ার পদে ৫ (পাঁচ) বৎসরের সন্তোষজনক চাকুরীর অভিজ্ঞতা।সরাসরি নিয়োগের ক্ষেত্রে: কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী।
- সহকারী গবেষণা অফিসার অনুর্দ্ধ ৩০ বৎসর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪৫ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। ১০০% পদ নিম্নবর্ণিতভাবে সরাসরি নিয়োগের মাধ্যমেঃ (১) ৫০% পদ বিভাগীয় প্রার্থীগণের জন্য সংরক্ষিত থাকিবে, তবে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে এই কোটার সংশ্লিষ্ট পদ উপ-অনুচ্ছেদ ২-তে বর্ণিত প্রার্থীগণের মধ্য হইতে পূরণ করা হইবে ; এবং (২) ৫০% পদ সকলের জন্য উন্মুক্ত থাকিবে। কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রীসহ ২য় শ্রেণীর মাষ্টার্স ডিগ্রী
- সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা অনুর্দ্ধ ৩০ বৎসর। ক. ৫০% পদোন্নতির মাধ্যমে।খ. ৫০% সরাসরি নিয়োগের মাধ্যমে। পদোন্নতির ক্ষেত্রে : কমপক্ষে স্নাতক ডিগ্রীসহ হিসাবরক্ষক পদে ৫ (পাঁচ) বৎসরের সন্তোষজনক চাকুরীর অভিজ্ঞতা। সরাসরি নিয়োগের ক্ষেত্রে : কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য শাখায় ২য় শ্রেণীর মাস্টার্স ডিগ্রী।
- ডকুমেন্টেশন অফিসার – পদোন্নতির মাধ্যমে। সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার পদে ৫ (পাঁচ) বৎসরের সমেত্মাষজনক চাকুরী।
- পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক অনুর্দ্ধ ৩০ বৎসর সরাসরি নিয়োগের মাধ্যমে। সি ইন-এড/বি,এড/ডিপেস্নামা ইন এডুকেশনসহ ২য় শ্রেণির সণাতক ডিগ্রী।
- প্রধান সহকারী – পদোন্নতির মাধ্যমে। উচ্চমান সহকারী/ উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক পদে ৫ (পাঁচ) বৎসরের সন্তোষজনক চাকুরী।
- হিসাবরক্ষক – পদোন্নতির মাধ্যমে। হিসাব সহকারী পদে ৫ (পাঁচ) বৎসরের সন্তোষজনক চাকুরী।
- স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর অনুর্দ্ধ ৩০ বৎসর। ক. ৫০% পদ স্টেনোটাইপিস্ট-কাম-কম্পিউটার অপারেটরদের মধ্য হইতে পদোন্নতির মাধ্যমে।
খ. ৫০% পদ সরাসরি নিয়োগের মাধ্যমে। পদোন্নতির ক্ষেত্রে: স্টেনো টাইপিষ্ট কাম কম্পিউটার অপারেটর পদে ৫ (পাঁচ) বৎসরের সন্তোষজনক চাকুরী। সরাসরি নিয়োগের ক্ষেত্রে: কোন স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড হইতে এইচ.এস.সি বা সমমানের পরীক্ষায় পাস সহ Word Processing/Data Entry ও Typing এর গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২৫ এবং বাংলায় ২০ শব্দ। শর্টহ্যান্ড এর গতি প্রতি মিনিটে বাংলায় ৭০ এবং ইংরেজিতে ১০০টি শব্দ। - পিএ-কাম-কম্পিউটার অপারেটর অনুর্দ্ধ ৩০ বৎসর। ক. ৫০% পদ স্টেনোটাইপিস্ট-কাম-কম্পিউটার অপারেটরদের মধ্য হইতে পদোন্নতির মাধ্যমে।
খ. ৫০% পদ সরাসরি নিয়োগের মাধ্যমে। পদোন্নতির ক্ষেত্রে: স্টেনো টাইপিষ্ট কাম কম্পিউটার অপারেটর পদে ৫ (পাঁচ) বৎসরের সন্তোষজনক চাকুরী। সরাসরি নিয়োগের ক্ষেত্রে: কোন স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড হইতে এইচ.এস.সি বা সমমানের পরীক্ষায় পাস সহ Word Processing/Data Entry ও Typing এর গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২৫ এবং বাংলায় ২০ শব্দ। শর্টহ্যান্ড এর গতি প্রতি মিনিটে বাংলায় ৭০ এবং ইংরেজিতে ১০০টি শব্দ। - কম্পিউটার অপারেটর অনুর্দ্ধ ৩০ বৎসর। ক. ৫০% পদোন্নতির মাধ্যমে খ. ৫০% সরাসরি নিয়োগের মাধ্যমে পদোন্নতির ক্ষেত্রে : ডাটা এন্ট্রি অপারেটর পদে কমপক্ষে ৫ (পাঁচ) বৎসরের সন্তোষজনক চাকুরী। সরাসরি নিয়োগের ক্ষেত্রে : ক. কমপক্ষে স্নাতক ডিগ্রী। বিজ্ঞান বিভাগের প্রার্থী অগ্রাধিকার। ২ (দুই) বৎসরের অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় ডাটা এন্ট্রি অপারেটরদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। খ. কম্পিউটার অ্যাপটিচ্যুড পরীক্ষায় উর্ত্তীর্ণ হইতে হইবে।
- স্টেনোটাইপিষ্ট কাম কম্পিউটার অপারেটর অনুর্দ্ধ ৩০ বৎসর। সরাসরি নিয়োগের মাধ্যমে। কোন স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড হইতে এইচ.এস.সি বা সমমানের পরীক্ষায় পাস, Word Processing/Data Entry ও Typing এর গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২৫ এবং বাংলায় ২০ শব্দ। শর্টহ্যান্ড এর গতি প্রতি মিনিটে বাংলায় ৬০ এবং ইংরেজিতে ৮০টি শব্দ।
- সহকারী লাইব্রেরীয়ান কাম ক্যাটালগার অনুর্দ্ধ ৩০ বৎসর। সরাসরি নিয়োগের মাধ্যমে। লাইব্রেরী সায়েন্সে ডিগ্রী বা ডিপেস্নামাসহ ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রী।
- উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক অনুর্দ্ধ ৩০ বৎসর। ক. ৫০% পদ পদোন্নতির মাধ্যমে। খ. ৫০% পদ সরাসরি নিয়োগের মাধ্যমে। পদোন্নতির ক্ষেত্রে : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৫ (পাঁচ) বৎসরের সন্তোষজনক চাকুরী সরাসরি নিয়োগের ক্ষেত্রে : ২ (দুই) বৎসরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রী বা সমমান এবং কম্পিউটার অ্যাপটিচ্যুড পরীক্ষা উর্ত্তীর্ণ।
- ক্যাশিয়ার অনুর্দ্ধ ৩০ বৎসর। পদোন্নতির মাধ্যমে। হিসাব সহকারী/ ভান্ডাররক্ষক পদে পাঁচ বৎসরের সন্তোষজনক চাকুরী উচ্চমান সহকারী অনুর্দ্ধ ৩০ বৎসর। ক. ৫০% পদ পদোন্নতির মাধ্যমে। খ. ৫০% পদ সরাসরি নিয়োগের মাধ্যমে। পদোন্নতির ক্ষেত্রে : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক) পদে ৫ (পাঁচ) বৎসরের সন্তোষজনক চাকুরী। সরাসরি নিয়োগের ক্ষেত্র : ২ (দুই) বৎসরের অভিজ্ঞতাসহ ২য় বিভাগ/ শ্রেণীসহ স্নাতক ডিগ্রী এবং কম্পিউটার অ্যাপটিচ্যুড পরীক্ষায় উর্ত্তীর্ণ।
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অনুর্দ্ধ ৩০ বৎসর। ক. ২০% পদ পদোন্নতির মাধ্যমে। খ. ৮০% পদ সরাসরি নিয়োগের মাধ্যমে। পদোন্নতির ক্ষেত্রে : মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং Word Processing/Data Entry ও Typing এ প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ১৫ শব্দ গতির যোগ্যতাসম্পন্ন এম.এল.এস.এস/ ডেসপাস রাইডার/ নৈশ প্রহরী পদে ৫ (পাঁচ) বৎসরের সন্তোষজনক চাকুরী। সরাসরি নিয়োগের ক্ষেত্রে : উচ্চ মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং Word Processing/Data Entry ও Typing এর গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ১৫ শব্দ।
- ডাটা এন্ট্রি অপারেটর অনুর্দ্ধ ৩০ বৎসর। সরাসরি নিয়োগের মাধ্যমে ক. কোন স্বীকৃত বোর্ড হইতে এইচ.এস.সি বা সমমানের পরীক্ষায় পাশ। বিজ্ঞান বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার। খ. স্টান্ডার্ড ডাটা এন্ট্রি অপারেটরের অ্যাপটিচ্যুড পরীক্ষায় উর্ত্তীর্ণ হইতে হইবে।
- হিসাব সহকারী অনুর্দ্ধ ৩০ বৎসর ক. ২০% পদ পদোন্নতির মাধ্যমে। খ. ৮০% পদ সরাসরি নিয়োগের মাধ্যমে। পদোন্নতির ক্ষেত্রে : মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতাসহ রেকর্ড কিপার/ ক্যাশ সরকার/ এমএলএসএস/ নৈশ প্রহরী পদে ৫ (পাঁচ) বৎসরের সন্তোষজনক চাকুরী। সরাসরি নিয়োগের ক্ষেত্রে: বাণিজ্য শাখায় এইচ এস সি পাশ বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- ভান্ডার রক্ষক অনুর্দ্ধ ৩০ বৎসর। সরাসরি নিয়োগের মাধ্যমে। কোন স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশসহ ভান্ডার রক্ষণে ২ (দুই) বৎসরের অভিজ্ঞতা।
- ড্রাইভার অনুর্দ্ধ ৩০ বৎসর। সরাসরি নিয়োগের মাধ্যমে। অষ্টম শ্রেণী পাশ। মোটরযান চালনায় বৈধ লাইসেন্সসহ ৩ বৎসরের বাস্তব অভিজ্ঞতা।
- রেকর্ড কিপার – পদোন্নতির মাধ্যমে। এমএলএসএস/ নৈশ প্রহরী পদে ৫ (পাঁচ) বৎসরের সন্তোষজনক চাকুরী।
- ডুপ্লিকেটিং মেশিন অপারেটর – পদোন্নতির মাধ্যমে। ডেসপাচ রাইডার পদে ৫ (পাঁচ) বৎসরের সন্তোষজনক চাকুরী। ডুপ্লিকেটিং মেশিন চালানোর অভিজ্ঞতা থাকিতে হইবে।
- ক্যাশ সরকার – পদোন্নতির মাধ্যমে। এমএলএসএস পদে ৫ (পাঁচ) বৎসরের সন্তোষজনক চাকুরী।
- ডেচপাচ রাইডার অনুর্দ্ধ ৩০ বৎসর। সরাসরি নিয়োগের মাধ্যমে। অষ্টম শ্রেণী পাশ এবং সুস্বাস্থ্যের অধিকারী হইতে হইবে। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটর সাইকেল চালনায় পারদর্শী।
- অফিস সহায়ক অনুর্দ্ধ ৩০ বৎসর। সরাসরি নিয়োগের মাধ্যমে। অষ্টম শ্রেণী পাশ এবং সুস্বাস্থ্যের অধিকারী হইতে হইবে।
- নিরাপত্তা প্রহরী অনুর্দ্ধ ৩০ বৎসর। সরাসরি নিয়োগের মাধ্যমে। অষ্টম শ্রেণী পাশ এবং সুস্বাস্থ্যের অধিকারী হইতে হইবে।
- মালি অনুর্দ্ধ ৩০ বৎসর। সরাসরি নিয়োগের মাধ্যমে। অষ্টম শ্রেণী পাশ এবং সুস্বাস্থ্যের অধিকারী হইতে হইবে।
- পরিচ্ছন্নতা কর্মী অনুর্দ্ধ ৩০ বৎসর। সরাসরি নিয়োগের মাধ্যমে। পঞ্চম শ্রেণী পাশ অথবা মেথর সম্প্রদায়ের সদস্য।
জনস্বার্থে এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর করেছেন রাষ্ট্রপতির আদেশক্রমে,
সচিব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।