প্রধানমন্ত্রীর কার্যালয়ের গর্ভনেন্স ইনোভেশন ইউনিটের “টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় “প্রধানমন্ত্রী ফেলোশিপ” (২০১৯-২০ ২য় পর্যায়) ইউনিভার্সিটি অফ ওয়েষ্টার্ণ, অস্ট্রেলিয়াতে ০২ (দুই) বছর মেয়াদি মাস্টার্স কোষে অংশগ্রহণের জন্য ২৪-০২-২০২০ হতে ২৩-০২-২০২০ তারিখ পর্যন্ত মোট ০২ (দুই) বছরের প্রেষণ নিম্নবর্ণিত শর্তে মঞ্জুরি জ্ঞাপন করছি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
তথ্য মন্ত্রণালয়
বেতার-১ শাখা
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
www.moi.gov.bd
নম্বর: ১৫.০০.০০০০.০২১.১৮.৯০২.১৬.১১৭; তারিখ: ২৭ জানুয়ারি ২০২০
প্রাপক: উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা
সাভার, ঢাকা।
বিষয়: “টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় ” প্রধানমন্ত্রী ফেলোশীপ” (২০১৯-২০, ২য় পর্যায়) মাস্টার্স কোর্সে অংশগ্রহনের জন্য ০২ (দুই) বছরের জন্য প্রেষনাদেশ মঞ্জুরি।
আদিষ্ট হয়ে উচ্চশক্তি প্রেরণ কেন্দ্র-১, বাংলাদেশ বেতার, সাভার, ঢাকার সহকারী বেতার প্রকৌশলী জনাব আমিনুল ইসলাম-কে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গর্ভনেন্স ইনোভেশন ইউনিটের “টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় “প্রধানমন্ত্রী ফেলোশিপ” (২০১৯-২০ ২য় পর্যায়) ইউনিভার্সিটি অফ ওয়েষ্টার্ণ, অস্ট্রেলিয়াতে ০২ (দুই) বছর মেয়াদি মাস্টার্স কোষে অংশগ্রহণের জন্য ২৪-০২-২০২০ হতে ২৩-০২-২০২০ তারিখ পর্যন্ত মোট ০২ (দুই) বছরের প্রেষণ নিম্নবর্ণিত শর্তে মঞ্জুরি জ্ঞাপন করছি:
শর্তাবলী:
১। এ প্রেষণকালীন তিনি কর্তব্যরত রয়েছেন বলে গণ হবে;
২। তিনি দেশীয় মুদ্রায় বেতন ভাতাদি গ্রহণ করবেন;
৩। আলোচ্য কোর্সটির যাবতীয় ব্যয়ভার সংশ্লিষ্ট প্রকল্প হতে বহন করা হবে।
৪। অনুমোদিত সময়ের অতিরিক্ত সময় তিনি বিদেশে অবস্থান করতে পারবেন না; এবং
৫। প্রেষণ শেষে তিনি বর্তমান কর্মস্থলে যোগদানপূর্বক ০৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন।
(মো: ঈশান আলী রাজা বাঙ্গালী)
উপসচিব
ফোন: ৯৫৭৭৪২১
প্রেষণকালীন তিনি কর্তব্যরত রয়েছেন বলে গণ হবে: ডাউনলোড