বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যা্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আইন, ২০১৯ এর ধারা ১২(১) অনুযায়ী এয়ার ভাইস মার্শাল মো: নজরুল ইসলাম, বিএসপি, এনএসডব্লিউসি, পিএসসি (বিডি/৭৯৭২), ডিজি(পি) কে নিম্নোক্ত শর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
শিক্ষা মন্ত্রণালয়
মাধ্যামিক ও উচ্চ শিক্ষা বিভাগ
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা
www.shed.gov.bd
নং-৩৭.০০.০০০০.০৭৬.১১.০০১.১৯.১৯৭; তারিখ: ০৮ জুলাই ২০২১
প্রজ্ঞাপন
মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যা্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আইন, ২০১৯ এর ধারা ১২(১) অনুযায়ী এয়ার ভাইস মার্শাল মো: নজরুল ইসলাম, বিএসপি, এনএসডব্লিউসি, পিএসসি (বিডি/৭৯৭২), ডিজি(পি) কে নিম্নোক্ত শর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হলো:
১। ভাইস চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ০৪ (চার) বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসরগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন;
২। ভাইস চ্যান্সেলর হিসেবে তিনি বিধি মোতাবেক বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন;
৩। তিনি ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন; এবং
৪। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে নির্ধারিত সময় শেষ হওয়ার পূর্বেই তাকেঁ ভাইস চ্যান্সেলরের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবেন।
২.০ জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে
(মো: মাসুম আহমেদ)
উপসচিব
০২৯৫১২২৪৫
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর নিয়োগ প্রজ্ঞাপন: ডাউনলোড