সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২ এর বিধান প্রতিপালন।

“(২৫) যেক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে ‘পতাকা উত্তোলন করা হয়, সেইক্ষেত্রে একই সাথে জাতীয় সঙ্গীত গাইতে হইবে। যখন জাতীয় সঙ্গীত বাজানাে হয় এবং জাতীয় পতাকা প্রদর্শিত হয়, তখন উপস্থিত সকলে ‘পতাকা’র দিকে মুখ করিয়া দাঁড়াইবেন। ইউনিফর্মধারীরা স্যালুটরত থাকিবেন। পতাকা প্রদর্শন না করা হইলে, উপস্থিত সকলে বাদ্য যন্ত্রের দিকে মুখ করিয়া দাঁড়াইবেন, ইউনিফর্মধারীরা জাতীয় সঙ্গীতের শুরু হইতে শেষ পর্যন্ত স্যালুটরত থাকিবেন।”

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসন 

অনুবিভাগ নীতি ও সংগঠন শাখা

ঢাকা

নং-এডি-পিএন্ডও-৩৭৭/29 তারিখঃ ২৫ জানুয়ারি ২০২১

বিজ্ঞপ্তি

বিষয়ঃ বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২ এর বিধান প্রতিপালন।

উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদার প্রতীক। এর মর্যাদা সমুন্নত রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২ (Revised up to May, 2010) এ জাতীয় পতাকা সংক্রান্ত বিধানাবলী সন্নিবেশিত রয়েছে, যার প্রতিপালন বাধ্যতামূলক। পতাকা বিধিমালা, ১৯৭২-এ উল্লিখিত দিবসমূহে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের বিষয়ে সুস্পষ্ট বিধান রয়েছে যা নিম্নরুপ:

“(২৫) যেক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে ‘পতাকা উত্তোলন করা হয়, সেইক্ষেত্রে একই সাথে জাতীয় সঙ্গীত গাইতে হইবে। যখন জাতীয় সঙ্গীত বাজানাে হয় এবং জাতীয় পতাকা প্রদর্শিত হয়, তখন উপস্থিত সকলে ‘পতাকা’র দিকে মুখ করিয়া দাঁড়াইবেন। ইউনিফর্মধারীরা স্যালুটরত থাকিবেন। পতাকা প্রদর্শন না করা হইলে, উপস্থিত সকলে বাদ্য যন্ত্রের দিকে মুখ করিয়া দাঁড়াইবেন, ইউনিফর্মধারীরা জাতীয় সঙ্গীতের শুরু হইতে শেষ পর্যন্ত স্যালুটরত থাকিবেন।”

০২। এমতাবস্থায়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের সময় বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২-এর বিধি ৭ (২৫) সহ অন্যান্য বিধি-বিধান কঠোরভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্ট সকলকে ভবিষ্যতে এ বিধিমালা যথাযথভাবে অনুসরণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে। এতদৃবিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ হতে প্রাপ্ত পত্রটি সংযুক্ত করা হলাে।

০৩। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে এ বিজ্ঞপ্তিটি জারি করা হলাে।

(রুবাইয়াত বিন্‌তে নাজমুল)

সহকারী সচিব (নিয়ােগ ও প্রশিক্ষণ)

ফোনঃ ৯৫৫৫৩২০

সংযুক্তিঃ বর্ণনা মােতাবেক।

সদয় অবগতির জন্য জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়): ০১। সকল কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা। ০২। রেক্টর, ফরেন সার্ভিস একাডেমী, সুগন্ধা, ২২ বেইলি রােড, ঢাকা। ০৩। মহাপরিচালক, বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল এ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, ১/৪৬, ইস্কাটন রােড, রমনা, ঢাকা-১০০০। ০৪। পরিচালক, বাংলাদেশ ইন্সটিটিউট অব ল এ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, হাউজ নং-২২, রােড নং-৭ (ভাষা সৈনিক আব্দুল মতিন।

সড়ক), ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা-১২০৫। ০৫। দূতালয় প্রধান, বিদেশস্থ সকল বাংলাদেশ মিশন (অনারারী কনস্যুলেট ব্যতীত)। ০৬। সহকারী সচিব (আইসিটি), পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা (পররাষ্ট্র মন্ত্রণালয়েরর ওয়েব সাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশের অনুরােধসহ)।

 

বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২ এর বিধান প্রতিপালন: ডাউনলোড

বাংলাদেশ জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ (সংশোধিত-২০১০ পর্যন্ত)

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *