নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ-পর্যায়ের কার্যালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে রুজুকৃত বিভাগীয় মামলা সংক্রান্ত তথ্য- নির্বাচন কমিশন
বিভাগীয় মামলা কি? – আপনার বিভাগ বা যে দপ্তরে আপনি চাকরি করেন সেই দপ্তরের নিয়োগকর্তা বা কর্তৃপক্ষ যদি কোন কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে বা কোন মামলা রুজু করে করে। কোন অপরাধ সংঘঠিত বা ঘটার পরে কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা দায়ের করে যা কর্তৃপক্ষ তদন্ত করে লঘু বা গুরুদন্ড দিয়ে থাকে। তবে ফৌজদারী অপরাধ করলেও বিভাগ বা কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করে। এক বছরের বেশি সাজা বা জেল জরিমানা হলে চূড়ান্ত বরখাস্তও করা হয়।
ফৌজদারী অপরাধ কি? ফৌজদারী অপরাধ বলতে সেসব অপরাধ বোঝায় যেগুলো দেশে প্রচলিত ফৌজদারী আইন অনুযায়ী বিচারযোগ্য এবং শাস্তিযোগ্য। এই অপরাধের বিচার হয় ফৌজদারী আদালতে। আপনি যদি ফৌজদারী অপরাধ করে জেলে যান বা শাস্তি হয় তবে তার দায় দায়িত্ব আপনার। শাস্তি ঘোষণার পূর্ব পর্যন্ত সাময়িক বরখাস্ত থাকতে হবে।
বিভাগ বা কর্তৃপক্ষ কি ধরনের শাস্তি দেয়? তাঁর বার্ষিক বেতন বৃদ্ধি পরবর্তী ০১ (এক) বছরের জন্য স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। তাঁকে “তিরস্কার” দন্ডাদেশ প্রদান করা হয়েছে। তাঁর বার্ষিক বেতন বৃদ্ধি পরবর্তী ০২ (দুই) বছরের জন্য স্থগিত করা হয়েছে। তাঁকে চাকরি হতে বরখাস্ত করা হয়েছে। তাঁর বার্ষিক বেতন বৃদ্ধি পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য স্থায়ীভাবে স্থগিত করা হয়েছে। তার বার্ষিক বেতন বৃদ্ধি পরবর্তী ০৩ বছরের (২০২০, ২০২১, ২০২২) জন্য স্থগিত করা হয়েছে। তার বার্ষিক বেতন বৃদ্ধি পরবর্তী ০৫ বছরের জন্য স্থায়ীভাবে স্থগিত করা হয়েছে। তাকে চাকরি হতে বরখাস্ত করা হয়েছে। তাকে সতর্ক করা হয়েছে। তার বার্ষিক বেতন বৃদ্ধি পরবর্তী ০২ বছরের জন্য স্থগিত করা হয়েছে। তার বার্ষিক বেতন বৃদ্ধি পরবর্তী ০১ বছরের জন্য স্থগিত করা হয়েছে।
সরকারি চাকরিতে শাস্তি হতে বাঁচতে অবশ্যই পড়ে দেখতে হবে / বিস্তারিত জানতে সম্পূর্ণ অভিযোগ ও সিদ্ধান্ত পত্রটি দেখুন
তার বার্ষিক বেতন বৃদ্ধি পরবর্তী ০১ বছরের জন্য স্থায়ীভাবে স্থগিত করা হয়েছে। তার বার্ষিক বেতন বৃদ্ধি পরবর্তী ০৩ বছরের জন্য [২০২১, 2022 ও 2023] স্থায়ীভাবে স্থগিত করা হয়েছে। তাকে তিরস্কার দন্ডাদেশ প্রদান করা হয়েছে।
লঘুদন্ড বা গুরু দন্ড ২০২৩ । যে সকল অপরাধে শাস্তি হতে পারে
- ঘুষ দাবীর কথোপকথন সংক্রান্ত অডিও ক্লিপ এবং ১৫০ নম্বর স্মারকে একটি পত্র গায়ের, ক্ষমতা প্রাপ্ত না হয়েও সরকারি দলিল অন্য ব্যক্তির নিকট হস্তান্তর।
- নতুন ভোটার তালিকায় অন্তর্ভূক্তি করার জন্য এক সেবা প্রার্থীর নিকট হতে অবৈধ আর্থিক সুবিধা গ্রহণের ভিডিও ভাইরাল।
- জাতীয় পরিচয়পত্র সেবা গ্রহীতার নিকট হতে নগদ অর্থ গ্রহণ করে আত্মসাৎ, কর্মকর্তার স্বাক্ষর জাল করে NID সার্ভার কপি প্রদান।
- মনোনয়নপত্র পূরণপূর্বক টাকা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার অভিযোগ।
- মনোনয়নপত্র দাখিলকারীকে তার আপিল আবেদন টেকানোর জন্য অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ।
- সেবা গ্রহীতারদের নিকট হতে নগদ অর্থ গ্রহণ, খারাপ আচরণ ও মৌখিক সতর্কতা কর্ণপাত না করা।
- অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত।
- অর্থ আত্মসাৎ এবং NID সংশোধনের নিমিত্ত উৎকোচ প্রদানের সাথে জড়িত ।
- পলায়ন।
- ৪৬ জন রোহিঙ্গা ভোটারসহ ভোটার নিবন্ধন অন্তর্ভুক্তির ফরম সংরক্ষন ও বিতরণ ।
- বদমেজাজী, স্বেচ্ছাচারী, অশালীন ও কুরুচিপূর্ণ আচরণ ।
- অসৎ উপায়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণ।
- স্মার্ট কার্ড বিতরণের সময় ০৩টি ল্যাপটপ ভাংচুর, মারামারি এবং স্থানীয় মেম্বার ও তার সাঙ্গ পাঙ্গদের পক্ষ সমর্থন।
- চাকরি দেবার কথা বলে অর্থ আত্মসাৎ।
- কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত অফিস ত্যাগ এবং কর্মস্থলে তাকে তিরস্কার দন্ডাদেশ প্রদান করা হয়েছে। অনুপস্থিত।
- নির্বাচনী বিভিন্ন কাজে অসহযোগিতা।
- কর্তৃপক্ষের সাথে অসদাচরণ এবং বিনানুমতিতে কর্মস্থল ত্যাগ।
- স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন ব্যতিরেকে ভোটার এলাকা প্রতিস্থাপন বিষয়ক বিভ্রান্তিমূলক পত্র প্রেরণ এবং নির্বাচন বন্ধ।
দোষী সাব্যস্ত হলে কি ব্যক্তিগত শুনানী সুযোগ থাকে?
প্রাথমিক তদন্তে সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হলে বিভাগীয় মামলা দায়ের করা হয়। তার পরেও বিভাগীয় মামলায় শাস্তি হওয়ার সংখ্যা খুবই নগন্য। বিভাগীয় মামলায় কাউকে দোষী সাব্যস্ত করলে অভিযোগ গঠনপূর্বক তখন মন্ত্রণালয়ের প্রধান হিসাবে জনপ্রশাসন সচিব কারণ দর্শানো নোটিশ জারি অথবা ব্যক্তিগত শুনানি গ্রহণ করেন।