“বীর মুক্তিযােদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ নীতিমালা, ২০১৩” এর অনুচ্ছেদ ০৫ এ মুক্তিযােদ্ধার মৃত্যুর পর সম্মানী ভাতা পাবার যােগ্য অগ্রাধিকারপ্রাপ্ত উত্তরাধিকারীগণ সম্পর্কে বিদ্যমান নীতিমালা সংশােধন করা হয়েছে। উক্ত সংশােধিত নীতিমালা অনুযায়ী মুক্তিযােদ্ধার মৃত্যুতে নিম্নরূপ উত্তরাধিকারীগণ সম্মানী ভাতা প্রাপ্য হবেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
পরিবহন পুলভবন
সচিবালয় সংযােগ সড়ক, ঢাকা।
www.molwa.gov.bd
নম্বর: ৪৮.০০.০০০০.০০২(বা).০৪৬.০১৭.১৬.৩২৫ তারিখ: ২৫ জুলাই ২০১৮
বিষয়: বীর মুক্তিযােদ্ধার মৃত্যুতে সম্মানী ভাতা প্রাপ্য উত্তরাধিকারীগণ সম্পর্কে নীতিমালা সংশােধন।
উপযুক্ত বিষয়ের প্রতি তাঁর দৃষ্টি আকর্ষণপূর্বক জানানাে যাচ্ছে, “বীর মুক্তিযােদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ নীতিমালা, ২০১৩” এর অনুচ্ছেদ ০৫ এ মুক্তিযােদ্ধার মৃত্যুর পর সম্মানী ভাতা পাবার যােগ্য অগ্রাধিকারপ্রাপ্ত উত্তরাধিকারীগণ সম্পর্কে বিদ্যমান নীতিমালা সংশােধন করা হয়েছে। উক্ত সংশােধিত নীতিমালা অনুযায়ী মুক্তিযােদ্ধার মৃত্যুতে নিম্নরূপ উত্তরাধিকারীগণ সম্মানী ভাতা প্রাপ্য হবেন:
১। ভাতাভােগী মুক্তিযােদ্ধা মৃত্যুবরণ করলে তাঁর স্ত্রী বা স্ত্রীগণ বা স্বামী সম্মানী ভাতা পাবেন। মুক্তিযােদ্ধা একাধিকবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলে নিম্নরূপভাবে সম্মানী ভাতা বন্টিত হবে:
(ক) মুক্তিযােদ্ধার একাধিক স্ত্রীর ক্ষেত্রে প্রত্যেক স্ত্রী মৃত মুক্তিযােদ্ধার প্রাপ্য নির্ধারিত ভাতা সমহারে পাবেন;
(খ) একাধিক স্ত্রীর মধ্যে কোন স্ত্রী মৃত্যুবরণ করলে মৃত স্ত্রীর গর্ভে মুক্তিযােদ্ধার ঔরসজাত সন্তান বা সন্তানগণ তাঁর মাতার প্রাপ্য অংশ সমহারে পাবেন;
(গ) একাধিক স্ত্রীর মধ্যে কোন স্ত্রী তালাকপ্রাপ্ত হলে তালাকপ্রাপ্ত স্ত্রী জীবিত থাকলেও এ সম্মানী ভাতা পাবেন না। তালাকপ্রাপ্ত স্ত্রীর গর্ভে মুক্তিযােদ্ধার ঔরসজাত সন্তান বা সন্তানগণ তাঁর মাতার প্রাপ্য অংশ সমহারে পাবেন;
(ঘ) মৃত স্ত্রী বা তালাকপ্রাপ্ত স্ত্রীর গর্ভে মুক্তিযােদ্ধার ঔরসজাত কোন সন্তান না থাকলে একজন জীবিত স্ত্রী সম্পূর্ণ অংশ বা একাধিক জীবিত স্ত্রী সমহারে সম্মানী ভাতা পাবেন;
(ঙ) মুক্তিযােদ্ধার পিতা বা মাতার যে কেউ জীবিত থাকলে মৃত স্ত্রী বা তালাকপ্রাপ্ত স্ত্রীর গর্ভে মুক্তিযােদ্ধার ঔরসজাত সন্তানগণ এ সম্মানী ভাতা পাবেন না;
(চ) মৃত নারী মুক্তিযােদ্ধা জীবিত অবস্থায় একাধিকবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলে এবং উভয় স্বামীর সংসারে তাঁর গর্ভজাত সন্তান থাকলে উক্ত নারী মুক্তিযােদ্ধার পূর্বের সংসারে মুক্তিযােদ্ধার গর্ভজাত সন্তানগণ একটি পক্ষ হিসেবে বিবেচিত হবে এবং তাদের পক্ষের সম্মানী ভাতা সমহারে পাবেন;
(ছ) যে স্বামীর সংসারে মৃত নারী মুক্তিযােদ্ধার সন্তান রয়েছে উক্ত সন্তানের পিতা একটি পক্ষ এবং সর্বশেষ জীবিত স্বামী পৃথক পক্ষ হিসেবে বিবেচিত হবে এবং উভয় পক্ষ মৃত নারী মুক্তিযােদ্ধার প্রাপ্য সম্মানী সমহারে পাবেন। তবে, পূর্বের স্বামী জীবিত থাকলেও এ সম্মানী ভাতা পাবেন না এবং উক্ত সম্মানী ভাতা পূর্বের সংসারে নারী মুক্তিযােদ্ধার সন্তানগণ পাবেন; এবং
(জ) কোন মুক্তিযােদ্ধার স্ত্রী জীবিত না থাকলে এক বা একাধিক স্ত্রীর (যদি থাকে) গর্ভে মুক্তিযােদ্ধার ঔরসজাত সন্তানগণ সম্মানী ভাতা সমহারে পাবেন। একইভাবে, মৃত নারী মুক্তিযােদ্ধার স্বামী জীবিত না থাকলে মুক্তিযােদ্ধার গর্ভজাত সকল সন্তানগণ এ সম্মানী ভাতা সমহারে পাবেন;
২। মুক্তিযােদ্ধার স্ত্রী/স্বামীর অবর্তমানে পিতা/মাতা সম্মানী ভাতা পাবেন; এবং
৩। মুক্তিযােদ্ধার স্ত্রী/স্বামী ও পিতা মাতার অবর্তমানে পুত্র কণ্যাগণ সম্মানী ভাতা পাবেন।
৪। এপ্রেক্ষিতে, উক্ত সংশােধিত নীতিমালা অনুযায়ী মুক্তিযােদ্ধার মৃত্যুতে উপরােক্ত উত্তরাধিকারীগণের মধ্যে সম্মানী ভাতা বিতরণ করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হল।
(মাে: মতিয়ার রহমান)
উপসচিব
ই-মেইল: dsbudget@molwa.gov.bd
বীর মুক্তিযােদ্ধার মৃত্যুতে সম্মানী ভাতা প্রাপ্য উত্তরাধিকারীগণ সম্পর্কে নীতিমালা সংশােধন: ডাউনলোড