শাস্তি । সাময়িক বরখাস্ত । অপসারণ

বরখাস্ত বা অপসারণের তারিখ হইতে বেতন বন্ধ।

বাংলাদেশ সার্ভিস রুল এর ২য় খন্ডের বিধি-৭০।

চাকরি হইতে বরখাস্ত বা অপসারিত সরকারী কর্মচারীর বেতন ও ভাতাদি প্রদান, উক্ত চাকরি হইতে বরখাস্ত বা অপসারণের তারিখ হইতে বন্ধ হইবে।

মূল বিধিটি: 70. The pay and allowances of a Government Servant who is dismissed or removed from service cease from the date of such dismissal or removal.

ব্যাখ্যা: (১) চাকরি হইতে বরখাস্ত বা অপসারণের আদেশ কার্যকর হওয়ার তারিখ হইতে বেতন ভাতাদি পাইবেন না।

ব্যাখ্যা: (২) এই বিধির অনুরূপ বিধান, এফ, আর-৫২ তে সন্নিবেশিত আছে।

বিধি-৭১ সাময়িকভাবে বরখাস্তকৃত কর্মচারী বরখাস্তকালের জন্য বেতনের অর্ধহারে খোরপোষ ভাতা পাইবেন।

মূল বিধি: A Government Servant under suspension is entitled to subsistence grant at the rate of one-half of the pay of the suspended Government servant.

ব্যাখ্যা: (১) বিধির অনুরূপ বিধান এফ, আর-৫৩ (বি) তে সন্নিবেশিত আছে।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *