বরখাস্ত বা অপসারণের তারিখ হইতে বেতন বন্ধ।
বাংলাদেশ সার্ভিস রুল এর ২য় খন্ডের বিধি-৭০।
চাকরি হইতে বরখাস্ত বা অপসারিত সরকারী কর্মচারীর বেতন ও ভাতাদি প্রদান, উক্ত চাকরি হইতে বরখাস্ত বা অপসারণের তারিখ হইতে বন্ধ হইবে।
মূল বিধিটি: 70. The pay and allowances of a Government Servant who is dismissed or removed from service cease from the date of such dismissal or removal.
ব্যাখ্যা: (১) চাকরি হইতে বরখাস্ত বা অপসারণের আদেশ কার্যকর হওয়ার তারিখ হইতে বেতন ভাতাদি পাইবেন না।
ব্যাখ্যা: (২) এই বিধির অনুরূপ বিধান, এফ, আর-৫২ তে সন্নিবেশিত আছে।
- শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের ফেসবুক ব্যবহারে মাউশির কঠোর সতর্কতা
- জানুয়ারিতেই জমা হতে পারে ৯ম পে-স্কেলের সুপারিশ: তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা
- ১ জুলাই থেকে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো : ইনক্রিমেন্ট ও বিশেষ প্রণোদনায় নীট বেতন কত?
- ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন: মনোনয়ন ফরমের জটিলতা কাটাতে ইসির স্পষ্টীকরণ
- ব্যক্তি করদাতাদের জন্য সুখবর: আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ৩১ জানুয়ারি পর্যন্ত
বিধি-৭১ সাময়িকভাবে বরখাস্তকৃত কর্মচারী বরখাস্তকালের জন্য বেতনের অর্ধহারে খোরপোষ ভাতা পাইবেন।
মূল বিধি: A Government Servant under suspension is entitled to subsistence grant at the rate of one-half of the pay of the suspended Government servant.
ব্যাখ্যা: (১) বিধির অনুরূপ বিধান এফ, আর-৫৩ (বি) তে সন্নিবেশিত আছে।



