সাক্ষাৎকার যথাসময়ে অংশগ্রহনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সাক্ষাৎকারে অংশগ্রহণের সময় বিজ্ঞপ্তির শর্ত মোতাবেক শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, IELTS / সমমানের সনদ, বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত unconditional অফার লেটার, Teaching Mode on camus/ online সংক্রান্ত প্রত্যয়ন, Statement of Purpose (SoP) , চাকরি স্থায়ী হওয়ার প্রমানপত্র সংগে রাখতে হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয়
পরিকল্পনা কোষ-২
www.mopa.gov.bd
নং-০৫.০০.০০০০.২৩৯.২৫.০৭৫.১৯.৫০; তারিখ: ২৭/০৫/২০২১
বিষয়: বৈদেশিক মাস্টার্স ফেলোশীপের জন্য সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের “বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্দির মাধ্যমে সরকারকে শক্তিশালীকরণ (২য় পর্যায়)” প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থ বছরে বৈদেশিক মাস্টার্স ডিগ্রিতে অংশগ্রহণের জন্য কর্মকর্তাদের নির্বাচনের লক্ষ্যে নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে (৪র্থ তলা, ভবন নং০২) সরাসরি সাক্ষাতকার অনুষ্ঠিত হবে।
৩০.০৫.২০২১ খ্রি: তারিখ হতে ৯৭.০৬.২০২১ তারিখ পর্যন্ত সাক্ষাৎকার চলবে। তালিকা ও সময় সূচী সংযুক্ত।
২। উক্ত সাক্ষাৎকার যথাসময়ে অংশগ্রহনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সাক্ষাৎকারে অংশগ্রহণের সময় বিজ্ঞপ্তির শর্ত মোতাবেক শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, IELTS / সমমানের সনদ, বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত unconditional অফার লেটার, Teaching Mode on camus/ online সংক্রান্ত প্রত্যয়ন, Statement of Purpose (SoP) , চাকরি স্থায়ী হওয়ার প্রমানপত্র সংগে রাখতে হবে।
(মোহাম্মদ কামাল হোসেন)
উপসচিব
ফোন: ৯৫৪০৭৫৯
বৈদেশিক মাস্টার্স ফেলোশীপের জন্য সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ: ডাউনলোড