সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

ভ্রমণ ভাতা, পাহাড়ী ভাতা ইত্যাদি ক্ষতিপূরক ভাতার আওতাভুক্ত

বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট-১ বিধি ৫(১৩) মোতাবেক সরকারি কর্মচারি বেতন ভাতাদি দিয়ে ভ্রমণ, যাতায়াত, পাহাড়ী অঞ্চলে দায়িত্বপালনে যাতে বিঘ্ন না ঘটে। আর্থিক ভাবে যেন তারা ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য সরকারি ভ্রমণ ভাতা, পাহাড়ী ভাতাসহ বিভিন্ন অবস্থা ও পরিস্থিতির জন্য ক্ষতিপূরণ ভাতার ব্যবস্থা করেছে। এসব ক্ষতিপূরণ ভাতা নিয়মিত বা পরিস্থিতিজনিত কারণে প্রদান করা হতে পারে।

মূল বিধি। Rule 5(13). Compensatory allowances means an allowance to meet personal expenditure necessitated by the special circumstances in which duty is performed. It includes a travelling allowance and an allowance granted to a medical Government servant who is denied the privilege of private practice, but does not include the grant of a free passage by sea to or from any place outside Bangladesh.

বিশ্লেষণ : ক্ষতিপূরক ভাতা সংশ্লিষ্ট কর্মচারীর আয়ের উৎসরূপে মঞ্জুর করা হয়। বিশেষ অবস্থায় দায়িত্ব পালনের কারণেই এই ভাতা দেওয়া হয়। ভ্রমণ ভাতা, পাহাড়ী ভাতা ইত্যাদি ক্ষতিপূরক ভাতার আওতাভুক্ত। (১৩) সংবিধান (Constitution) অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। (১৪) নিয়ন্ত্রণকারী কর্মকর্তা (Controlling Officer) অর্থ কোন নির্দিষ্ট সরকারী কর্মচারী বা কোন নির্দিষ্ট শ্রেণীর সরকারী কর্মচারীদের জন্য ভ্রমণ ভাতার। উদ্দেশ্যে নিয়ন্ত্রণকারী কর্মকর্তা হিসাবে সরকার কর্তৃক ঘােষিত কর্তৃপক্ষ। নােট-১। পার্ট-২ এর পরিশিষ্ট-২ তে নিয়ন্ত্রণকারী কর্মকর্তাদের তালিকা সংযুক্ত আছে।

বিশ্লেষণ : বি এস আর, পার্ট-২ এর পরিশিষ্ট-২ তে নিয়ন্ত্রণকারী কর্মকর্তাদের যে তালিকা সংযুক্ত আছে, এই সংক্রান্ত সরকারের বিভিন্ন আদেশের ফলে উক্ত তালিকায় অনেক পরিবর্তন সাধিত হইয়াছে। নােট-২। প্রয়ােগ নাই।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *