সরকারি কর্মকর্তা/কর্মচারীগণের বিভিন্ন অঞ্চল/দেশ ভিত্তিক বৈদেশিক মুদ্রায় নির্ধারিত সর্বসাকুল্য ভাতা ৩০% হারে বৃদ্ধি করা হয়েছে।
- ক শ্রেণীর কর্মকর্তা ২৬৩ থেকে ৩২৮ ডলার
- খ শ্রেণীর কর্মকর্তা ১৯৬ থেকে ২৬৩ ডলার
- গ শ্রেণীর কর্মকর্তা ১৭৮ থেকে ২৩১ ডলার
- ঘ শ্রেণীর কর্মকর্তা ১৩১ থেকে ১৭৮ ডলার
বিস্তারিত জানতে পরিপত্র দেখুন:
অর্থ মন্ত্রণালয়ের ২৪-০৮-২০১৫ খ্রি: তারিখের ০৭.১৫২.০৯৯.০০.০০১.২০০৪.৩৫ নম্বর পরিপত্র মোতাবেক সরকারি কাজে বিদেশ ভ্রমনকালে বৈদেশিক মুদ্রায় প্রাপ্য সর্বসাকুল্য ভাতা বৃদ্ধি করা হয়েছে। অর্থ বিভাগের বিগত ০৯ অক্টোবর ২০১২ তারিখের অম/অবি/ব্যা:নি:-২/২(১৯)২০০০-০৪/অংশ-১/২২১(১০০০) নং স্মারকের ৪নং অনুচ্ছেদের (ক) ও (খ) -এ বর্ণিত বিশেষ পর্যায়ভুক্ত ব্যক্তিবর্গ এবং ৬ নং অনুচ্ছেদের (ক) তে বর্ণিত সাধারণ পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীগণের বিভিন্ন অঞ্চল/দেশ ভিত্তিক বৈদেশিক মুদ্রায় নির্ধারিত সর্বসাকুল্য ভাতা (Comprehensive Allowance) আদেশ জারীর তারিখ থেকে ৩০% বৃদ্ধি করে নিম্নেবর্ণিত হারে নির্দেশক্রমে পুন: নির্ধারণ করা হলো:
- ক বিশেষ পর্যায়ের শ্রেণীর কর্মকর্তা গ্রুপ-১ ৩২৮, গ্রুপ-২ ২৬৩, গ্রুপ-৩ ২৬৩ ডলার
- ক শ্রেণীর কর্মকর্তা গ্রুপ-১ ২৬৩, গ্রুপ-২ ২১৫, গ্রুপ-৩ ১৯৬ ডলার
- খ শ্রেণীর কর্মকর্তা গ্রুপ-১ ২৩১, গ্রুপ-২ ১৯৬, গ্রুপ-৩ ১৭৮ ডলার
- গ শ্রেণীর কর্মকর্তা গ্রুপ-১ ২১৫, গ্রুপ-২ ১৭৮, গ্রুপ-৩ ১৬৫ ডলার
- ঘ শ্রেণীর কর্মকর্তা গ্রুপ-১ ১৭৮, গ্রুপ-২ ১৫০, গ্রুপ-৩ ১৩১ ডলার
পরিপত্রটিতে স্বাক্ষর করেছেন উপ সচিব বিলকিস জাহান রিমি। সরকারি কাজে বিদেশ ভ্রমণকালে বৈদেশিক মুদ্রায় প্রাপ্যতার পরিপত্রটির JPG কপি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড