সাধারণত ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্প গ্র্যান্ট হিসাবে পেয়ে থাকেন অবসরকালীন সরকারি কর্মচারী। এক্ষেত্রে মৃত্যুর দিন পর্যন্ত প্রাপ্য ছুটি বিক্রির অর্থ তার পরিবারকে দেয়া যাবে এ সংক্রান্ত আদেশ নিম্নে দাখিল করা হলো।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়
নং অম/অবি/প্রবি-২/ছুটি-১৬/৮৪/১৯৩ তারিখ: ২১ শে সেপ্টেম্বর , ১৯৮৫
প্রেরক: এ, এ, এম, রশিদ উদ্দিন
উপ-সচিব, অর্থ বিভাগ।
প্রাপক: মহা হিসাব রক্ষক (বেসামরিক), বাংলাদেশ, ঢাকা।
বিষয়: চাকুরীরত অবস্থায় মৃত্যুবরণকারী সরকারী কর্মচারীগণের পরিবারকে অর্থ বিভাগের ২১-১-১৯৮৫ ইং তারিখের স্মারকের আওতায় ছুটির পরিবর্তে নগদ অর্থ প্রদান প্রসঙ্গে।
মহোদয়,
অর্থ বিভাগের ২২-৪-১৯৮৫ তারিখের অম/অবি/প্র-২/ছুটি-১৬/৮৪/৭৬ নম্বর পত্রের প্রতি আপনার দৃষ্টি আকর্ষন করত: আদিষ্ট হইয়া জানাইতেছি যে, ১-৬-৮৪ ইং তারিখ বা উহার পরে চাকুরীরত অবস্থায় কোন সরকারী কর্মকর্তা/কর্মচারী মৃত্যুবরণ করিলে অর্থ বিভাগের ২১-১-৮৫ তারিখের অম/অবি/প্রবি-২/ছুটি-১৬/৮৪/৯ নম্বর স্মারকের আওতায় মৃত্যুবরণের তারিখে অবসর গ্রহণ ধরিয়া পাওনা সাপেক্ষে ছুটির বদলে তাঁহার প্রাপ্য নগদ অর্থ তাঁহার পরিবারকে প্রদান করা যাইতে পারে। এই ক্ষেত্রে “পরিবার” বুঝাইতে পারিবারিক পেনশন প্রদান নিমিত্তে পেনশন বিধিতে প্রদত্ত সংগানুযায়ী ‘পরিবার’ বুঝাইবে।
আপনার অনুগত,
এ,এক,এম, রশিদ উদ্দিন
উপ-সচিব।
আরও বিস্তারিত জানতে পেনশন বিধিমালা দেখে নিতে পারেন: ডাউনলোড
প্রশ্নোত্তর পর্ব:
- প্রশ্ন: মৃতুর পর তার পরিবার ছুটি বিক্রির টাকা পাবে?
- উত্তর: হ্যাঁ, পরিবার পাবে।