ইত্যাদি । বিবিধ । ক্যাটাগরী বিহীন তথ্য

অভিন্ন Cash Out Charge ২০২৪ । সরকারি অনুদানের ক্যাশআউট চার্জ কত জেনে নিন

সামাজিক নিরাপত্তা কর্মসূচী ও সরকারের অন্যান্য নগদ অর্থ Mobile Financial Services এর মাধ্যমে বিতরনের জন্য অভিন্ন ক্যাশ আউট চার্জ (Cash Out Charge) 0.70 (শূন্য দশমিক সাত) শতাংশ নির্ধারণ করা হয়েছে। অর্থা প্রতি হাজারে ৭ টাকা মাত্র।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

বাজেট-১, অনুবিভাগ, অধিশাখা-৯

www.mof.gov.bd

স্মারক নং-০৭.০০.০০০০.১০৯.২০.০০২.২০.১৪৪; তারিখ: ১২ নভেম্বর ২০২০

 

পরিপত্র

বিষয়: সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সরকারের অন্যান্য কার্যক্রমের নগদ অর্থ Mobile Financial Services এর মাধ্যমে বিতরণের জন্য অভিন্ন ক্যাশ আউট চার্জ নির্ধারণ।

সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক সামাজিক নিরাপত্তা কার্যক্রম /প্রকল্প/কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। এ সকল সামাজিক নিরাপত্তা কর্মসূচীর মধ্যে বিভিন্ন প্রকারের ভাতা, সম্মানী, বৃত্তি, উপবৃত্তি ইত্যাদি কার্যক্রমের ক্ষেত্রে নগদ অর্থ সুবিধাভোগীদের নিকট বিতরণ করা হয়। এছাড়া, সরকারের অন্যান্য কার্যক্রমেও নগদ অর্থ সুবিধাভোগীদের নিকট পৌছানোর প্রয়োজন হয়। এ সকল নগদ অর্থ সময়মত নিরবিচ্ছিন্নভাবে সুবিধাভোগীদের নিকট পৌছে দেয়া সরকারের অন্যতম লক্ষ।

এ লক্ষকে সামনে রেখে সরকার ইতোমধ্যে নগদ অর্থ সরকারি কোষাগার থেকে Government to Person (G2P) পদ্ধতি অনুসরণপূর্বক Mobile Financial Services এর মাধ্যমে সরাসরি উপকারভোগীদের নিকট বিতরনের বিষয়টি অগ্রাধিকার প্রদান করেছে। এ প্রেক্ষাপটে সামাজিক নিরাপত্তা কর্মসূচী ও সরকারের অন্যান্য কার্যক্রমের নগদ অর্থ Mobile Financial Services এর মাধ্যমে বিতরণের জন্য একটি অভিন্ন ক্যাশ আউট চার্জ নির্ধারণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ অবস্থায়, সামাজিক নিরাপত্তা কর্মসূচী ও অন্যান্য কার্যক্রমের নগদ অর্থ Mobile Financial Service এর মাধ্যমে বিতরনের জন্য সরকার কর্তৃক নিম্নোক্তভাবে একটি অভিন্ন ক্যাশ আউট চার্জ নির্ধারণ করা হয়েছে:

ক) সামাজিক নিরাপত্তা কর্মসূচী ও সরকারের অন্যান্য নগদ অর্থ Mobile Financial Services এর মাধ্যমে বিতরনের জন্য অভিন্ন ক্যাশ আউট চার্জ (Cash Out Charge) 0.70 (শূন্য দশমিক সাত) শতাংশ;

খ) সামাজিক নিরাপত্তা কর্মসূচী ও সরকারের অন্যান্য কার্যক্রমের নগদ অর্থ Mobile Financial Services এর মাধ্যমে বিতরণের ক্ষেত্রে বিতরণকারী সকল মন্ত্রণালয়/বিভাগ এ অভিন্ন ক্যাশ আউট চার্জ অনুসরণ করবে; এবং

গ) মন্ত্রণালয়/বিভাগসমূহ সামাজিক নিরাপত্তা কর্মসূচী ও সরকারের অন্যান্য কার্যক্রমের নগদ অর্থ বিতরণের জন্য Mobile Financial Services এর অপারেটর নির্ধারণ, অপারেটর এর কার্যপরিধি সুনির্দিষ্টকরণ এবং তা যথাযথভাবে মনিটরিং করবে।

২। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ পরিপত্র জারি করা হলো।

 

(মেহেদী মাসুদুজ্জামান)

উপসচিব

৯৫৫৮৫৮৮

মোবাইল ব্যাংকিং এ অভিন্ন Cash Out Charge হাজারে ৭ টাকা: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *