সরকারের বিভিন্ন প্রণােদনা, শিক্ষা, সামাস্ট্রিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আর্থিক সহায়তা প্রদান ইত্যাদি কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। একইসাথে, স্বল্প আয়ের জনগনের মাঝেও এমএফএস বাবহারের প্রবণতা উল্লেখযােগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ফলে, এমএফএস এর ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে এবং ইলেকট্রনিক পেমেন্টকে উৎসাহিত করার লক্ষ্যে এমএফএস এর ব্যক্তিক হিসাবের লেনদেনের সীমা পুনঃর্ধিারণ করা প্রয়োজন ।
পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট
বাংলাদেশ ব্যাংক
প্রধান কার্যালয় লকী।
পিএসডি সার্কুলার নং -০৬/২০২২
তারিখ:-২৫ এপ্রিল, ২০২২
ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশে কার্যরত সকল মোবাইল ফিনসিয়াল সার্ভিস (এমএফএস) প্রোভাইভার
প্রিয় মহােদয়,
মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) এর লেনদেন সীমা পুনঃনির্ধারণ প্রসঙ্গে।
বর্তমানে দেশের সামগ্রিক পরিশোধ ব্যবস্থায় মােবাইল বিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) গুরত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে, এমএফএস এর আওতা এবং লেনদেনের ব্যাপ্তি প্রসারের পাশাপাশি এ মাধ্যম ব্যবহার করে সরকারের বিভিন্ন প্রণােদনা, শিক্ষা, সামাস্ট্রিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আর্থিক সহায়তা প্রদান ইত্যাদি কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। একইসাথে, স্বল্প আয়ের জনগনের মাঝেও এমএফএস বাবহারের প্রবণতা উল্লেখযােগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ফলে, এমএফএস এর ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে এবং ইলেকট্রনিক পেমেন্টকে উৎসাহিত করার লক্ষ্যে এমএফএস এর ব্যক্তিক হিসাবের লেনদেনের সীমা পুনঃর্ধিারণ করা প্রয়োজন ।
২। বর্ণিত প্রেক্ষাপটে, মােবাইল ফিনান্সিয়াল সার্ভিস-এর ব্যক্তি হিসাবের মাধ্যমে লেনদেন সীমা নিম্নোক্তভাবে পুনঃনির্ধারণ করা হলােঃ
তবে, এমএফএস গ্রোভাইডার প্রতিষ্ঠানসমূহ তাদের প্রতিষ্ঠানের ঝুঁকি বিশ্লেষণ অনুসারে উপরোক্ত সীমা অস্ট্রিম না করে স্ব স্ব প্রতিষ্ঠানের গ্রাহকগণের লেনদেনের সীমা নির্ধারণ করতে পারে।
৩। এছাড়া, ইতােপূর্বে ১৯/০৫/২০১৯ তারিখে জারিকৃত পিএসডি সাকুলার নং-০১/২০১৯ এ বর্ণিত অন্যান্য নির্দেশাবলী অপরিবর্তিত থাকিবে।
এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
আপনাদের বিশ্বস্ত,
(মােঃ মেজবাউল হক)
মহাব্যবস্থাপক
ফোন: ৯৫৩০১ ৭৪
মোবাইল ব্যাংকিং লেনদেন সীমা পুনঃনির্ধারণ ২০২২: ডাউনলোড