সাধারণত সরকারি অফিসের প্রতি অর্থ বছরের বিল প্রতি অর্থ বছরে পরিশোধ করতে হয়। বকেয়া বিল পরিশোধের বিধান রহিত করণ করা হয়েছে। বকেয়া বিল হিসাব রক্ষণ অফিস পাশ করে না।
এক অর্থ বছরের বিল পরবর্তী অর্থ বছরে পরিশোধ করতে হলে উক্ত অধিদপ্তরের বা সদর দপ্তরের এ সংক্রান্ত আদেশ জারি করতে হয়। অন্যথায় আঞ্চলিক অফিসগুলো বকেয়া বিল পরিশোধ করতে পারে না এবং হিসাবরক্ষণ অফিস এরকম আদেশ ব্যতীত বকেয়া বিল পাশ করে না।
আজ আমরা জেনে নিব যে সকল বিল বকেয়া পরিশোধ করা যায়।
- যানবাহন ব্যবহার (চুক্তিভিত্তিক) ৩২১১১০৭,
- ইন্টারনেট/ফ্যাক্স/টেলেক্স ৩২১১১৭,
- অধিকাল ভাতা ৩১১১৩২৭,
- ভ্রমণ ব্যয় ৩২৪৪১০১
এক্ষেত্রে অধিকাল ভাতা ও ভ্রমণ ব্যয় বকেয়া পরিশোধ করতে হলে বাজেটে বকেয়া পরিশোধের অনুমতির ব্যাপারে উল্লেখ থাকতে হয়।
প্রমানক: ডাউনলোড
Pingback: TA DA Bill Submission Time Table 2024 । ভ্রমণ শেষে ভ্রমণ ভাতার বিল কত দিনের মধ্যে দাখিল করতে হয়? > বাংলাদেশ সার্ভিস রুলস