কোন সরকারী কর্মচারী নুতন পদে বা বদলীকৃত কর্মস্থলে যোগদানের জন্য যে সময় প্রাপ্য হন তাকে যোগদান কাল বলে। (এফ, আর-৯)
কোন সরকারী কর্মচারী যোগদান কালীন সময়ের মধ্যে কাজে যোগদান না করলে বিলম্বিত সময়ের জন্য কোন বেতন-ভাতা প্রাপ্য হবে না। ইচ্ছাকৃত অনুপস্থিতিকে এফ আর ১৫/বিএস আর ২৪ মোতাবেক অসদাচরণ হিসাবে গণ্য করা হবে। বিলম্বিত সময়কে কর্মরত বলে গণ্য করা যাবে না বিধায় বার্ষিক বেতন বৃদ্ধির তারিখ পিছিয়ে যাবে বা ঐ সময়ের জন্য বেতন বৃদ্ধি স্থগিত থাকবে এবং উক্ত বিলম্বিত সময় পেনশনের ক্ষেত্রে গণনা করা যাবে না। (এফ,আর-১০৮/বিধি-৯৪, বি,এস,আর-প্রথম খন্ড)
তবে, বিভাগীয় প্রধান সাপ্তারিহক ছুটিসহ সর্বোচ্চ ৩০ দিনের শর্ত সাপেক্ষে অনিবার্য কারণে বিলম্বিত সময়ের জন্য যোগদান কাল বর্ধিত করতে পারেন। (বি,এস,আর-৯১)
১। একজন সরকারী কর্মচারী যোগদান কাল বি,এস,আর-৮১/এস, আর-২৯৪ মোতাবেক নিম্নোক্ত নিয়মে গণনা করতে হবে:
ক. প্রস্তুতির জন্য ৬ দিন;
খ. (১) রেল পথে ভ্রমনের ক্ষেত্রে ২০০ মাইল বা ৩২০ কি:মি: পর্যন্ত ১ দিন;
(২) সমুদ্র পথে স্টিমারে ভ্রমনের ক্ষেত্রে ২০০ মাইল বা ৩২০ কি: মি: পর্যন্ত ১ দিন;
(৩) নদী পথে স্টিমারে ভ্রমনের ক্ষেত্রে ৮০ মাইল বা ১২৮ কি: মি: পর্যন্ত ১ দিন;
(৪) বাসে ভ্রমনের ক্ষেত্রে ৮০ মাইল বা ১২৮ কি: মি: পর্যন্ত ১ দিন;
(৫) অন্য কোন ভাবে ভ্রমনের ক্ষেত্রে ১৫ কি: কি: পর্যন্ত ১ দিন;
(৬) উপরোক্ত দূরত্বের অংশ বিশেষের জন্য ১ দিন। তবে সাপ্তাহিক ছুটিসহ যোগদান কালের সর্বোচ্চ সীমা ৩০ দিনের অধিক হইবে না।
২। আকাশ পথে ভ্রমণের ক্ষেত্রে প্রস্তুতির জন্য ৬ দিন এবং ভ্রমনের প্রকৃত সময় যোগদান কাল প্রাপ্য হবেন। [Govt. Decision of SR-294]
৩। কোন বিশেষ ক্ষেত্রে বদলীকারী কর্তৃপক্ষ যোগদান কাল হ্রাস করতে এবং সরকার বৃদ্ধি করতে পারেন। (বি,এস,আর-৮০)
৪। দায়িত্ব হস্তান্তর পূর্বাহ্নে করা হলে দায়িত্ব হস্তান্তরের তারিখ হতে এবং অপরাহ্নে করা হলে দায়িত্ব হস্তান্তরের পরের দিন হতে যোগদান কাল আরম্ভ হবে।
৫। দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে পূর্বাহ্নে / অপরাহ্ন উল্লেখ না থাকলে যোগদান কাল গণনায় পূর্বাহ্নে ধরতে হবে।
৬। কোন সরকারী কর্মচারীকে কার্যরত অবস্থায় এক স্টেশন হতে অন্য স্টেশনে বদলী করা হলে এবং পদের পরিবর্তন হলে দুটি পদের মধ্যে যে পদের বেতন কম হবে সে হারে যোগদান কালীন বেতন প্রাপ্য হবে। (বিধি-৯৩, বি,এস,আর-প্রথম খন্ড)
৭। যোগদান কাল হিসাবের জন্য সাপ্তাহিক ছুটি গণনার অন্তর্ভুক্ত হবে না তবে সরকারী ছুটি গণনার অন্তর্ভুক্ত হবে।
৮। প্রাপ্য যোগদান কাল শেষে কর্মস্থলে যোগদানের নির্দিষ্ট দিন বা একাধিক্রামে কয়েকদিন সরকারী ছুটি থাকলে ছুটির পরবর্তী দিন যোগদান করা যাবে। (বি,এস,আর-৯০)
৯। এক কর্মস্থল হতে অন্য কর্মস্থলে বদলী করা হলে বাসা স্থানান্তরের প্রয়োজন না হলে ১ দিন যোগদানকাল প্রাপ্য হবে। এক্ষত্রে ছুটির দিনও যোগদানকালের অন্তর্ভূক্ত হবে। (বিধি-৮০, বিএসআর-প্রথম খন্ড)/এস,আর-২৯৩)