এলজিইডি’তে উপ-সহকারী প্রকৌশলী/নক্সাকার (উপ-সহকারী প্রকৌশলী) পদে নিয়োগপত্র প্রদান করা হয়েছে। নিয়োগপত্র প্রাপ্তির পর প্রার্থীকে যোগদান করতে হয়। নতুন কর্মস্থলে প্রথম যোগদানের ক্ষেত্রে নিম্নোক্তভাবে যোগদান পত্র জমা দিতে হবে এমন নির্দেশনাই https://www.lged.gov.bd/site/view/notices এ দপ্তর হতে দেয়া হয়েছে।
বরাবর
প্রধান প্রকৌশলী
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর
এলজিইডি ভবন, আগারগাঁও
শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।
বিষয়: উপ-সহকারী প্রকৌশলী/নক্সাকার (উপ-সহকারী প্রকৌশলী) পদে যােগদান।
মহােদয়,
যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, মহােদয়ের দপ্তরের স্মারক নং-৪৬.০২.০০০০.০০১. ১১.০০৪.১৮-৪৯৯, তারিখ: ২৩ জানুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ মারফত আমাকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রাজস্বখাতে উপ-সহকারী প্রকৌশলী/নক্সাকার (উপ-সহকারী প্রকৌশলী) পদে অস্থায়ীভাবে নিয়ােগপত্র প্রদান করা হয়েছে। তৎপ্রেক্ষিতে আমি অদ্য ০১-০২-২০২২খ্রি. তারিখ পূর্বাহে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সদর দপ্তরে উপ-সহকারী প্রকৌশলী/নক্সাকার (উপ-সহকারী প্রকৌশলী) পদে যােগদানপত্র দাখিল করলাম।
এমতাবস্থায়, আমার যােগদানপত্র গ্রহণ করতে মহােদয়ের সদয় মর্জি হয়।
তারিখ: ০১-০২-২০২২খ্রি.
বিনীত নিবেদক
স্বাক্ষর:
(নাম: উপ-সহকারী প্রকৌশলী/নক্সাকার (উপ-সহকারী প্রকৌশলী)
এলজিইডি, সদর দপ্তর, ঢাকা।
মেধা তালিকা নং
রেজিষ্ট্রেশন নং
ফোন/মােবাইল নং
ই-মেইল:
উপ-সহকারী প্রকৌশলী পদে যোগদান পত্রের নমুনা কপি: ডাউনলোড