অফিস প্রধানগণকে নিজ অফিসকক্ষে সম্মানিত পেনশনারগণের হাতে সরাসরি হস্তান্তর করে সংযুক্ত ছক মোতাবেক প্রস্তুতকৃত প্রতিবেদন পাক্ষিক ভিত্তিতে পিএসটু সিজিএ বরাবর প্রেরণের জন্য এ কার্যালয়ের ১৮/০২/২০২১ খ্রি: তারিখের স্মারক নং-০৭.০৩.০০০০.০০১.৩২.০৬.২০২০-৪৩৮১ এর মাধ্যমে নির্দেশ দেয়া হলেও লক্ষ করা যাচ্ছে কোন কোন কার্যালয় থেকে উক্ত প্রতিবেদন প্রেরণন করা হচ্ছে না। এক্ষেত্রে আবশ্যিকভাবে পাক্ষিক প্রতিবেদন প্রেরণ করা হচ্ছে না।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়
হিসাব ভবন
সেগুনাবাগিচা, ঢাকা-১০০০
www.cga.gov.bd
নং-০৭.০৩.০০০০.০০১.৩২.০৬.২০২০.৪৪৪৩; তারিখ: ১১/০৩/২০২১
সার্কুলার
সম্মানিত পেনশনারগণকে প্রদত্ত সেবার মান উন্নয়নের লক্ষ্যে অবসরপ্রাপ্ত সম্মানিত পেনশনারগণের লাম্প গ্র্যান্ট/জিপিএফ চুড়ান্ত/ আনুতোষিক বাবদ এককালীন প্রাপ্য অর্থের চেক সংশ্লিষ্ট সিএএফও, ডিসিএ, ডিএএফও এবং ইউএও কার্যালয়সমূহের অফিস প্রধানগণকে নিজ অফিসকক্ষে সম্মানিত পেনশনারগণের হাতে সরাসরি হস্তান্তর করে সংযুক্ত ছক মোতাবেক প্রস্তুতকৃত প্রতিবেদন পাক্ষিক ভিত্তিতে পিএসটু সিজিএ বরাবর প্রেরণের জন্য এ কার্যালয়ের ১৮/০২/২০২১ খ্রি: তারিখের স্মারক নং-০৭.০৩.০০০০.০০১.৩২.০৬.২০২০-৪৩৮১ এর মাধ্যমে নির্দেশ দেয়া হলেও লক্ষ করা যাচ্ছে কোন কোন কার্যালয় থেকে উক্ত প্রতিবেদন প্রেরণন করা হচ্ছে না। এক্ষেত্রে আবশ্যিকভাবে পাক্ষিক প্রতিবেদন প্রেরণ করা হচ্ছে না। এক্ষেত্রে আবশ্যিকভাবে পাক্ষিক প্রতিবেদন প্রেরণের জন্য আদিষ্ট হয়ে পুনরায় অনুরোধ করা হলো।
(খাইরুল বাশার মোহাম্মদ আশফাকুর রহমান)
ডেপুটি সিজিএ (প্রশাসন-১)
ফোন: ৮৩৯২৬১৪
অফিস প্রধানগণকে লাম্পগ্র্যান্ট, জিপিএফ, আনুতোষিক চেক প্রদান নিশ্চিত করণের নির্দেশনা : ডাউনলোড