বিলে মোট দাবির অংকের যে কোন সংশোধন তারিখসহ পূর্ণ স্বাক্ষর দ্বারা সত্যায়িত হইতে হইবে। বিলে ঘষামাজা সম্পূর্ণ নিষিদ্ধ। সংশোধনের প্রয়োজনে সব অংশ একটানা কাটিয়া লাল কালিতে শুদ্ধ করিয়া লিখিতে হইবে। মোট দাবি ব্যতীত অন্যান্য সংশোধন তারিখসহ অনুস্বাক্ষর (ইনিশিয়াল) দ্বারা সত্যায়িত হইতে হইবে। কোনক্রমেই ইরেজারকৃত বিল প্রদানযোগ্য নয়। (টি,এস,আর-৯২)।
১। বিল স্বাক্ষরকারী অফিসার তাহার নমুনা স্বাক্ষর, যে উর্ধ্বতন কর্তৃপক্ষের নমুনা স্বাক্ষর নিরীক্ষা অফিসে দাখিল আছে উক্ত ঊর্ধ্বতন কর্মপক্ষ কর্তৃক সত্যায়িত করিয়া নিরীক্ষা অফিসে দাখিল করিবেন। বিদায়ী কর্মকর্তা আগত কর্মকর্তার নমুনা স্বাক্ষর সত্যায়িত করিয়া নিরীক্ষা অফিসে প্রেরণ করিবেন। (টি,আর-২৯, টি,এস,আর-১২৬)