জিপিএফ অগ্রিম I গৃহ নির্মাণ ঋণ

লিয়েন কর্মকালীন সময়ের ট্রেজারিতে জমাকৃত জিপিএফ নির্দেশনা।

আইবাস++ সিস্টেমে লিয়েন/ডেপুটেশন এ কর্মরত গেজেটেড সরকারী কর্মকর্তাদের চালানের মাধ্যমে জমাকৃত জিপিএফ চাঁদা অন্তরর্ভূক্তির জন্য নির্দেশক্রমে অবহিত করণ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়

হিসাব ভবন

সেগুনবাগিচা, ঢাকা -১০০০

www.cga.gov.bd

নং-০৭.০৩.০০০০.০০৩.৩৯.৪০৭.১৬.৭৩০; তারিখ: ১৬/০৭/২০২০ খ্রি:

বিষয়: লিয়েন/ডেপুটেশন কর্মকালীন সময়ে ট্রেজারি চালানের মাধ্যমে জিপিএফ এর চাঁদার অর্থ হিসাবভূক্তি প্রসঙ্গে।

সূত্র: স্মারক নং-০৭.০৩.০০০০.০১০.১১.৬৯১ (খন্ড-২).১৪.৬৯৬ (৮) তারিখ: ২৫/০৬/২০২০

উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ পত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, লিয়েন /ডেপুটেশন এ কর্মরত গেজেটেড কর্মকর্তাদের জিপিএফ চাঁদা হিসাবভূক্তির জন্য নির্দিষ্ট চালানের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তার জিপিএফ লেজার এর লিংক করা হয়েছে। সকল হিসাবরক্ষণ অফিসে কর্মকর্তা/ কর্মচারী কর্তৃক লিয়েন/ডেপুটেশন-এ কর্মকালীন সময়ে ট্রেজারী চালানের মাধ্যমে জমাকৃত অর্থ আইবাস++ সিস্টেমে হিসাবভূক্তির জন্য একটি স্ক্রীন তৈরি করা হয়েছে। হিসাবরক্ষণ অফিসসমূহ চালানের মাধ্যমে জমাকৃত অর্থ আইবাস++ এর জিপিএফ মেন্যু এর GPF Deposit by challan সাব মেন্যু হতে জিপিএফ হিসাবভূক্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে। তবে লিয়েন/ডেপুটেশন এ কর্মরত গেজেটেড সরকারী কর্মকর্তাদের জিপিএফ চাঁদা আইবাস++ সিস্টেমে এন্ট্রি ও এ্যাপ্রুভাল এর বিষয়ে নিম্নোক্ত প্রক্রিয়া অনুসরণ করতে হবে:

  • অডিটর/সুপারগণ চালানের মাধ্যমে জিপিএফ চাঁদা এন্ট্রি করবে।
  • নিরীক্ষা ও হিসাবরক্সণ কর্মকর্তা এ্যাপ্রুভ করবে।

এমতাবস্থায়, বর্ণিত প্রক্রিয়ায় আইবাস++ সিস্টেমে লিয়েন/ডেপুটেশন এ কর্মরত গেজেটেড সরকারী কর্মকর্তাদের চালানের মাধ্যমে জমাকৃত জিপিএফ চাঁদা অন্তরর্ভূক্তির জন্য নির্দেশক্রমে অবহিত করা হলো।

(মোহাম্মদ মমিনুল হক ভূইয়া)

অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (হিসাব ও পদ্ধতি)

ফোন: ০৩৬০৮৫৯

 

লিয়েন/ডেপুটেশন কর্মকালীন সময়ের ট্রেজারিতে জমাকৃত জিপিএফ চাঁদা আইবাস++ এ এন্ট্রির নির্দেশনা: ডাউনলোড

অনলাইনে চালান ভেরিফিকেশন করবেন যেভাবে ভিডিও দেখে নিন: ভিডিও

 

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *